---Advertisement---

প্রাইমারি টেট প্র্যাকটিস সেট l Primary TET CDP Practice Set – 15 in Bengali | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট – ১৫

By Siksakul

Updated on:

Primary TET CDP Practice Set
---Advertisement---

PRIMARY TET PRACTICE SET : সুপ্রিয় ছাত্র-ছাত্রীরা, আজকের পোস্টে প্রাইমারি টেট প্র্যাকটিস সেট PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক শিশু বিকাশ ও পেডাগোগী বিষয় (Primary TET CDP Practice Set) থেকে ত্রিশটি প্রশ্ন দেওয়া আছে। এটি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে।
সুতরাং সময় অপচয় না করে প্র্যাকটিসের প্রশ্নগুলি কুজি আকারে দেখে নাও এবং অফলাইনে ভালোভাবে প্র্যাকটিসের জন্য নীচ থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

Child Development and Pedagogy : Primary TET CDP Practice Set

প্রাথমিক টেট (Primary TET) পরীক্ষার জন্য শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান / Child Development and Pedagogy (CDP) অন্যান্য বিষয়গুলোর মতোই একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং নীচে Child Development and Pedagogy (CDP) / শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান থেকে একটি প্রাক্টিস সেট (CDP Practice Set) দেওয়া হলো যা আপনাদের আগত প্রাইমারি টেট, সি.টেট, আপার প্রাইমারি পরীক্ষার প্রস্তুতে অনেকটাই সাহায্য করবে। সুপ্রিয় ছাত্র-ছাত্রী আপনারা আজকের Child Development and Pedagogy/ CDP Practice Set (শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান প্র্যাকটিস সেট) থেকে  কতোগুলো প্রশ্ন-উওর পারলেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তী Child Development and Pedagogy (CDP) Practice Set সাজাতে সুবিধা হবে।

প্রাইমারি টেট প্র্যাকটিস সেট : Primary TET CDP Practice Set

১) সামাজিকীকরণের ক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান কাজ কি?
[A] সমাজের কাজকর্ম সঠিকভাবে পরিচালনা করা
[B] সমাজের উপযোগী করে শিশুকে গড়ে তোলা
[C] শিশুর পরিবর্তিত মানসিক চিন্তাভাবনার বিকাশ
[D] শিশুর দায়িত্ব গ্রহণ করা
উঃ [B] সমাজের উপযোগী করে শিশুকে গড়ে তোলা

২) সামাজীকরণের ক্ষেত্রে উপযুক্ত কর্মসূচি গ্রহণের সময় হলো
[A] শৈশব
[B] বাল্য
[C] কৈশোর
[D] প্রাপ্তবয়স্ক
উঃ [C] কৈশোর

৩) সামাজিককরণে চরম পরিণতি হল
[A] সমাজ সম্পর্কিত চিন্তাভাবনা
[B] সামাজিক আচরণ
[C] সামাজিক পরিণমন
[D] কোনটাই নয়
উঃ [C] সামাজিক পরিণমন

৪) জন্মের সময় একটি শিশুকে কি বলা হয়?
[A] সামাজিক
[B] অসামাজিক
[C] সমাজ বিরোধী
[D] সামাজিক ও অসামাজিক -এর মধ্যবর্তী
উঃ [D] সামাজিক ও অসামাজিক -এর মধ্যবর্তী

৫) ‘Culture’ কথাটি কোন শব্দ থেকে এসেছে?
[A] Colere
[B] Culere
[C] Colare
[D] Culture
উঃ [A] Colere

PRIMARY TET PRACTICE SET : প্রাইমারি টেট প্র্যাকটিস সেট – ১৫

৬) ‘An Introduction to Sociology’- গ্রন্থটির রচয়িতা কে?
[A] গিলিন ও গিলিন
[B] অগবার্ন
[C] নিমকফ
[D] বিদ্যাভূষণ ও সচদেব
উঃ [A] গিলিন ও গিলিন

৭) একটি সমাজের সার্বিক জীবনধারার রূপ হলো
[A] সংস্কৃতি
[B] মূল্যবোধ
[C] উন্নয়ন
[D] সংহতি
উঃ [A] সংস্কৃতি

৮) ‘শিক্ষা হলো সামাজিক উন্নতি এবং সংস্কারের উপায়’- উক্তিটি কার?
[A] জন ডিউই
[B] জন অ্যাডামস
[C] রুশো
[D] পেস্তালৎসি
উঃ [A] জন ডিউই

৯) কোনটি সামাজিক প্রক্রিয়া?
[A] ধারাবাহিক এবং ব্যক্তি জীবনের সর্বজনীন সঙ্গী
[B] মানব শিশুর সামাজিক মানুষে রূপান্তরের প্রক্রিয়া
[C] ব্যক্তির সঙ্গে সামাজিক সাংস্কৃতিক পরিবেশের মিথষ্ক্রিয়া
[D] উপরের সবকটি
উঃ [D] উপরের সবকটি

