---Advertisement---

WB Gram Panchayat Exam Practice Set 2024 l গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ০৭ l WB Gram Panchayat Exam Practice Set 07

By Siksakul

Published on:

WB Gram Panchayat Exam Practice Set
---Advertisement---

WB Gram Panchayat Exam Practice Set 07– বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা (siksakul) বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ০৭ l WB Gram Panchayat Exam Practice Set 07

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 07

১) পৃথিবীর গভীরতম স্থানটির নাম কি ?

Answer – মারিয়ানা খাত

২) ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

Answer – Brussels, বেলজিয়াম

৩) সম্বর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

Answer – রাজস্থান

৪) লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে ?

Answer – মঙ্গলকে

৫) পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে ?

Answer – শুক্র গ্রহকে

৬) সূর্যের নিকটতম গ্রহের নাম কি ?

Answer – বুধ

৭) সার্ক (SAARC)- এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

Answer – কাঠমান্ডু

৮) ভারতের পরমাণু শক্তির জনক কাকে বলা হয় ?

Answer – হোমি জাহাঙ্গীর ভাবা

WB Gram Panchayat Exam Practice Set 07

৯) কে ১৯০৫ সালের ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন ?

Answer – পুলিনবিহারী দাস

১০) প্যারামিসিয়াম এর গমন অঙ্গের নাম কি ?

Answer – সিলিয়া

১১) ‘বৃহৎসংহিতা’ গ্রন্থের রচয়িতা-

Answer – বরাহ মিহির

১২) ‘পরশুরাম’- কার ছদ্মনাম?

Answer – রাজশেখর বসু

১৩) শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ?

Answer – দয়ানন্দ সরস্বতী

১৪) ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাসটি দায়ী ?

Answer – মিথাইল আইসোসায়ানেট

১৫) ভারতের প্রথম নিউক্লিয় পরীক্ষণ কোথায় হয়েছিল?

Answer – পোখরান

---Advertisement---

Related Post

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Birbhum District mid day Meal Scheme Recruitment l বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

Birbhum District mid day Meal Scheme Recruitment: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ...

Bankura District Group-D Office staff Recruitment l বাঁকুড়া জেলা অফিসে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১২ হাজার টাকা

বাঁকুড়া জেলা অফিসে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আবারও বড় সুযোগ এসেছে। বাঁকুড়া জেলার জেলা শিশু উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত ...

District Government Boys Home Group C Recruitment Notification Out l রাজ্য সরকারি হোমে গ্রুপ- সি পদে চাকরির সুযোগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

District Government Boys Home Group C Recruitment Notification Out: সরকারি চাকরির স্বপ্ন দেখছেন যাঁরা, তাদের জন্য এসেছে দারুণ সুযোগ। রাজ্য সরকারের অধীনে একটি হোমে গ্রুপ- সি পদে কর্মী ...

Leave a Comment