---Advertisement---

Child Development and Pedagogy Practice Set – 20 | Primary TET Practice Set pdf in Bengali l পশ্চিমবঙ্গ-প্রাইমারি-টেট

By Siksakul

Updated on:

Child Development and Pedagogy Practice Set
---Advertisement---

Primary TET GK Questions In Bengali : সুপ্রিয় ছাত্র-ছাত্রী আপনাদের Primary TET (পশ্চিমবঙ্গ-প্রাইমারি-টেট)পরীক্ষার প্রস্তুতির জন্য Child Development and Pedagogy Practice Set (CDP) থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শেয়ার করা হচ্ছে এই primary tet mcq গুলো আপনাদের প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে। আপনারা যদি Primary tet Questions and Answers in Bengali / WB TET Practice Set Pdf ডাউনলোড করতে চান তাহলে নীচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন।

WB Primary TET CDP Practice Set Pdf Free Download :প্রাইমারি টেট ২০২৩ পরীক্ষার Child Development and Pedagogy (CDP) একটি গুরুত্বপূর্ণ বিষয়।

আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য WB Primary TET CDP Practice Set নীচে দেওয়া হলো। এই TET CDP Practice Set এ ৩০টি প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, আমরা আশাবাদী এই Child Development and Pedagogy আপনাদের WB Primary TET Exam 2023 এর প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে।

WB TET CDP PRACTICE SET – 20 : Primary TET Pedagogy Practice Set


১) ভাষা বিকাশের মিথস্ক্রিয়ামূলক উপাদান কি?
[A] সহজজাত প্রবৃত্তি
[B] পরিবেশ
[C] সক্রিয়তা
[D] A এবং B উভয়
উঃ [D] A এবং B উভয়

২) কি থেকে ভাষার উদ্ভব হয়েছে?
[A] সমাজ
[B] সংস্কৃতি
[C] বিদ্যালয়
[D] কোনোটিই নয়
উঃ [A] সমাজ

৩) শিশুর সঠিকভাবে চিন্তনের অক্ষমতাকে কি বলা হয়?
[A] Dyslexia
[B] Dyspraxia
[C] Dispreparia
[D] Discalculia
উঃ [B] Dyspraxia

৪) ভাষা হল অনেকগুলি অর্থপূর্ণ ______ -এর শ্রেণি।
[A] সংকেত
[B] ছন্দ
[C] তাল
[D] লয়
উঃ [A] সংকেত

শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর l Child Development and Pedagogy Practice Set

৫) মৌখিক অনুশীলনের উদ্দেশ্য কি?
[A] শিক্ষার্থীদের মধ্যে ভাষাগত সমন্বয় সাধন
[B] শিক্ষার্থীর ভাষা সম্পর্কে ধনাত্মক ধারণা গঠন
[C] শিক্ষার্থীর সঠিক উচ্চারণ ও ভাষাগত দক্ষতা বৃদ্ধি
[D] শিক্ষার্থীর ভাষার প্রতি আগ্রহ বৃদ্ধি
উঃ [C] শিক্ষার্থীর সঠিক উচ্চারণ ও ভাষাগত দক্ষতা বৃদ্ধি

৬) প্রাথমিক বাল্যকালে ব্যাকরণ শেখার পদ্ধতি কি হওয়া উচিত?
[A] প্রথমে ব্যাকরণ, পরে ভাষা
[B] প্রথমে শব্দভান্ডার, পরে ব্যাকরণ
[C] প্রথমে ব্যাকরন, পরে শব্দ উচ্চারণ
[D] প্রথমে ভাষা, পরে ব্যাকরণ
উঃ [D] প্রথমে ভাষা, পরে ব্যাকরণ

৭) Meta linguistic বলতে কী বোঝো?
[A] অন্যের ভাষা সম্পর্কে জ্ঞান
[B] নিজের ভাষায় অন্যকে বোঝানো
[C] নিজের ভাষা সম্পর্কে বোঝার ক্ষমতা
[D] অন্যের জন্য ভাষা শেখা
উঃ [C] নিজের ভাষা সম্পর্কে বোঝার ক্ষমতা

