---Advertisement---

Primary TET EVS Practice Set – 04 | WB Primary TET Exam 2023

By Siksakul

Updated on:

---Advertisement---

আপনি কি Primary TET 2023 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Siksakul.com আপনার জন্য নিয়ে এসেছে Primary TET EVS Practice Set যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Siksakul.com দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে, প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2023 পরীক্ষার্থীদের জন্য Siksakul.com এর এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.

PRIMARY TET EVS PRACTICE SET – 03

1. উন্নয়নের সঙ্গে সম্পর্ক রেখে পরিবেশের ক্ষয়ক্ষতি বা পরিবেশের ওপর উন্নয়নের প্রভাব সম্পর্কিত লেখচিত্রকে কি বলা হয় ?
(A) সিগময়েড বক্ররেখা
(B) কুজনেৎস বক্ররেখা
(C) মালিথুসীয় বক্ররেখা
(D) কার্লমার্কসীয় বক্ররেখা
ANSWER

 

(B) কুজনেৎস বক্ররেখা

KEY POINTS : 

(i) পরিবেশগত কুজনেট কার্ভ (Environmental Kuznets curve – EKC) হল পরিবেশগত গুণমান এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে একটি সম্পর্ক।
(ii) এই তত্ত্ব অনুসারে, পরিবেশগত অবনতির অনেক সূচক আরও খারাপ হতে থাকে কারণ আধুনিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে যতক্ষণ না গড় আয় উন্নয়নের সময় একটি নির্দিষ্ট বিন্দুতে পৌঁছায়।
(iii) অন্য কথায়, পরিবেশগত কুজনেট বক্ররেখা পরামর্শ দেয় যে অর্থনৈতিক উন্নয়ন প্রাথমিকভাবে পরিবেশের অবনতির দিকে নিয়ে যায়, কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি নির্দিষ্ট স্তরের পরে, একটি সমাজ পরিবেশের সাথে তার সম্পর্ক উন্নত করতে শুরু করে এবং পরিবেশগত অবনতির মাত্রা হ্রাস পায়।
(iv) EKC পরামর্শ দেয় যে দূষণের সমাধান হল অর্থনৈতিক প্রবৃদ্ধি।

 

2. হালকা জ্বলনশীল গ্যাস হল – 
(A) মার্শগ্যাস
(B) কার্বন ডাই অক্সাইড
(C) নাইট্রোজেন
(D) অক্সিজেন
ANSWER

 

(A) মার্শগ্যাস

KEY POINTS : 

(i) মার্শ গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন।
(ii) এটি জলাভূমিতে পদার্থের পচনের ফলে উৎপন্ন হয়। এটি জলাভূমি (swamp) গ্যাস বা জৈবগ্যাস নামেও পরিচিত।

 

3. বায়ুমণ্ডলের কোন্ স্তরে উল্কাপিন্ড পুড়ে ছাই হয় ?
(A) আয়নোস্ফিয়ার
(B) থার্মোস্ফিয়ার
(C) মেসোস্ফিয়ার
(D) স্ট্র্যাটোস্ফিয়ার
ANSWER

 

(C) মেসোস্ফিয়ার

KEY POINTS : 

(i) মেসোস্ফিয়ার পৃথিবী থেকে প্রায় 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি 35 কিলোমিটার পুরু। পৃথিবীর দূরত্ব বাড়ার সাথে সাথে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে মধ্য স্তরের তাপমাত্রা শীতল হয়ে যায়। কিছু উষ্ণ স্থানে, এর তাপমাত্রা -5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে, কিন্তু অন্যান্য উচ্চতায় তাপমাত্রা -140 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়।

 

4. জুপ্ল্যাঙ্কটন হল – 
(A) কারা
(B) ভলভক্স
(C) ক্রাস্টেসিয়ান
(D) স্পাইরোগাইরা
ANSWER

 

