Aspirants should read (Stages of Child Development in Bengali) the Child Development & Pedagogy Study Notes on Child Growth & Development Principle, Factor Influence of heredity and environment topic. This topic is useful and important for upcoming WB PRIMARY TET 2023, CTET, ASSAM TET, TRIPURA TET, WBSSC TET, WB MADRASHA TET and Other TET Exams.
শিশু বিকাশের বিভিন্ন স্তর বা পর্যায় : Stages of Child Development in Bengali
একটি শিশুর বিকাশ বিভিন্ন পর্যায় অতিক্রম করে। প্রতিটি পর্যায়ের আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং আচরণ রয়েছে। এক পর্যায়ের বৈশিষ্ট্য অন্য পর্যায়ের বৈশিষ্ট্যের থেকে আলাদা। তাই একটি শিশুকে বোঝার জন্য, শিক্ষককে এই বৈশিষ্ট্যগুলি জানতে হবে। বিভিন্ন মনোবিজ্ঞানী মানুষের বিকাশকে বিভিন্ন পর্যায়ে ভাগ করেছেন। কিছু শ্রেণীবিভাগ নিম্নরূপ:
(ক) মনোবিদ জে.পিকুলাস এর বিকাশের স্তর বা পর্যায়গুলি কি কি?
জে পিকুলাস (J. Pickunas) মানুষের জীবন বিকাশের ধারাকে 10 টি স্তরে ভাগ করেছেন, এগুল হল-
1. প্রাক জন্ম স্তর (Pre-natal Stage) – গর্ভ সঞ্চার থেকে ভূমিষ্ট হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত।
2. সদ্যজাত স্তর (Post-natal Stage) – জন্মের পর থেকে ৪ সপ্তাহ পর্যন্ত।
3. প্রথম শৈশব স্তর (Early Infancy) – ১ মাস থেকে ১৮ মাস পর্যন্ত।
4. শেষ শৈশব স্তর (Later Infancy) – ১৮ মাস থেকে ২ বছর ৬ মাস পর্যন্ত।
5. প্রথম বাল্য স্তর (Early Childhood) – আড়াই বছর থেকে ৫ বছর পর্যন্ত।
6. মধ্য বাল্য স্তর (Middle Childhood) – ৫ বছর থেকে ৯ বছর পর্যন্ত।
7. শেষ বাল্য স্তর (Later Childhood) – ৯ বছর থেকে ১২ বছর পর্যন্ত।
8. যৌবনাগম স্তর (Adolescence) – ১২ বছর থেকে ২১ বছর পর্যন্ত।
9. প্রাপ্ত বয়স্ক স্তর (Adulthood) – ২১ বছর থেকে ৭০ বছর পর্যন্ত।
10. বার্ধক্য (Senescence) – ৭০ বছর থেকে আমৃত্যু পর্যন্ত।
(খ) মনোবিদ সেলের জীবন বিকাশের পর্যায় বা স্তরগুলি কি কি ?
মনোবিদ সেল জীবন বিকাশের ৪টি স্তরের কথা বলেছেন। সেগুলো হল –
1. শৈশব কাল (Infancy) – ১ বছর থেকে ২ বছর পর্যন্ত।
2. প্রারম্ভিক বাল্য কাল (Early Childhood) – ৩ বছর থেকে ৬ বছর পর্যন্ত।
3. প্রান্তীয় বাল্য কাল (Later Childhood) – ৬ বছর থেকে ১২ বছর পর্যন্ত।
4. কৈশোর কাল (Adolescence) – ১২ বছর থেকে ১৮ বছর পর্যন্ত।
(গ) আর্নস জোনসের জীবন বিকাশের পর্যায় বা স্তরগুলি কি কি ?
মনোবিদ জোনস্ জীবন বিকাশের ৪টি স্তরের কথা বলেছেন। সেগুলো হল –
1. শৈশব কাল (Infancy) – ০ থেকে ৫ বছর পর্যন্ত।
2. বাল্য কাল (Childhood) – ৫ বছর থেকে ১২ বছর পর্যন্ত।
3. যৌবনাগম (Adolescence) – ১২ বছর থেকে ১৮ বছর পর্যন্ত।
4. প্রাপ্ত বয়স্ক (Adulthood) – ১৮ বছর থেকে আমৃত্যু পর্যন্ত।
(ঘ) মনোবিদ কোলেসনিকের জীবন বিকাশের পর্যায় বা স্তরগুলি কি কি ?
কোলেসনিক জীবন বিকাশের ৮টি স্তরের কথা বলেছেন। সেগুলো হল –
1. প্রসবপূর্ব – গর্ভধারণ থেকে জন্ম হত্তয়ার আগমুহূর্ত পর্যন্ত সময় (প্রাক-জন্মকালীন)।
2. নবজাতক – জন্ম থেকে ৩/৪ সপ্তাহ পর্যন্ত।
3. প্রারম্ভিক শৈশব – ১৫ মাস থেকে ৩০ মাস পর্যন্ত।
4. প্রান্তীয় শৈশব – ৩০ মাস থেকে ৫ বছর পর্যন্ত।
5. প্রারম্ভিক বাল্য – ৫ বছর থেকে ৯ বছর পর্যন্ত।
6. প্রান্তীয় বাল্য – ৯ বছর থেকে ১২ বছর।
7. বয়ঃসন্ধি – ১২ বছর থেকে ২১ বছর পর্যন্ত।
8.
