WB PRIMARY TET PRACTICE SET (Primary TET CDP Practice Set) : প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতির জন্য শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান বা Child Development and Pedagogy (CDP) (প্রাইমারি টেট শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট)থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উওর নীচে দেওয়া হলো, যা আপনাদের Upcoming Primary TET পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে।
WB PRIMARY TET PRACTICE SET : Primary TET Practice Set Child Development & Pedagogy l Primary TET CDP Practice Set
আজকের পোস্টে প্রাইমারি টেট প্র্যাকটিস সেট PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক শিশু বিকাশ ও পেডাগোগী বিষয় থেকে ত্রিশটি প্রশ্ন দেওয়া আছে। এটি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে।
সুতরাং সময় অপচয় না করে প্র্যাকটিসের প্রশ্নগুলি কুজি আকারে দেখে নাও এবং অফলাইনে ভালোভাবে প্র্যাকটিসের জন্য নীচ থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।
WB TET CDP PRACTICE SET – 12 l পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট l Primary TET Practice Set Child Development & Pedagogy

১) ‘আঙ্গুল চোষা’ প্রধানত কোন শ্রেণীর শিশুদের মধ্যে দেখা যায়?
[A] চতুর্থ
[B] তৃতীয়
[C] দ্বিতীয়
[D] প্রথম
উঃ [D] প্রথম
২) 5- 6 বছর বয়সে শিশুর শব্দ শেখার ক্ষমতা দিনে কয়টি?
[A] 2 টি
[B] 22 টি
[C] 21 টি
[D] 24 টি
উঃ [B] 22 টি
৩) বিলম্বিত অনুকরণ কি?
[A] কোন কিছুকে পর্যবেক্ষণ করার আগে সেটিকে অনুকরণ করা
[B] কোন কিছুকে পর্যবেক্ষণ না করে আচরণ করা
[C] পর্যবেক্ষণ অসম্ভব হলে অনুকরণ বিলম্বিত হয়
[D] কোন কিছুকে পর্যবেক্ষণ করার কিছু সময় পরে সেটিকে অনুকরণ করা
উঃ [D] কোন কিছুকে পর্যবেক্ষণ করার কিছু সময় পরে সেটিকে অনুকরণ করা
৪) কোন বয়সের শিশুরা সাংকেতিক চিন্তন করতে সক্ষম?
[A] 0-1 বছর বয়সে
[B] 1-2 বছর বয়সে
[C] 2 বছর পরে
[D] কোনটাই নয়
উঃ [C] 2 বছর পরে
৫) বিকাশের কোন স্তরে কোনো বিষয়কে ক্রমপর্যায়ে সাজানোর ক্ষমতা তৈরি হয়?
[A] বাল্যকালে
[B] শৈশবে
[C] কৈশোরে
[D] প্রাপ্তবয়সে
উঃ [A] বাল্যকালে
৬) কোনো কাজে ঝুঁকি নেওয়ার প্রবণতা দেখা যায় কোন বয়সে?
[A] শৈশব
[B] কৈশোর
[C] বাল্য
[D] প্রাপ্তবয়স্ক
উঃ [B] কৈশোর
৭) ফ্রয়েড কোন বয়স স্তরকে আত্মরতির স্তর বলেছেন?
[A] শৈশব
[B] বাল্য
[C] কৈশোর
[D] প্রাপ্তবয়স্ক
উঃ [A] শৈশব
৮) ভাইগটস্কির মতে, শিশুর বিকাশ হল–
[A] সংস্কৃতির জিনগত উপাদান
[B] সামাজিক সম্পর্কের উৎপাদন
[C] প্রথাগত শিক্ষার বিষয়
[D] অভিযোজন ও সমন্বয়ের বিষয়
উঃ [B] সামাজিক সম্পর্কের উৎপাদন
৯) ‘Self initiative skill’ কোন বয়স স্তরে দেখা যায়?
[A] 2- 3 বছরে
[B] 0- 1 বছরে
[C] 6- 7 বছরে
[D] 9- 10 বছরে
উঃ [A] 2- 3 বছরে