(C) ক্রাস্টেসিয়ান

KEY POINTS : 

(i) জলে ভাসমান ক্ষুদ্র সাধারণত আণুবীক্ষণিক প্রাণীদের জুপ্ল্যাঙ্কটন বলে।
(ii) জুপ্ল্যাঙ্কটনের উদাহরণ – আণুবীক্ষণিক প্রোটোজোয়ানস, ক্রাস্টেসিয়ানস, বৃহৎ আকারের প্রাণীর ডিম ও লার্ভা ইত্যাদি।

 

5. মহীসোপান অঞ্চলের অগভীর সমুদ্রে যে অবক্ষেপ দেখা যায় তাকে কি বলে ?
(A) নেরিটিক
(B) পিলজিক
(C) রেডিওল্যারিয়াল
(D) ডায়াটম অবক্ষেপণ
ANSWER

 

(A) নেরিটিক

KEY POINTS : 

(i) এই ধরনের অবক্ষেপ নেরিটিক অবক্ষেপ নামে পরিচিত যা সাধারণত অগভীর সমুদ্রে দেখা যায়। এছাড়া গভীর সমুদ্রে আর এক ধরনের তরল কাদাজাতীয় জৈব অবক্ষেপ দেখা যায়। যা পেলাজিক অবক্ষেপ নামে পরিচিত। উষ্ণতার পরিবর্তন বা কার্বন -ডাই-অক্সাইডের অপসারণ বা অন্যান্য বিভিন্ন কারণে বায়ুমণ্ডল বা সমুদ্রের প্রকৃতির পরিবর্তন ঘটে।

 

6. পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র নীচের কোনটি ?
(A) পার্বত্য বাস্তুতন্ত্র
(B) মরু বস্তুতন্ত্র
(C) উপকূলীয় বাস্তুতন্ত্র
(D) সামুদ্রিক বাস্তুতন্ত্র
ANSWER

 

(D) সামুদ্রিক বাস্তুতন্ত্র

 

7. সাঁতারু জলজ প্রাণীদের কি বলা হয় ?
(A) নেকটন
(B) বেনথস
(C) হ্যাবিট্যাট
(D) প্ল্যাঙ্কটন
ANSWER

 

(A) নেকটন

 

8. সাইটোলজি হল – 
(A) কোশবিদ্যা
(B) কলাবিদ্যা
(C) অস্থিবিদ্যা
(D) ক্যান্সারবিদ্যা
ANSWER

 

(A) কোশবিদ্যা

 

9. খাদ্যশৃঙ্খলের যে স্তরে জীবসংখ্যা সর্বাধিক সেটি হল – 
(A) উৎপাদক
(B) খাদক
(C) বিয়োজক
(D) কোনোটিই নয়
ANSWER

 

(A) উৎপাদক

 

10. যে বাস্তুতন্ত্রে জীবভর সর্বাধিক সেটি হল –
(A) তুষার মেরু
(B) উয়মেরু
(C) চারণভূমি
(D) জঙ্গল
ANSWER

 

(D) জঙ্গল

 

11. “Fundamentals of Ecology” বইটির লেখক হলেন –
(A) লিন্ডেম্যান
(B) চ্যাপম্যান
(C) ওডাম
(D) হাচিনসন
ANSWER

 

(C) ওডাম

 

12. ডেট্রিটাস কনজিউমার বা কর্কর ভক্ষকের উদাহরণ হল –
(A) কাঁকড়া
(B) নিমাটোড
(C) মাছ
(D) পায়রা
ANSWER

 

(B) নিমাটোড

 

13. রাজস্থানের ভরতপুর যে প্রাণী পালনের পক্ষে আদর্শ সেটি হল —
(A) গন্ডার
(B) ভল্লুক
(C) পাখি
(D) বানর
ANSWER

 

(C) পাখি

KEY POINTS : 