(ঙ) মনোবিদ পিঁয়াজের জ্ঞানমূলক বিকাশের স্তরগুলো কি কি ?
পিঁয়াজের মতবাদের মূল কথা হল “জ্ঞান মানুষের আবিষ্কৃত, জ্ঞান মানুষের জন্মগত সংগঠন বা আবিস্কৃত বস্তুর মধ্যে থাকে না।”
পিঁয়াজের মতে জন্মগত ভাবে শিশুর মধ্যে ২টি বৈশিষ্ট্য থাকে। যথা –
(A) তাৎক্ষণিক প্রতিক্রিয়া করার ক্ষমতা।
(B) স্বতঃস্ফূর্ত ভাবে পরিবেশের মোকাবিলা করার ক্ষমতা।
স্বতঃস্ফূর্ত ভাবে পরিবেশের মোকাবিলা করার ক্ষমতা ২টি ভাবে সংগঠিত হয় – আত্তীকরণ ও সংযোজন।
(চ) পিঁয়াজের বয়সভিত্তিক শিশুর বিকাশের স্তরগুলো কি কি ?
পিঁয়াজের বয়সভিত্তিক শিশুর বিকাশের ৪টি স্তরের কথা বলেছেন। সেগুলো হল –
1. সংবেদন সঞ্চালন স্তর (Sensory Motor Stage) – ০ থেকে ২ বছর পর্যন্ত।
2. প্রাক সক্রিয়তার স্তর (Pre Operational Stage) – ২ বছর থেকে ৬ বছর পর্যন্ত।
3. মূর্ত সক্রিয়তার স্তর (Concrete Operational Stage) – ৬ বছর থেকে ১১ বছর পর্যন্ত।
4. নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর (Formal Operational Stage) – ১১ বছর থেকে আমৃত্যু পর্যন্ত।
(ছ) Dr. C.L Kundu and Dr D.N Tutu এর বিকাশের পর্যায় বা স্তরগুলি কি কি ?
Dr. C.L Kundu and Dr D.N Tutu এর মতে বিকাশ ১০ প্রকার। সেগুলো হল –
1. প্রসবপূর্ব – ০ থেকে ২৫০/৩০০ দিন।
(a) ডিম্বানু – ০ থেকে ২ সপ্তাহ।
(b) ভ্রূণ – ২ সপ্তাহ থেকে ১০ সপ্তাহ।
(c) ভ্রূণ – ১০ সপ্তাহ থেকে জন্ম পর্যন্ত।
2. নবজাতক পর্যায় – ০ থেকে ২ সপ্তাহ।
3. শৈশব – জন্ম থেকে ২ বছর।
4. শুরুর বাল্য – ২ বছর থেকে ৬ বছর পর্যন্ত।
5. মধ্য বাল্য – ৬ বছর থেকে ১০ বছর পর্যন্ত।
6. শেষ বাল্য – ১০ বছর থেকে ১৩ বছর পর্যন্ত।
7. কৈশোর – মেয়েদের ১২ বছরে এবং ছেলেদের ১৪ বছরে।
8. প্রারম্ভিক কৈশোর – ১৩ বছর থেকে ১৫ বছর পর্যন্ত।
9. প্রান্তীয় কৈশোর – ১৫ বছর থেকে ২০ বছর পর্যন্ত।
10. যৌবন এবং বার্ধক্য – ২০ বছর থেকে আমৃত্যু পর্যন্ত।
(জ) কোহলবার্গ এর নৈতিক বিকাশের স্তর বা পর্যায়গুলো কি কি ?
লরেন্স কোহলরার্গের মতে নৈতিক বিকাশের মূল উপাদান ৩টি। সেগুলো হল –
(a) জ্ঞানমূলক বিকাশ।
(b) জ্ঞানমূলক স্তরের দ্বন্দ্ব।
(c) নির্দিষ্ট ভূমিকা গ্রহণের ক্ষমতা।
কোহলবার্গ নৈতিক বিকাশের প্রথম শর্ত হিসেবে পিঁয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্বকে মান্যতা দিয়েছেন।
কোহলবার্গ নৈতিক বিকাশ প্রক্রিয়াকে ৩টি পর্যায়ে ভাগ করেছেন। সেগুলো হল –
(a) প্রাক সংস্কার নীতিবোধের পর্যায় (Pre Conventional Morality) – ৪ বছর থেকে ১০ বছর পর্যন্ত।
(b) সংস্কার প্রভাবিত নীতিবোধের পর্যায় (Conventional Morality) – ১০ বছর থেকে ১৩ বছর পর্যন্ত।
(c) সংস্কার মুক্ত নীতিবোধের পর্যায় ( Post Conventional Morality) – ১৩ বছর থেকে পরবর্তী সময়।
কোহলবার্গ প্রতিটি পর্যায়ে ২টি করে স্তরের কথা বলেছেন। সেগুলো হল –
1. সামঞ্জস্যহীন।
2. ব্যাক্তি কেন্দ্রিক।
(ঝ) E.B Harlok (হারলক) এর বিকাশের স্তর বা পর্যায়গুলো কি কি ?