১০) পিঁয়াজে চিন্তনের যে দুটি প্রবণতার কথা উল্লেখ করেছেন সেগুলি হল-
[A] সংগঠন ও অভিযোজন
[B] আত্তীকরণ ও সহযোজন
[C] অভিযোজন ও সহযোজন
[D] আত্তীকরণ ও অভিযোজন
উঃ [A] সংগঠন ও অভিযোজন
১১) নিচের কোন সংগঠনটি জন্মগতভাবেই ব্যক্তির মধ্যে তৈরি হয়?
[A] ইদ
[B] অহম
[C] অধিসত্তা
[D] ইদ ও অহম
উঃ [A] ইদ
১২) ফ্রয়েডের মতে, মেয়েদের বাবার প্রতি আসক্তিকে বলা হয়-
[A] Electra Complex
[B] Oedipus Complex
[C] Fixation
[D] কোনটিই নয়
উঃ [A] Electra Complex
১৩) ফ্রয়েডের মতে, ছেলেদের মায়ের প্রতি আসক্তিকে বলা হয়-
[A] Electra Complex
[B] Oedipus Complex
[C] Fixation
[D] কোনটিই নয়
উঃ [B] Oedipus Complex
১৪) ফ্রয়েডের মতে কোন স্তরের শিশুকে Toilet training দেওয়া হয়?
[A] লৈঙ্গিক পর্যায়ে
[B] প্রসুপ্তি পর্যায়ে
[C] জননেন্দ্রিয় পর্যায়ে
[D] পায়ু পর্যায়ে
উঃ [D] পায়ু পর্যায়ে
১৫) শিশুরা যৌনতা সম্পর্কে জানতে চাইলে পিতা-মাতার কি করা উচিত?
[A] বকাবকি করা উচিত
[B] বিষয়টি নিয়ে মজা করা উচিত
[C] সরাসরি আলোচনা করা উচিত
[D] লজ্জা পেয়ে বিষয়টি এড়িয়ে যাওয়া উচিত
উঃ [C] সরাসরি আলোচনা করা উচিত
১৬) কৈশোরের সমস্যাগুলি কি কি?
[A] নিয়ন্ত্রণের অভাব, অবদমন
[B] হীনম্মন্যতা, অবসাদ
[C] অন্তর্দ্বন্দ্ব, অসহায়তা
[D] সবকটি
উঃ [D] সবকটি
১৭) প্রাথমিক কিশোর (Early Adolescence) -এর কিছু দৈহিক বৈশিষ্ট্য হলো-
[A] গলার স্বর পরিবর্তন
[B] হৃদযন্ত্রের সক্রিয়তা, ক্ষুধা বৃদ্ধি
[C] মুখের অবয়বের পরিবর্তন
[D] সবকটি
উঃ [D] সবকটি
১৮) শিশুর বিকাশের Ectomorphic গঠন কি?
[A] গোলগাল ও মেদবহুল
[B] দীর্ঘকায় ও শক্তিশালী
[C] দীর্ঘ ও ক্ষীন
[D] গোলগাল ও শক্তিশালী
উঃ [C] দীর্ঘ ও ক্ষীন

১৯) প্রান্তীয় শৈশবকালে কি কি বৈশিষ্ট্য দেখা যায়?
[A] পেশির বিকাশ
[B] প্রাথমিক ধারণার গঠন
[C] সেন্টিমেন্টের বিকাশ
[D] সবকটি
উঃ [D] সবকটি
২০) কোন বয়সে শিশুর ভাষাগত বিকাশ ঘটে?
[A] জন্ম থেকে
[B] বাল্যকালে
[C] প্রাপ্তবয়স্কে
[D] গর্ভকালীন সময়ে
উঃ [A] জন্ম থেকে
২১) কোন সময়ে শিশুর মধ্যে অভ্যাস গঠন হয়?
[A] বাল্যকালে
[B] জন্ম থেকে
[C] প্রাপ্তবয়স্কে
[D] গর্ভকালীন সময়ে
উঃ [B] জন্ম থেকে
২২) বাল্যকালে কোন অভ্যাসটি শিশুর মধ্যে বেশি দেখা যায়?
[A] পড়াশোনা
[B] মারামারি করা
[C] নকল করা
[D] কোনোটিই নয়
উঃ [C] নকল করা
২৩) কোন ধারণাটি পিঁয়াজের তত্ত্বের উল্লেখ নেই?
[A] স্কিমা
[B] আত্তীকরণ
[C] সহযোজন
[D] অনুমান
উঃ [D] অনুমান
২৪) পিঁয়াজের জ্ঞানমূলক বিকাশের মূল ভিত্তি কি?
[A] অভিযোজন
[B] সহযোজন
[C] আত্তীকরণ
[D] স্কিমা
উঃ [D] স্কিমা
২৫) একজন বিশিষ্ট ভাষাবিদ হলেন-
[A] স্যানট্রক
[B] ব্যারন
[C] স্কিনার
[D] নোয়াম চমস্কি
উঃ [D] নোয়াম চমস্কি

২৬) Language Acquisition Device হলো-
[A] শক্তিদায়ক উদ্দীপক
[B] সর্বজনীন ব্যাকরণ
[C] অপ্রয়োজনীয় ব্যাকরণ
[D] তথ্য প্রক্রিয়াকরণ
উঃ [B] সর্বজনীন ব্যাকরণ
২৭) কে Language Acquisition Device -এর ধারণা প্রদান করেন?
[A] রামেশ্বর শ
[B] নোয়াম চমস্কি
[C] ফ্রয়েবেল
[D] রুশো
উঃ [B] নোয়াম চমস্কি
২৮) পিঁয়াজের তত্ত্ব অনুসারে কোন বয়সের শিশুদের মধ্যে আরোহী চিন্তন লক্ষ্য করা যায়?
[A] 0- 2 বছর
[B] 2- 7 বছর
[C] 7- 11 বছর
[D] 11 বছরের পর
উঃ [C] 7- 11 বছর
২৯) নিচের কোনটি পরিবেশগত উপাদান?
[A] পরিবার
[B] চোখের রং
[C] রক্তের প্রকৃতি
[D] মধুমেহর মতো বংশানুক্রমিক অসুখ
উঃ [A] পরিবার
৩০) একই শিশুর দৈহিক বৈশিষ্ট্য প্রভাবিত হয়-
[A] পিতার DNA -র মাধ্যমে
[B] মাতার DNA -র মাধ্যমে
[C] পিতা মাতা উভয়ের DNA -র মাধ্যমে
[D] পরিবেশের মাধ্যমে
উঃ [C] পিতা মাতা উভয়ের DNA -র মাধ্যমে