(i) রাজস্থানের ভরতপুরে অবস্থিত কেওলাদেও জাতীয় উদ্যান বা কেওলাদেও ঘানা জাতীয় উদ্যানটি পূর্বে ভরতপুর পাখিরালয় হিসাবে পরিচিত ছিল। 230 টিরও বেশি প্রজাতির পাখি এই উদ্যানে পাওয়া যায়। শীতকালে এখানে প্রচুর পক্ষীবিদ এই প্রধান পর্যটন কেন্দ্র আসেন। এটি 1971 সালে একটি সুরক্ষিত অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়েছিল।

 


14. নীচের কোন রোগটি বায়ুদূষণ থেকে হয় ?
(A) হেপাটাইটিস
(B) ব্রঙ্কাইটিস
(C) টিউবারকিউলোসিস
(D) এলকেফেলাইটিস
ANSWER

 

(B) ব্রঙ্কাইটিস

KEY POINTS : 

(i) ব্রঙ্কাইটিস রোগের লক্ষণ –
a. কাশি, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হয়।
b. শ্বাসকষ্ট হওয়ায় মাথা ব্যথা হতে পারে।
c. কাশির সময় রোগি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে।
d. জ্বর হয়,রোগি ক্রমান্বয়ে দূর্বল হয়ে পরে।
e. শক্ত খাবার খেতে পারে না।
f. কাশির সাথে অনেক সময় কফ বের হয়।

 


15. পরিবেশ বলতে বোঝায় – 
(A) প্রাকৃতিক পরিবেশকে
(B) জৈবিক পরিবেশকে
(C) সামাজিক পরিবেশকে
(D) উপরের সবকটি
ANSWER

 

(D) উপরের সবকটি

 

16. বৃষ্টির অম্লতা মাপার যন্ত্র কী ?
(A) হাইড্রোমিটার
(B) ব্যারোমিটার
(C) PH মিটার
(D) অ্যামমিটার
ANSWER

 

(C) PH মিটার

KEY POINTS : 

(i) বৃষ্টির পরিমাণ সেন্টিমিটারে প্রকাশ করা হয়।
(ii) বৃষ্টি পরিমাপক যন্ত্র রেইন গেজ।

 

17. মানবাধিকার সংক্রান্ত বিশ্ব-সম্মেলনে অংশগ্রহনকারী মোট দেশের সংখ্যা কয়টি ?
(A) 171 টি
(B) 172 টি
(C) 173 টি
(D) 174 টি
ANSWER

 

(A) 171 টি

 

18. মানব অধিকারের পরিবেশবিদ আন্তর্জাতিক বছর রূপে ঘোষিত হয় কত সালে ?
(A) 1967 সালে
(B) 1968 সালে
(C) 1969 সালে
(D) 1970 সালে
ANSWER

 

(B) 1968 সালে

 

19. অ্যালথ্রাকোসিস রোগটি বেশি দেখা যায় কাদের শরীরে ?
(A) আকরিক লৌহখনির শ্রমিকদের
(B) খনিজতৈল খনির শ্রমিকদের
(C) কয়লাখনির শ্রমিকদের
(D) তাম্রখনির শ্রমিকদের
ANSWER

 

(C) কয়লাখনির শ্রমিকদের

 

20. IREP-এর পুরো নাম হল —
(A) Indian Rural Energy Programme
(B) Integrated Rural Energy Programme
(C) Indian Rural Energy Project
(D) Integrated Rural Energy Project
ANSWER

 

(D) Integrated Rural Energy Project

 

21. নীচের কোনটি Royal Disease নামে পরিচিত ?
(A) থ্যালাসেমিয়া
(B) হিমোফিলিয়া
(C) ম্যালেরিয়া
(D) ডেঙ্গি
ANSWER

 

(B) হিমোফিলিয়া

 

22. সমুদ্র শৈবাল থেকে কোন্ মৌলটি পাওয়া যায় ?
(A) আয়োডিন
(B) সালফার
(C) লৌহ
(D) সোডিয়াম
ANSWER

 

(A) আয়োডিন

 

23. ইকোলজিক্যাল পিরামিড প্রথম প্রবর্তন করেছেন কে ?
(A) ট্যান্সলে
(B) এলটন
(C) ডারউইন
(D) হেকেল
ANSWER

 

(B) এলটন

KEY POINTS : 

(i) The ecological pyramids were developed by Charles Elton, an English zoologist and animal ecologist, in 1927. They are also called as Eltonian pyramids.