মনোবিদ হারলক এর মতে বিকাশের ৫টি স্তর আছে। সেগুলো হল –
1. প্রি নেটাল পিরিয়ড – মাতৃগর্ভে ২৮০ দিন।
2. শৈশবের শুরু – জন্ম থেকে ২ সপ্তাহ পর্যন্ত।
3. শৈশব শেষ – ২ সপ্তাহ থেকে ২ বছর পর্যন্ত।
4. বাল্য – ২ বছর থেকে ১১/১২ বছর পর্যন্ত।
(a) শুরুর বাল্য – ২ বছর থেকে ৬ বছর পর্যন্ত।
(b) শেষ বাল্য – ৭ বছর থেকে ১২ বছর।
5. কৈশোর – ১১/১৩ বছর থেকে ২০/২১ বছর পর্যন্ত।
(a) প্রাক কৈশোর – মেয়েদের ১১/১৩ বছর ও ছেলের ১ বছর পর থেকে।
(b) প্রাথমিক কৈশোর – ১৬ বছর থেকে ১৭ বছর।
(c) পরবর্তী কৈশোর – ২০/২১ বছর পর্যন্ত।
(ঞ) ভাইগটস্কির এর বিকাশের স্তর বা পর্যায় গুলি কি কি?
(i) Vygotsky এর প্রজ্ঞামূলক বিকাশ স্তর –
ভাইগটস্কির মতে বিকাশ হল প্রক্রিয়াজাত এক শ্রেণীবিন্যস্ত রুপান্তর। তিনি শিশুর ভাষা বিকাশের স্তর লক্ষ্য করে প্রজ্ঞামূলক স্তরের তাত্ত্বিক ব্যাখ্যা দেন। তাঁর প্রজ্ঞামূলক বিকাশের দ্বৈত পথ হল –
(a) প্রাথমিক প্রক্রিয়াগুলো হবে মূলতঃ জৈবিক।
(b) হবে উন্নত মনোবৈজ্ঞানিক প্রক্রিয়াগুলো অবশ্যই সামাজিক-সাংস্কৃতকি।
(ii) ভাইগটস্কির মতে ভাষা বিকাশের স্তর চারটি যথা-
(a) প্রাক বৌদ্ধিক বাচন (Pre-Intellectual Speach)
(b) সরল মনোবৈজ্ঞানিক বাচন (Naive Psychology)
(c) অহং কেন্দ্রিক বাচন (Ego Centric Speach)
(d) অন্তরের বাচন (Inner Speach)
(ট) রুচের মতে বিকাশের স্তর বা পর্যায় গুলো কি কি ?
রুচের মতে বিকাশের স্তর বা পর্যায় ৩টি। সেগুলো হল –
1. জার্মিনাল পিরিয়ড – ০ থেকে ২ সপ্তাহ। (এই সময়কালে কোষ বিভাজনের কারণে নিষিক্ত ডিম্বাণু বিকশিত হয়।)
2. ভ্রুণের পর্যায় – ২ থেকে ১০ সপ্তাহ পর্যন্ত। (এই সময়কালে শরীরের বিভিন্ন অঙ্গ, তাদের আকার বিকশিত হতে শুরু করে।)
3. ভ্রুণের পর্যায় – ১০ সপ্তাহ থেকে জন্মের সময়কাল পর্যন্ত।
(ঠ) শিক্ষাবিদ রুশোর বিকাশের স্তর কি কি ?
শিক্ষাবিদ রুশোর বিকাশের ৪টি স্তরের কথা বলেছেন। তবে তিনি শিক্ষাগত দিকথেকে জীবন বিকাশের স্তর ভাগ করেছেন।
উপরিউক্ত জীবন বিকাশের সূত্রগুলো মধ্যে জোনসের, রুশো, পিঁয়াজের, ভাইগটস্কি, কোহলবার্গ প্রমুখদের প্রদত্ত বিকাশের স্তর গুলো টেট পরীক্ষার ক্ষেত্রে বেশি প্রধান্য দেখা যায়। এছাড়াও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস ২০২২ এ আমারা দেখেছি এই বিষয়গুলো সিলেবাসে উল্লেখ রয়েছে। পরবর্তী নোটস এ আমার পরপর সিলেবাস অনুযায়ী নোটস আপলোড দেওয়ার চেষ্টা করবো। সুতরাং পরবর্তী নোটসগুলো সহজে পেতে “শিক্ষাকুল ডট কম” ওয়েব পোর্টাল প্রতিনিয়ত ফলো করুন।