আপনি কি Primary TET 2023 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Siksakul.com আপনার জন্য নিয়ে এসেছে Primary TET EVS Practice Set. যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Siksakul.com দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে, প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2023 পরীক্ষার্থীদের জন্য Siksakul.com এর এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
PRIMARY TET EVS PRACTICE SET – 01 l WB Primary TET Exam 2023
1. পরিবেশবিদ্যা পাঠে তথ্য সংগ্রহ করার জন্য নীচের কোনটি সবথেকে জরুরী ?
(A) সাথে নোটবুক এবং পেনসিল রাখা
(B) ভ্রমণ করার মানসিকতা
(C) জিজ্ঞাসুমন
(D) সবকটি
ANSWER2. সমাজ পরিবেশে সামাজিক সম্পর্কগুলো পাঠে নীচের কোন শিক্ষা সহায়ক উপকরণ কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে ?
(A) ব্ল্যাকবোর্ড
(B) মডেল
(C) অডিও-ভিস্যুয়াল পদ্ধতি
(D) চার্ট ও গ্রাফ
ANSWER3. HSTP (Hosangabad Science Teaching Programme) প্রোগ্রাম কি নামে ডাকা হয় ?
(A) প্রথম
(B) নঈতালিম
(C) একলব্য
(D) নালি-কালি
ANSWER4. বুনিয়াদি শিক্ষা মডেল (Basic Teaching Model) কে নির্মাণ করেন ?
(A) ফ্ল্যান্ডার
(B) কান্ট
(C) ক্যাসরয়েল
(D) রবার্ট গ্লস্টার
ANSWER5. NCF-2005 মতে বৈজ্ঞানিক ধারণা নীচের কোথা থেকে সৃষ্টি হয় ?
(A) পরীক্ষা
(B) কাজ ও পরীক্ষা
(C) কাজ
(D) ভ্রমণ
ANSWER6. শিক্ষণের চিহ্নকরণ মডেল (Impression Model of Teaching) কে চালু করেন ?
(A) কান্ট
(B) জন লক
(C) রুশো
(D) ডি. ডেভিস
ANSWER7. শিক্ষণের অন্তর্দৃষ্টি মডেল (The insight model of Teaching) কে চালু করেন ?
(A) রুশো
(B) মন্তেসরি
(C) প্লেটো
(D) অ্যারিস্টটল
ANSWER৪. বিজ্ঞান শিক্ষণের মডেল হিসাবে HSTP নীচের কোন পদ্ধতির পৃষ্ঠপোষক ?
(A) বক্তৃতা পদ্ধতি
(B) আবিষ্কার পদ্ধতি
(C) অভিপ্রদর্শন পদ্ধতি
(D) প্রোগ্রাম পদ্ধতি
ANSWER9. সামাজিক মিথস্ক্রিয়া মডেল (Social Interaction Model) বা মিথস্ক্রিয়া মডেল (Interaction Meodel) কে চালু করেন ?
(A) এন. ফ্ল্যান্ডার
(B) রুশো
(C) অ্যারিস্টটল
(D) লক
ANSWER10. সংযুক্ত বিজ্ঞানের থলিতে (Integrated Science Kit) কয়টি দ্রব্য থাকে ?
(A) 127 টি
(B) 111 টি
(C) 135 টি
(D) 113 টি
ANSWER11. সংযুক্ত বিজ্ঞানের থলি (Integrated Science Kit) কে সৃষ্টি করেছে?
(A) SCERT
(B) DIET
(C) NCERT
(D) DOE
ANSWER12. পরিবেশবিদ্যা শিক্ষণের UMP (Urban Project) কোন সংগঠনের প্রকল্প ?
(A) শিক্ষাদপ্তরের বিজ্ঞান শাখা
(B) UNESCO
(C) NECRT
(D) SCERT
ANSWER13. প্রাথমিকস্তরে পরিবেশবিদ্যা পাঠ নীচের কোনটির দ্বারা নিয়ন্ত্রিত হয় ?
(A) Integrated Approach
(B) Disciplinary Appoach
(C) Lecture Approach
(D) Non Above
ANSWER14. বিজ্ঞানমনস্কতা তৈরীর জন্য কোন ধরণের বিজ্ঞান শিক্ষার পদ্ধতি সাহায্য করে ?
(A) সমস্যাসমাধান পদ্ধতি
(B) প্রকল্প পদ্ধতি
(C) আবিষ্কার পদ্ধতি
(D) বক্তৃতা পদ্ধতি
ANSWER15. “There should be continuous and periodic assessment, with much less weightage to the annual examination”—উক্তিটি নিম্নের কোথায় করা হয়েছে ?
(A) রাজ্য কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2000
(B) জাতীয় কারিকুলাম ফ্রেমওয়ার্ক 1988
(C) NCF 2005
(D) ওপরের কোনোটাই না
ANSWER16. প্রাথমিক বিজ্ঞান থলিতে (Primary Science Kit) কয়টি দ্রব্য থাকে ?