 

24. শিল্প সংস্থায় পরিবেশ আইন মেনে চলা হচ্ছে কিনা দেখার জন্য সংস্থাগুলিকে নিয়মিতভাবে- 
(A) Environmental Assessment
(B) Environmental Audit
(C) Environmental Report
(D) Environmental Survey
ANSWER

 

(B) Environmental Audit

 

25. ভারোত্তোলকদের পেশি ও দেহভর বাড়ানোর জন্য নীচের কোন্ খাদ্য উপাদান গ্রহণ করা প্রয়োজনীয় ?
(A) প্রোটিন
(B) কার্বোহাইড্রেট
(C) ফ্যাট
(D) ভিটামিন
ANSWER

 

(A) প্রোটিন

 

26. জিন প্রতিস্থাপিত ফসলে বি টি জিন প্রতিস্থাপিত করা হয়, এখানে বি.টি হল – 
(A) ব্যাকটেরিয়া টিটোনিয়াম
(B) ব্যাসিলাস টিন্টেনিয়াম
(C) ব্যাসিলাস থুরিনাজিয়েনসিস
(D) ব্যাকটেরিয়া থুরিনজিয়েনসিস
ANSWER

 

(C) ব্যাসিলাস থুরিনাজিয়েনসিস

 

27. ডিসলেক্সিয়ার কারণ নীচের কোনটি ?
(A) পারদের বিষক্রিয়া
(B) সিলিকার বিষক্রিয়া
(C) সিসার বিষক্রিয়া
(D) ক্যাডমিয়ামের বিষক্রিয়া
ANSWER

 

(C) সিসার বিষক্রিয়া

KEY POINTS : 
 
(i) দেরিতে কথা বলা, নতুন শব্দ শিখতে সমস্যা, রাইমিং গেমসে সমস্যা ইত্যাদি কমবয়সি বাচ্চাদের ডিসলেক্সিয়ার লক্ষণ।
(ii) ডিসলেক্সিয়া এমন একটি সমস্যা যা ভাষাভিত্তিক পড়াশোনার ক্ষেত্রে অক্ষমতা সৃষ্টি করে। এর অন্যান্য নানান লক্ষণও রয়েছে। ডিসলেক্সিয়া আক্রান্ত কিছু কিছু ব্যক্তির ফোনেমিক সচেতনতার অভাব দেখা দেয়।

 

28. ওজোন গ্যাসের গড় ঘনত্ব সর্বাধিক দেখা যায় নীচের কোন অঞ্চলে ?
(A) নিরক্ষীয় অঞ্চলে
(B) নাতিশীতোষ্ব অঞ্চলে
(C) মরু অঞ্চলে
(D) মেরু অঞ্চলে
ANSWER

 

(D) মেরু অঞ্চলে

 

29. Meeting the Climate Challenge – রিপোর্ট অনুযায়ী বর্তমানে বায়ুতে কার্বনের পরিমান আনুমানিক ভাবে কত ?
(A) 316 PPM
(B) 318 PPM
(C) 210 PPM
(D) 379 PPM
ANSWER

 

(D) 379 PPM

 

30. ‘Green House’ কথার অর্থ কি ?
(A) শীতকালে উদ্ভিদ প্রতিপালনের জন্য নির্মিত কাচের ঘর
(B) গ্রীষ্মকালে উদ্ভিদ প্রতিপালনের জন্য নির্মিত খড়ের ছাউনিযুক্ত ঘর
(C) জলাভূমির সবুজ চাষ
(D) নাতিশীতোয় অঞ্চলে সারাবছর চাষের জন্য অ্যালুমিনিয়ামের ঘর
ANSWER