১০) ‘School & Society’ গ্রন্থটির লেখক কে?
[A] অগাস্ট কোঁত
[B] জন ডিউই
[C] রবার্ট মার্টিন
[D] এমিল ডুর্কহেইম
উঃ [B] জন ডিউই

১১) একটি শিশুকে আমরা সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে _________ করতে পারি
[A] সাংস্কৃতিক
[B] সমাজের কাছে গ্রহণযোগ্য
[C] সামাজিক রীতিনীতি সম্পর্কে সচেতন
[D] সবকটি
উঃ [D] সবকটি

১২) শিশুর সামাজিকীকরণ প্রথম শুরু হয়-
[A] পরিবার থেকে
[B] প্রতিবেশী থেকে
[C] মায়ের থেকে
[D] বাবার থেকে
উঃ [A] পরিবার থেকে

১৩) কে শিক্ষার মাধ্যমে শিশুর সামাজিকীকরণকে গুরুত্ব দিয়েছেন?
[A] রুশো
[B] ডিউই
[C] রেমন্ট
[D] সক্রেটিস
উঃ [B] ডিউই

১৪) যদি একজন ছাত্র বা ছাত্রী অদ্ভুত পোশাক পরে শ্রেণিকক্ষে আসে, আপনি কি করবেন?
[A] ছাত্র বা ছাত্রীকে ক্লাস করতে বারণ করবেন
[B] তাকে নিয়ে পরিহাস করবেন
[C] তাকে পরামর্শ দেবেন এরকম পোশাক পরে ক্লাসে না আসতে
[D] তার দিকে কোনো মনোযোগ দেবেন না
উঃ [C] তাকে পরামর্শ দেবেন এরকম পোশাক পরে ক্লাসে না আসতে

১৫) সামাজিকীকরণ শব্দের অর্থ কি?
[A] একটি প্রক্রিয়া যার সাহায্যে শিশু বিভিন্ন সামাজিক মূল্যবোধের সঙ্গে পরিচিত হয়
[B] একটি প্রক্রিয়া যার সাহায্যে শিশুর রাজনৈতিক ভাবধারা গড়ে ওঠে
[C] একটি প্রক্রিয়া যার সাহায্যে শিশুর বৌদ্ধিক বিকাশ হয়
[D] এটির মাধ্যমে ধর্মবোধের উন্বেষণ হয়
উঃ [A] একটি প্রক্রিয়া যার সাহায্যে শিশু বিভিন্ন সামাজিক মূল্যবোধের সঙ্গে পরিচিত হয়

১) কে সমাজমিতি কৌশলের উদ্ভাবক?
[A] ড. হরগোবিন্দ খোরানা
[B] ড. জে এল মোরেনো
[C] ড. আই প্যাভলভ
[D] ড. ই এল থর্নডাইক
উঃ [B] ড. জে এল মোরেনো

২) শিশু যুবকদের সামাজিকীকরণ শেখার জায়গা হল
[A] পরিবার
[B] বিদ্যালয়
[C] সহপাঠী
[D] সবকটি
উঃ [D] সবকটি

৩) সমাজবিজ্ঞানের শিক্ষকের দৃষ্টিতে সামাজিকীকরণ হল
[A] অর্থনৈতিক দিক থেকে সচেতন হওয়া
[B] সামাজিক দিক থেকে সচেতন হওয়া
[C] সমাজ থেকে বিনা কারণে নিজেকে দূরে সরিয়ে রাখা
[D] সকল ক্ষেত্রে সামাজিক হয়ে ওঠা
উঃ [D] সকল ক্ষেত্রে সামাজিক হয়ে ওঠা

৪) নীচের কোনটি সামাজিক বিকাশের নীতি?
[A] সামাজিক পরিপক্কতা
[B] সামাজিক প্রবহমানতা
[C] সামাজিক সংগতিবিধান
[D] সবকটি
উঃ [D] সবকটি


৫) একটি শিশুর সামাজিক আচরণ কখন আত্মকেন্দ্রিক হয়ে ওঠে?
[A] 3 বছর বয়সে
[B] 5 বছর বয়সে
[C] 7 বছর বয়সে
[D] সারা জীবন ধরে
উঃ [A] 3 বছর বয়সে

৬) নবজাতক শিশুকে ________ হিসেবে বিবেচনা করা হয়।
[A] অর্ধ-সামাজিক
[B] অসামাজিক
[C] সামাজিক
[D] সামাজিক সত্তা
উঃ [D] সামাজিক সত্তা

৭) শিশুর সামাজিক রীতিনীতি শেখার ক্ষেত্রে কার ভূমিকা সব থেকে বেশি?
[A] মাসি- মামার
[B] মহিলা ও মেয়েদের
[C] বাবা- মায়ের
[D] দাদু- ঠাকুমার
উঃ [C] বাবা- মায়ের

