---Advertisement---

WB Gram Panchayet Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৫

By Siksakul

Updated on:

WB Gram Panchayet Practice Set
---Advertisement---

পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত দপ্তরে প্রায় ১৯ প্রকার শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। আজকের প্রতিবেদনে পরীক্ষার সিলেবাস ভিত্তিক সাজেস্টিভ প্র্যাকটিস সেট প্রকাশ করা হল।

WB Gram Panchayet Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট পোর্টালে পরীক্ষার সিলেবাস জারি করা হয়েছে ইতিমধ্যে। পরীক্ষার্থীদের জন্য Siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করা হবে Siksakul-র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WB Gram Panchayet Practice Set 2024 আপলোড করা হচ্ছে। এই প্র্যাকটিস সেটগুলি সম্পূর্ণ সিলেবাস নির্ভর অর্থাৎ এখানে থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে।

WB Gram Panchayet Practice Set 05 l গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট

গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলি খুবই গুরুত্তপূর্ণ। রাজ্য সরকারের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ধরণকে বিশ্লেষণ করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। WB Gram Panchayet Practice Set 2024 -এর প্রশ্নগুলি বাজারের সেরা সাবজেক্টিভ বইগুলি থেকে বাছাই করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WB Gram Panchayet Practice Set 5 l পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট

1. ভারতীয় সংবিধানে যৌথ তালিকা ধারনাটি কোথা থেকে এসেছে?

[A] আমেরিকা যুক্তরাষ্ট

[B] সুইজারল্যান্ড

[C] অস্ট্রেলিয়া

[D] রাশিয়া

উত্তরঃ [C] অস্ট্রেলিয়া

2. নীচের কোনটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অন্তর্গত নয়?

[A] চিন্তা ভাবনার স্বাধীনতা

[B] অর্থনৈতিক স্বাধীনতা

[C] মতপ্রকাশের স্বাধীনতা

[D] ধর্ম ও উপাসনার স্বাধীনতা

উত্তরঃ [B] অর্থনৈতিক স্বাধীনতা

3. নিম্নলিখিত কোন মৌলিক অধিকারটি কেবলমাত্র ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য?

[A] ধর্মীয় স্বাধীনতা

[B] ব্যক্তিগত স্বাধীনতা

[C] আইনের অধিকার

[D] মতাপ্রকাশের/বক্তব্যের স্বাধীনতা

উত্তরঃ [C] আইনের অধিকার

4. রাইট টু সার্ভিস ধারণাটির উদ্ভব হয়েছিল কোন দেশ থেকে?

[A] আমেরিকা যুক্তরাষ্ট্র

[B] সুইজারল্যান্ড

[C] গ্রেট ব্রিটেন

[D] কানাডা

উত্তরঃ [C] গ্রেট ব্রিটেন

Also Read: WB Gram Panchayet Practice Set 4

WB Gram Panchayat Practice Set in Bengali l গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৫

5. কম্পট্রোলার ও অডিটর জেনারেল পদটি নির্দিষ্ট হয়েছে নিচের কোনটি অনুযায়ী?

[A] পার্লামেন্টের আইন প্রয়ণয়ন

[B] সংবিধান অনুযায়ী

[C] ক্যাবিনেন্টের সিদ্ধান্ত অনুযায়ী

[D] কোনটিই নয়

উত্তরঃ [B] সংবিধান অনুযায়ী

6. লোকসভার স্পীকার যে ভোটটি দেন তাকে বলে কি বলে?

[A] কাস্টিং ভোট

[B] সাউন্ড ভোেট

[C] ডাইরেক্ট ভোট

[D] ইনডায়রেক্ট ভোট

উত্তরঃ [A] কাস্টিং ভোট

7. কোরি খাঁড়ির অবস্থান কোথায়?[

A] কচ্ছ উপসাগর

[B] খামবাট উপসাগর

[C] কাচ্ছের লিটল রান

[D] কচ্ছের রান

উত্তরঃ [D] কচ্ছের রান

8. নীচের কোন খালটির উৎস দামোদর নদ?

[A] সিরহিন্দ খাল

[B] ইডেন খাল

[C] বিস্ত দোয়াব খাল

[D] ইস্টার্ন গ্রে খাল

উত্তরঃ [B] ইডেন খাল

9. কালপং জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত?

[A] আন্দামান ও নিকোবর

[B] অরুণাচল প্রদেশ

[C] মেঘালয়

[D] সিকিম

উত্তরঃ [A] আন্দামান ও নিকোবর

10. ন্যাশানাল ক্যাডেট কর্পস্ গঠিত হয়েছিল কোন সালে?

[A] 1948

[B] 1950

[C] 1901

[D] 1957

উত্তরঃ [A] 1948

Also Read:
---Advertisement---

Related Post

PSPCL Assistant Lineman Recruitment 2025: Apply Online for 2500 ALM Vacancies

PSPCL Assistant Lineman Recruitment 2025: Punjab State Power Corporation Limited (PSPCL) has officially released the Assistant Lineman (ALM) Recruitment 2025 notification for 2500 vacancies. Eligible and interested candidates ...

World Famous Statues List PDF 2025 l বিশ্বের বিখ্যাত স্ট্যাচু তালিকা PDF 2025

World Famous Statues List PDF 2025: বিভিন্ন সরকারি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় (WBCS, SSC, UPSC, Railways, Banking, PSC) বিশ্বের বিখ্যাত স্ট্যাচু সম্পর্কিত প্রশ্ন প্রায়ই আসে। তাই পরীক্ষার্থীদের সাহায্য করতে, ...

Environmental Studies SAQ l পরিবেশ বিদ্যা SAQ

আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর PDF, যেখানে পরিবেশ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ) সংকলন করা হয়েছে। Primary TET, CTET, Upper Primary TET ...

West Bengal GK Questions And Answers l পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর l পশ্চিমবঙ্গের জেনারেল নলেজ

West Bengal GK Questions And Answers: পশ্চিমবঙ্গের সাধারণ জ্ঞান (West Bengal General Knowledge) বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় (WBCS, WBPSC, SSC, Railways, Police, Group-D) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরীক্ষায় ...

Leave a Comment