 

(A) শীতকালে উদ্ভিদ প্রতিপালনের জন্য নির্মিত কাচের ঘর

KEY POINTS : 

(i) শীতপ্রধান উন্নত দেশসমূহে শাক-সবজি উৎপাদনের জন্য তৈরী একধরনের কাঁচের ঘরকে “সবুজ ঘর” বা গ্রীন হাউস (Green House) বলা হয়ে থাকে।
(ii) কাঁচ স্বাভাবিকভাবেই সূর্যের আগত ক্ষুদ্র তরঙ্গরশ্মিকে ভিতরে প্রবেশ করতে দেয়, কিন্তু প্রতিফলিত দীর্ঘ তরঙ্গের সৌরবিকিরণকে কাঁচ কোনোভাবেই বাইরে বেরোতে দেয় না, ফলে এই ঘরের মধ্যে তাপমাত্রা আটকা পড়ে ক্রমশ ঘরের অভ্যন্তরস্থ তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে এবং শাক-সবজি বা গাছপালা জন্মানোর জন্য উপযুক্ত হয়ে উঠে। মূলত উচ্চ অক্ষাংশে যেখানে সূর্যের আলো যথেষ্ট পরিমান নয় এবং তাপও তীব্র নয় ফলে উন্মুক্ত স্থানে গাছপালা জন্মায় না, সেখানে কাঁচের দেয়াল বিশিষ্ট ছাদ দিয়ে বড় বড় গ্রীন হাউস তৈরী করে সে ঘরের মধ্যে মাটি ফেলে গাছপালা জন্মানোর জন্য যে পরিমাণ সূর্যের তাপ প্রয়োজন তা কৃত্রিমভাবে তৈরী করে সবুজ শাক-সবজি উৎপাদন করা হয়। এভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কাঁচে ঘেরা সবুজ ঘরটি শাক-সবজিতে ভরে ওঠে।

 

Primary TET EVS Pracrice Set PDF  

পরিবেশ বিদ্যা বিষয়ের ৩০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।

PDF DOWNLOAD

আরও Primary TET Exam 2023 EVS Practice Set পড়ুন – CLICK HERE

আরও Primary TET Exam 2023 CDP Practice Set পড়ুন – CLICK HERE

---Advertisement---

Related Post

Environmental Studies SAQ l পরিবেশ বিদ্যা SAQ

আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর PDF, যেখানে পরিবেশ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ) সংকলন করা হয়েছে। Primary TET, CTET, Upper Primary TET ...

List Of National Parks Of India PDF l ভারতের জাতীয় উদ্যানের তালিকা PDF

ভারতের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানের তালিকা PDF: বিনামূল্যে ডাউনলোড করুন প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় List of National Parks of India PDF থেকে অসংখ্য প্রশ্ন আসে। এটি শুধুমাত্র পরিবেশ ...

Primary TET EVS Practice Set 2023 (Essential) l প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট- ১০: পরিবেশ বিদ্যা বিষয়ের ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

আপনি কি Primary TET 2023 (WB Primary TET Exam 2023) পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Siksakul আপনার জন্য নিয়ে এসেছে Primary TET EVS Practice Set (Primary TET EVS Practice Set – 10) যা আগত প্রাইমারি টেট ...

WB Primary TET Exam Practice Set 6 || প্রাইমারি টেট প্র্যাকটিস সেট 6

WB Primary TET Exam Practice Set 6: স্বাগতম Siksakul ব্লগে। আপনি যদি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমাদের এই ব্লগটি বিশেষভাবে ...

1 thought on “Primary TET EVS Practice Set – 04 | WB Primary TET Exam 2023”

Leave a Comment