৮) ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে কোন গোষ্ঠীর ভূমিকা সবথেকে বেশি?
[A] আন্তঃগোষ্ঠী
[B] অন্তঃগোষ্ঠী
[C] প্রাথমিক গোষ্ঠী
[D] মাধ্যমিক গোষ্ঠী
উঃ [C] প্রাথমিক গোষ্ঠী

৯) ব্যক্তি যখন অন্যদের সঙ্গে সাক্ষাৎ করে তখন সেই আচরণকে কি বলা হয়?
[A] সামাজিক মনোবিদ্যা
[B] সামাজিক জীববিদ্যা
[C] সামাজিক যোগাযোগ
[D] সামাজিক ম্যাট্রিক্স
উঃ [C] সামাজিক যোগাযোগ

১০) ‘Looking- glass self’ বলতে কী বোঝায়?
[A] নিজের ব্যক্তিসত্তা সম্পর্কে সচেতনতা
[B] অন্যেরা আমাকে কিভাবে দেখছে তা কল্পনা করা
[C] সমাজে অন্যদের নিজের দৃষ্টিভঙ্গিতে দেখা
[D] আত্মোপলব্ধি
উঃ [B] অন্যেরা আমাকে কিভাবে দেখছে তা কল্পনা করা

১১) কোন বয়সে একটি শিশুর সামাজিক প্রেক্ষিতে সক্রিয় ভাবে কাজ করতে শুরু করে?
[A] প্রাপ্ত বয়সে
[B] কৈশোরে
[C] বার্ধক্যে
[D] শৈশবে
উঃ [B] কৈশোরে

১২) কোন ঘটনা নির্দেশ করেছে একজন শিশু শ্রেণিকক্ষে প্রক্ষোভিকভাবে এবং সামাজিকভাবে সুস্থ?
[A] সহপাঠীদের সঙ্গে ভালো সম্পর্কের বিকাশ
[B] মনোযোগ এবং দৃঢ়তার সঙ্গে প্রতিযোগিতামূলক কাজ
[C] রাগ এবং আনন্দ কার্যকারীভাবে নিয়ন্ত্রণ করে
[D] সহপাঠীদের দৃঢ়তার সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ
উঃ [B] মনোযোগ এবং দৃঢ়তার সঙ্গে প্রতিযোগিতামূলক কাজ

১৩) পিঁয়াজের নির্মিতিবাদ অনুসারে
[A] শিখন হলো প্রকৃতিগত দিক থেকে আচরনবাদী
[B] শিখনে শিশু নিষ্ক্রিয়ভাবে অংশগ্রহণ করে
[C] শিখন হল শিক্ষককেন্দ্রিক
[D] শিখন হল শিশুকেন্দ্রিক
উঃ [D] শিখন হল শিশুকেন্দ্রিক

১৪) ‘Development Precedes learning’ – কথাটি কে বলেছিলেন?
[A] জন ডিউই
[B] ভাইগটস্কি
[C] পিঁয়াজে
[D] ব্রুনার
উঃ [C] পিঁয়াজে

১৫) পিঁয়াজের মতে বিকাশের প্রথম স্তরে শিশুরা সব থেকে ভালো শেখে
[A] বোধগম্যতার মাধ্যমে
[B] বিমুর্ত চিন্তনের মাধ্যমে
[C] ভাষা সম্পর্কিত নতুন জ্ঞান প্রয়োগের মাধ্যমে
[D] ইন্দ্রিয়ানুভূতির মাধ্যমে
উঃ [D] ইন্দ্রিয়ানুভূতির মাধ্যমে

---Advertisement---

Related Post

Child Psychology (CDP) Top MCQ Set 1 l শিশু মনস্তত্ত্ব (CDP) Top MCQ সেট ১

Child Psychology (CDP) Top MCQ Set 1 : শিশু মনস্তত্ত্ব (Child Development and Pedagogy – CDP)” বিষয়ের উপর কিছু গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় বারবার আসা Top Multiple Choice Questions ...

WB TET 2025 Child Development & Pedagogy l WB TET 2025 শিশুর বিকাশ ও শিক্ষাবিজ্ঞান

WB TET 2025 Child Development & Pedagogy: WB TET 2025 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে শিশুর বিকাশ ও শিক্ষাবিজ্ঞান (Child Development and Pedagogy) অংশটি নিঃসন্দেহে আপনার জন্য অত্যন্ত ...

Child Development and Pedagogy Questions Answers Practice Set l শিশুর বিকাশ ও শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর

Child Development and Pedagogy Questions Answers Practice Set: Child Development and Pedagogy বা শিশুর বিকাশ ও শিক্ষাবিজ্ঞান হলো TET, CTET এবং অন্যান্য শিক্ষক নিয়োগ পরীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ...

Cognitive Development Theory of Jean Piaget in Bengali | জেন পিয়াজেঁর প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব 2024

Cognitive Development Theory of Jean Piaget in Bengali: SIKSAKUL ‘সাধারন জ্ঞান’ বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে কেন্দ্র ও রাজ্য সরকারি সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকের পাঠে ...

Leave a Comment