Food Sub Inspector Practice Set(WBPSC Food SI Practice Set): সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Siksakul ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Siksakul -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Food SI Practice Set’ আপলোড করা হচ্ছে। Siksakul আয়োজিত WBPSC Food SI Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।
WBPSC Food SI Practice Set l Food Sub Inspector Practice Set
Food Sub Inspector Practice Set(Food SI) পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট l Food Sub Inspector Practice Set
ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 15 টি করে প্রশ্ন থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটেও 15 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

Food SI Practice Set 2
1) ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন?
[A] আকবর
[B] শেরশাহ
[C] মহম্মদ বিন তুঘলক
[D] আলাউদ্দিন খিলজী
উঃ মহম্মদ বিন তুঘলক
2) কোন তুর্কি সুলতান ইক্তা ব্যবস্থা প্রবর্তন করেন?
[A] আলাউদ্দিন খিলজী
[B] বলবন
[C] ইলতুৎমিস
[D] মহম্মদ বিন তুঘলক
উঃ ইলতুৎমিস
3) নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল?
[A] সিংহ
[B] হস্তি
[C] ব্যাঘ্র
[D] গন্ডার
উঃ ব্যাঘ্র
4) নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন—
[A] আন্না হাজারে
[B] মেধা পাটেকর
[C] রামদেব
[D] বিনায়ক সেন
উঃ মেধা পাটেকর
5) ভারতের সর্ববৃহৎ হিমবাহ হল—
[A] পিন্ডারি
[B] গঙ্গোত্রী
[C] সিয়াচেন
[D] হিস্পার
উঃ সিয়াচেন
6) কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা অবস্থিত—
[A] কটকে
[B] ধানবাদে
[C] কানপুরে
[D] কোয়েম্বাটুরে
উঃ কটকে

7) হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি হল—
[A] আর্কিমিডিসের সূত্র[B] পাস্কালের সূত্র
[C] রেনল্ডের সূত্র
[D] বার্নৌলির সূত্র
উঃ পাস্কালের সূত্র
Food SI পরীক্ষার ফ্রি মক টেস্ট পেতে টেলিগ্রামে যুক্ত হন
8) মোটর বোট চলার সময় অদ্ভুত তরঙ্গ গুলি হল—
[A] তির্যক
[B] অনুদৈর্ঘ্য
[C] তির্যক ও অনুদৈর্ঘ্য
[D] স্থান
উঃ তির্যক ও অনুদৈর্ঘ্য
9) ভারতের সংবিধান অনুসারে, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে যে ধারায়—
[A] 21
[B] 49
[C] 73
[D] 370
উঃ 21
10) ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত করতে আইন পাস করে—
[A] ১৯৯০ সালে
[B] ১৯৯৩ সালে
[C] ১৯৯৫ সালে
[D] ২০০২ সালে
উঃ ১৯৯৩ সালে
11) কোন বছরে প্রথম শিল্পনীতির প্রকল্প গ্রহণ করা হয়?
[A] ১৯৫৬ সালে
[B] ১৯৪৭ সালে
[C] ১৯৪৮ সালে
[D] ১৯৫১ সালে
উঃ ১৯৪৮ সালে
12) 2014 সালে শুরু হওয়া ভারত সরকারের “নমোমি গঙ্গে” প্রকল্পটি হল—
[A] গঙ্গার আরাধনা
[B] গঙ্গা থেকে খালসেচ
[C] গঙ্গার সাথে নদী সংযুক্তি
[D] গঙ্গার পরিচ্ছন্নতার জাতীয় মিশন
উঃ গঙ্গার পরিচ্ছন্নতার জাতীয় মিশন
আরও পড়ুনঃ
FOOD SI Practice Set 1
ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য কি বই পড়বেন?

13) “চিপকো আন্দোলন” কি নামে পরিচিত?
[A] নারীবাদী আন্দোলন
[B] উপজাতীয় আন্দোলন
[C] রাজনৈতিক আন্দোলন
[D] জাতপাত আন্দোলন
উঃ নারীবাদী আন্দোলন
14) অর্থবিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন—
[A] প্রধানমন্ত্রী
[B] স্পীকার
[C] বিরোধী দলনেতা
[D] রাষ্ট্রপতি
উঃ স্পীকার
15) জুন 2021 হিসেবে ভারতের সর্ববৃহৎ IT কোম্পানিটি হল—
[A] WIPRO
[B] HCL Technology
[C] TCS
[D] Tech Mahindra
উঃ TCS