(A) ৬৭ টি
(B) ৭৯ টি
(C) ৮১ টি
(D) ৮৫ টি
ANSWER17. বিজ্ঞানমনস্ক মানুষের মধ্যে কি ধরনের বৈশিষ্ট্য দেখা যায় ?
(A) খোলা মনের
(B) জানার আগ্রহ আছে
(C) কাজে এবং চিন্তায় বিজ্ঞানসম্মত পদ্ধতি ব্যবহার করেন
(D) উপরের সবকটি বৈশিষ্ট্য
ANSWER18. বিজ্ঞান শিক্ষায় শিক্ষক নীচের কোন নীতিটি প্রয়োগ করবেন ?
(A) সরল থেকে জটিল
(B) জটিল থেকে সরল
(C) জানা থেকে অজানা
(D) অজানা থেকে জানা
ANSWER19. “বাতাসের ওজন আছে”– বক্তব্যটি বোঝানোর জন্য নীচের কোন পদ্ধতিটি গ্রহণ করা হয় ?
(A) বক্তৃতা পদ্ধতি
(B) বক্তৃতা আলোচনা পদ্ধতি
(C) বিজ্ঞানসম্মত পদ্ধতি
(D) বক্তৃতা অভিপ্রদর্শন পদ্ধতি
ANSWER20. সামাজিক পরিবেশ সম্পর্কে ছাত্রছাত্রীদের নীচের কোন বিষয়ে শিক্ষা দেওয়া হয় ?
(A) সমাজের বিভিন্ন উপাদানের মধ্যে পারস্পরিক সম্পর্ক
(B) সামাজিকীকরণ প্রক্রিয়া
(C) সমাজ পরিবর্তনের নানা দিক
(D) উপরের সবকটি সঠিক
ANSWER21. সূর্য থেকে পৃথিবীতে আলে কত সময় লাগে ?
(A) ১ মিনিট
(B) ৫ মিনিট
(C) ৮ মিনিট ৩ সেকেন্ড
(D) ৯ মিনিট ১৫ সেকেন্ড
ANSWER22. যারা পর্ণমোচী অরণ্য তাদের মধ্যে নীচের কোন বৈশিষ্ট্যটি লক্ষ্য করা যায় ?
(A) শীতকালে সমস্ত পাতা ঝরিয়ে দেয়
(B) গ্রীষ্মকালে সমস্ত পাতা ঝরিয়ে দেয়
(C) সারা বছর গাছে পাতা থাকে
(D) যে বৃক্ষের পাতাগুলি সূচাগ্র আকারের থাকে
ANSWER23. উত্তর আমেরিকার তৃণভূমির নাম নীচের কোনটি ?
(A) প্রেইরি
(B) স্টেপিস
(C) পম্পাস
(D) উপরের সবকটি
ANSWER24. চিপকো আন্দোলন শুরু হয় কোথায় ?
(A) কেরলে
(B) ত্রিপুরায়
(C) হিমাচল প্রদেশে
(D) উত্তরপ্রদেশে
ANSWER25. বন্দিপুর জাতীয় পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
(A) কর্ণাটক
(B) কেরালা
(C) তামিলনাড়ু
(D) অন্ধ্রপ্রদেশ
ANSWER26. ইকোসিস্টেম শব্দটির প্রবর্তন কে করেন ?
(A) গ্রেগর জোহান মেন্ডেল
(B) দ্য স্ট্যানলি হল
(C) চার্লস ডারউইন
(D) ট্যান্সলে
ANSWER27. ভারতে ম্যানগ্রোভ জাতীয় বন দেখা যায় কোথায় ?
(A) হিমালয়ে
(B) সুন্দরবনে
(C) রাজস্থানে
(D) মধ্যপ্রদেশে
ANSWER28. অগ্নিনির্বাপক যন্ত্রে যে গ্যাস ব্যবহার করা হয় তার নাম কি ?
(A) অক্সিজেন
(B) কার্বন মনো অক্সাইড
(C) মিথেন
(D) কার্বন ডাই অক্সাইড
ANSWER29. ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী প্রধান গ্যাসের নাম কি ?
(A) CFC
(B) NO²
(C) H²O
(D) NH³
ANSWER30. SPM-এর সম্পূর্ণ নাম কি ?
(A) সাসপেনডেড পার্টিকুলেট ম্যাটার
(B) সলিড পার্টিকুলেট ম্যাটার
(C) সাসপেনডেড ফসফরাস অ্যা’ ম্যাগনেসিয়াম
(D) সলিড পল্যুটিং ম্যাটেরিয়াল
ANSWERPrimary TET EVS Pracrice Set PDF
পরিবেশ বিদ্যা বিষয়ের ৩০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
আপনি কি বাংলা কবিতা পড়তে ভালোবাসেন, তাহলে এই লিঙ্কে ক্লিক করুন : www.raateralo.com
স্যার অসাধারণ collection খুব সুন্দর প্রশ্নউত্তর এই ভাবে আরো বেশি বেশি kore দিয়ে থাকুন
Thank you sir