WB Primary TET CDP Questions Answers PDF :
আজকের প্রতিবেদনে শিশু বিকাশ ও পেডাগোগী বিষয়ের (Child Development and Pedagogy) 5E Model সম্পর্কে আলোচনা করা হলো। 5E Model PDF টি আপনারা ডাউনলোড করতে চাইলে শেষে লিঙ্ক দেওয়া থাকবে।
5E Model In Bengali :
- Bybee and Landes, 1990 সালে 5E Model তৈরি করেছে।
- 5E Model বিজ্ঞান (Science) এর ক্ষত্রে ভীষণভাবে উপযোগি বা কর্যকরি।
5E মডেল সম্পর্কে আলোচনা :
5E Model এ 5টি ধাপ আছে, সেগুলো নীচে বিস্তারিত আলোচনা করা হলো –
(1) Engaged (সংযুক্তিকরণ) : –
- প্রথম স্তর
- শিক্ষার্থীদের শিক্ষার্থীদের শিখনে উৎসাহিত করা এবং বিষয়ের কাজে নিযুক্ত করা।
- শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের শিখনে উৎসাহিত করার জন্য এবং বিষয়গত কাজে নিযুক্ত করার জন্য, শিক্ষার্থীদের পূর্ব জ্ঞান যাচাই করার জন্য বিষয় সম্পর্কে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন।
(2) Explore (অনুসন্ধান) :
- এই ধাপে শিক্ষার্থীরা হাতে-কলমে শেখে।
- বিষয় সম্পর্কে বিভিন্ন নতুন তথ্য অনুসন্ধানে সক্ষম হয়।
- শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের অনুসন্ধানের কাজে সাহায্য করেন।
(3) Explain (ব্যাখ্যা) :
- শিক্ষক/ শিক্ষিকা দ্বারা পরিচালিত ধাপ।
- শিক্ষক মহাশয়ের সহযোগিতায় শিক্ষার্থীরা বিষয়টি পারস্পরিক আলোচনার মাধ্যমে সঠিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে।
- শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে ওঠে।
(4) Elaborate (পরিবর্ধন/ সম্প্রসারণ) :
- শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করে, যার ফলে জ্ঞান আরও মজবুত হয়।
- শিক্ষক মহাশয় তাদের নতুন জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগের সুযোগ দেবেন।
(5) Evaluation (মূল্যায়ন) :
- এই স্তরে শিক্ষার্থীরা কতটা শিখেছে সেটা শিক্ষক/শিক্ষিকা দ্বারা মূল্যায়িত হয়।
- শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের অতীত জ্ঞান এবং নতুন জ্ঞানের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেন এবং ফিডব্যাক দেন।
- এই ফিডব্যাক শিক্ষার্থীদের ‘আত্ম মূল্যায়নে’ সাহায্য করে।

Sir thank you
Thanks sir