৮) শিশুর ভাষা কিসের উপর নির্ভর করে?
[A] আর্থ-সামাজিক পরিবেশ
[B] চর্চা
[C] অন্যের সঙ্গে মেলামেশা
[D] সবকটি
উঃ [D] সবকটি

৯) চিন্তন হলো কি ধরনের প্রক্রিয়া?
[A] বৌদ্ধিক
[B] সামাজিক
[C] অর্থনৈতিক
[D] সবকটি
উঃ [A] বৌদ্ধিক

১০) কোনটি চিন্তনের বৈশিষ্ট্য নয়?
[A] চিন্তনে বিশ্লেষণ ও সংশ্লেষণ উভয় কাজ করে
[B] চিন্তনের ক্ষেত্রে বিশেষ বস্তুর উপস্থিতি প্রয়োজন
[C] চিন্তন উদ্দেশ্যমুখী
[D] চিন্তন হচ্ছে সম্পূর্ণতার দিকে এগিয়ে যাওয়া
উঃ [B] চিন্তনের ক্ষেত্রে বিশেষ বস্তুর উপস্থিতি প্রয়োজন

১১) ভাষার বিকাশ হল-
[A] বংশগতির ফল
[B] পরিবেশের ফল
[C] নৈতিকতার ফল
[D] সবকটি
উঃ [B] পরিবেশের ফল

১২) মানুষের চিন্তা ও বিকাশ সম্পর্কিত তত্ত্বটির প্রতিষ্ঠাতা হলেন-
[A] রুশো
[B] পিঁয়াজে
[C] ওয়াটসন
[D] ফ্রয়েড
উঃ [B] পিঁয়াজে

১৩) ভাষা বিকাশের তালিকায় কুইং (Cooing) কোন বয়সের শিশুরা করে থাকে?
[A] 2-4 মাস
[B] জন্মাবার অব্যবহিত পরে
[C] 4-6 মাস
[D] 12 মাস
উঃ [A] 2-4 মাস

১৪) ‘দ্বি শব্দের বচন’ কোন বয়সের ভাষা বিকাশ?
[A] 12 মাস
[B] 2 বছর
[C] 14 মাস
[D] 18 মাস
উঃ [D] 18 মাস

১৫) ‘অর্থসহ’ ভাষার ক্ষুদ্রতম একককে কি বলা হয়?
[A] Phonology
[B] Syntax
[C] Morpheme
[D] Pragmatic
উঃ [C] Morpheme

১৬) প্রাক-প্রাথমিক শিক্ষাস্তরে অধিকাংশ শিশুর শব্দ ভান্ডার কত হয়?
[A] 15,000
[B] 17,000
[C] 8,000
[D] 21,000
উঃ [C] 8,000

১৭) কোন সময় কালে শিশুদের ভাষার বিকাশ অধিক হয়?
[A] 1-2 বছর
[B] 3-8 বছর
[C] 8-10 বছর
[D] 8-15 বছর
উঃ [B] 3-8 বছর

১৮) কোন বয়সে শিশুর ভাষার বিকাশ সব থেকে ভালো হয়?
[A] 2-3 বছর
[B] 3-8 বছর
[C] 11-15 বছর
[D] 9-10 বছর
উঃ [B] 3-8 বছর

১৯) বচনের পরিধি নিম্নের কোনটির পরিধি অপেক্ষা সংকীর্ণ?
[A] বাক্য
[B] চিন্তন
[C] ধারণা
[D] ভাষা
উঃ [D] ভাষা

২০) LAD -এর পুরো নাম কি?
[A] Language Arithmetic Development
[B] Language Acquire Device
[C] Language Association Device
[D] Language Acquisition Device
উঃ [D] Language Acquisition Device

২১) কোনটি মূর্ত চিন্তন নয়?
[A] চেয়ার
[B] স্বাধীনতা
[C] বই
[D] বাড়ি
উঃ [B] স্বাধীনতা

২২) কোনটি দিয়ে প্রথম ভাষা শেখা শুরু হয়?
[A] লেখা
[B] পড়া
[C] দেখা
[D] বলা
উঃ [D] বলা

