WB Gram Panchayat Exam Practice Set 08 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিকপদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা (Siksakul) বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ০৮ l WB Gram Panchayat Exam Practice Set 08
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WB Gram Panchayat Exam Practice Set 08 l WB Gram Panchayat Practice Set in Bengali
১) সবচেয়ে হালকা মৌলিক পদার্থ ?
Answer – হাইড্রোজেন
২) পেশির ক্লান্তির জন্য দায়ী কে ?
Answer – পাইরুভিক এসিড
৩) কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ?
Answer – ভিটামিন C
৪) ঈশ্বর বর্তমান চেয়ারম্যান কে ?
Answer – এস. সোমনাথ
৫) মিশন চন্দ্রযান 3 কোন সংস্থা লঞ্চ করেছে ?
Answer – ISRO
৬) কোন দেশের ছাদ নামক জলাভূমি দেখা যায়?
Answer – দক্ষিণ সুদান
৭) বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয় ?
Answer – ২৮ শে জুলাই
৮) হিমাচল প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
Answer – যশবন্ত সিং পারমার
৯) দশম জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত?
Answer – ঝাড়খন্ড
১০) কোন দেশে সাড নামক জলাভূমি দেখা যায়?
Answer – দক্ষিণ সুদান
১১) বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয় ?
Answer – ২৮শে জুলাই
১২) হিমাচল প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
Answer – যশবন্ত সিং পারমার
১৩) দশম জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত?
Answer – ঝাড়খন্ড
WB Gram Panchayat Exam Practice Set 08
১৪) গামা রশ্মি কে আবিষ্কার করেন ?
Answer – পল ভিলার্ড
১৫) আন্তর্জাতিক ক্রীড়া দিবস কার স্মরণে পালন করা হয় ?
Answer – ধ্যানচাঁদ