সুপ্রিয় পরীক্ষার্থীরা,পশ্চিমবঙ্গ টেট পরীক্ষা ২০২৩ এর প্রস্তুতির জন্য WB TET Previous Year Question Paper গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তরগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্রস্তুতি ক্লাস শুরু করেছি। আমরা আশাবাদী যে আমাদের ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো আপনাদের প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে।
WB Primary TET CDP Questions Answers PDF :
আজকের প্রতিবেদনে শিশু বিকাশ ও পেডাগোগী বিষয়ের (Child Development and Pedagogy) ক্লাসের প্রশ্ন উত্তর আপনাদের সাথে শেয়ার করা হলো। CDP Pedagogy PDF টি আপনারা ডাউনলোড করতে চাইলে শেষে লিঙ্ক দেওয়া থাকবে।
CDP PEDAGOGY CLASS – 04 PDF
Q.1. নির্মিতিবাদের প্রধান অর্থ কী ?
(a) সক্রিয়ভাবে শিখন প্রক্রিয়ায় অংশগ্রহণের দ্বারা সঠিকভাবে নিজের মধ্যে বিষয়গত জ্ঞান নির্মাণ করা
(b) বিচারবুদ্ধি সৃষ্টি করা
(c) আগ্রহ ও মনোযোগ সৃষ্টি করা
(d) কোনোটিই নয়
Answer – সক্রিয়ভাবে শিখন প্রক্রিয়ায় অংশগ্রহণের দ্বারা সঠিকভাবে নিজের মধ্যে বিষয়গত জ্ঞান নির্মাণ করা
Q.2. নীচের কোনটি নির্মিতিবাদের বৈশিষ্ট্য নয় ?
(a) সামাজিক মিথস্ক্রিয়ার দ্বারা শিখন পরিচালিত হয়
(b) নির্মিতিবাদের অভিমুখ সর্বদাই শিক্ষককেন্দ্রিক হয়
(c) শিখন প্রক্রিয়া শিক্ষার্থীর বিকাশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে অগ্রসর হয়
(d) শিক্ষার্থীরা তাদের পূর্বার্জিত জ্ঞান ও অভিজ্ঞতার দ্বারা নতুন জ্ঞান নির্মাণ করে
Answer – নির্মিতিবাদের অভিমুখ সর্বদাই শিক্ষককেন্দ্রিক হয়
Q.3. শিক্ষার্থীর শিখনে “স্কিমা” গঠনের কথা বলেছেন—
(a) ব্রুনার
(b) কেলি
(c) পিয়াজেঁ
(d) ভাইগটস্কি
Answer – পিয়াজেঁ
Q.4. প্রজ্ঞামূলক নির্মিতিবাদের জনক কে ?
(a) পিয়াজেঁ
(b) ব্রুনার
(c) ভাইগটস্কি
(d) ডারউইন
Answer – পিয়াজেঁ
Q.5. “Learning is a constructive activity”— উক্তিটি কার ?
(a) পিয়াজেঁ
(b) ব্রুনার
(c) কেলি
(d) ভাইগটস্কি
Answer – ভাইগটস্কি
Q.6. সামাজিক নির্মিতিবাদের প্রধান প্রবক্তা কে ?
(a) পিয়াজেঁ
(b) কোহলার
(c) ভাইগটস্কি
(d) স্কিনার
Answer – ভাইগটস্কি
Q.7. নির্মিতিবাদের শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষক মহাশয় কেমন ভূমিকা পালন করেন ?
(a) জ্ঞানদাতা
(b) প্রেরণাকারী
(c) রূপকার
(d) স্রষ্টা
Answer – প্রেরণাকারী
Q.8. নির্মিতিবাদের মৌলিক ধারণাসমূহের সংখ্যা কয়টি ?
(a) তিনটি
(b) চারটি
(c) পাঁচটি
(d) ছয়টি
Answer – পাঁচটি
Q.9. “ICON” মডেল কে তৈরি করেছেন ?
(a) ব্রুনার
(b) ফসনট
(c) কেলি
(d) ব্ল্যাক এবং ম্যাকক্লিনটক
Answer – ব্ল্যাক এবং ম্যাকক্লিনটক
Q.10. ICON মডেলের ধাপ বা স্তর কয়টি ?
(a) 4টি
(b) 5টি
(c) 6টি
(d) 7টি
Answer – 7টি