২৩) শিশুর প্রথম দিকের চিন্তন কি ধরনের হয়ে থাকে?
[A] মূর্ত বস্তু কেন্দ্রিক
[B] বিমূর্ত বস্তু কেন্দ্রিক
[C] মূর্ত ও বিমূর্ত বস্তু কেন্দ্রিক
[D] স্বাভাবিক চিন্তন কেন্দ্রিক
উঃ [A] মূর্ত বস্তু কেন্দ্রিক

২৪) লিঙ্গ বৈষম্য হলো একধরনের-
[A] অর্থনৈতিক বাধা
[B] সামাজিক বাধা
[C] নৈতিক বাধা
[D] পারিবারিক বাধা
উঃ [B] সামাজিক বাধা

২৫) ‘নারীদের তুলনায় পুরুষদের বৌদ্ধিক ক্ষমতা অধিক’।- এটি কি ধরনের বাক্য?
[A] সঠিক বাক্য
[B] ভুল বাক্য
[C] লিঙ্গ বৈষম্যমূলক বাক্য
[D] সাধারণ বাক্য
উঃ [C] লিঙ্গ বৈষম্যমূলক বাক্য

আরো পড়ুন: Study Notes On Blood For WBCS in Bengali

২৬) শিক্ষাক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করার জন্য গৃহীত সুপারিশ কোনটি?
[A] Equal Opportunities
[B] Special Arrangement
[C] Equal Distribution
[D] Specific Organization
উঃ [A] Equal Opportunities

২৭) কোন ধারায় ভারতীয় সমাজে শিক্ষার ব্যাপারে নারীদের সমান অধিকার প্রদান করা হয়েছে?
[A] 15 নম্বর ধারার 1 নম্বর উপধারা
[B] 17 নম্বর ধারা
[C] 24 নম্বর ধারা
[D] 24 নম্বর ধারায় 1 নম্বর উপধারা
উঃ [A] 15 নম্বর ধারার 1 নম্বর উপধারা

২৮) ‘Education for Women’s Equality’ -প্রকল্পটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রবর্তিত হয়?
[A] দশম
[B] একাদশ
[C] দ্বাদশ
[D] নবম
উঃ [B] একাদশ

২৯) কে নারীশিক্ষা ভান্ডার গড়ে তুলেছেন?
[A] বিদ্যাসাগর
[B] রবীন্দ্রনাথ ঠাকুর
[C] রাজা রামমোহন রায়
[D] গান্ধীজী
উঃ [A] বিদ্যাসাগর

৩০) লিঙ্গ কত বৈষম্য কি ধরনের সমস্যা?
[A] সামাজিক
[B] অর্থনৈতিক
[C] বেকারত্ব
[D] রাজনৈতিক
উঃ [A] সামাজিক

Primary TET Practice Set pdf in Bengali
Also Read:
---Advertisement---

Related Post

Child Psychology (CDP) Top MCQ Set 1 l শিশু মনস্তত্ত্ব (CDP) Top MCQ সেট ১

Child Psychology (CDP) Top MCQ Set 1 : শিশু মনস্তত্ত্ব (Child Development and Pedagogy – CDP)” বিষয়ের উপর কিছু গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় বারবার আসা Top Multiple Choice Questions ...

WB TET 2025 Child Development & Pedagogy l WB TET 2025 শিশুর বিকাশ ও শিক্ষাবিজ্ঞান

WB TET 2025 Child Development & Pedagogy: WB TET 2025 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে শিশুর বিকাশ ও শিক্ষাবিজ্ঞান (Child Development and Pedagogy) অংশটি নিঃসন্দেহে আপনার জন্য অত্যন্ত ...

Child Development and Pedagogy Questions Answers Practice Set l শিশুর বিকাশ ও শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর

Child Development and Pedagogy Questions Answers Practice Set: Child Development and Pedagogy বা শিশুর বিকাশ ও শিক্ষাবিজ্ঞান হলো TET, CTET এবং অন্যান্য শিক্ষক নিয়োগ পরীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ...

Cognitive Development Theory of Jean Piaget in Bengali | জেন পিয়াজেঁর প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব 2024

Cognitive Development Theory of Jean Piaget in Bengali: SIKSAKUL ‘সাধারন জ্ঞান’ বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে কেন্দ্র ও রাজ্য সরকারি সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকের পাঠে ...

Leave a Comment