---Advertisement---

Primary TET CDP Practice Set –19 | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট – ১৯ l Primary TET Practice Set Child Development & Pedagogy

By Siksakul

Updated on:

WB Primary TET CDP Practice Set
---Advertisement---

প্রাথমিক টেট (Primary TET CDP Practice Set) পরীক্ষার জন্য শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান / Child Development and Pedagogy (CDP) অন্যান্য বিষয়গুলোর মতোই একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং নীচে Child Development and Pedagogy (CDP) / WB Primary TET CDP Practice Set শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান থেকে একটি প্রাক্টিস সেট (CDP Practice Set) দেওয়া হলো যা আপনাদের আগত প্রাইমারি টেট, সি.টেট, আপার প্রাইমারি পরীক্ষার প্রস্তুতে অনেকটাই সাহায্য করবে। সুপ্রিয় ছাত্র-ছাত্রী আপনারা আজকের Child Development and Pedagogy/ CDP Practice Set (শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান প্র্যাকটিস সেট) থেকে  কতোগুলো প্রশ্ন-উওর পারলেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তী Child Development and Pedagogy (CDP) Practice Set সাজাতে সুবিধা হবে।

Primary TET CDP Practice Set – 19 l WB Primary TET CDP Practice Set

প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতির জন্য শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান বা Child Development and Pedagogy (CDP) থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উওর নীচে দেওয়া হলো, যা আপনাদের Upcoming Primary TET পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে।

Primary TET Practice Set Child Development & Pedagogy: Primary TET CDP Practice Set –19

১) ‘বুদ্ধি’ কথাটির দ্বারা যা বোঝানো হয়, তা হল-
[A] সংগতিবিধানের ক্ষমতা
[B] বিমূর্ত বিষয় বোঝার ক্ষমতা
[C] শিখনের ক্ষমতা
[D] সবকটি
উঃ [D] সবকটি

২) ব্যতিক্রমী শিশু বলতে বোঝায়-
[A] উচ্চ মেধাবী শিশু এবং গুরুতর প্রতিবন্ধী শিশু
[B] গুরুতর প্রতিবন্ধী শিশু
[C] মেধাবী শিশু
[D] প্রতিবন্ধী শিশু
উঃ [A] উচ্চ মেধাবী শিশু এবং গুরুতর প্রতিবন্ধী শিশু

৩) বুদ্ধ্যাঙ্ক নির্ণয়ের সূত্র কোনটি?
[A] (সময়গত বয়স)/(শিক্ষাগত বয়স)×100
[B] (শিক্ষাগত বয়স)/(সময়গত বয়স)×100
[C] (মানসিক বয়স)/(শিক্ষাগত বয়স)×100
[D] (মানসিক বয়স)/(সময়গত বয়স)×100
উঃ [D] (মানসিক বয়স)/(সময়গত বয়স)×100

৪) বুদ্ধি ও সৃজনশীলতার সম্পর্ক কি?
[A] ধনাত্মক
[B] ঋণাত্মক
[C] শূন্য
[D] অনিশ্চিত
উঃ [D] অনিশ্চিত

WB Primary TET CDP Practice Set:

৫) বুদ্ধির সম্পাদনী অভীক্ষা কে তৈরি করেছেন?
[A] সিএমভাটিয়া
[B] মোহনলাল
[C] এইচ সি রাইস
[D] এস এস জালোটা
উঃ [A] সিএমভাটিয়া

৬) বুদ্ধির নমুনা তত্ত্ব কে দিয়েছেন?
[A] থমসন
[B] স্টর্ন
[C] গিলফোর্ড
[D] স্পিয়ারম্যান
উঃ [A] থমসন

Also Read: প্রাইমারী টেট পরিবেশ বিদ্যার কিছু প্রশ্নোত্তর

৭) একটি শিশু বুদ্ধ্যাঙ্ক (IQ) জানার জন্য নিচের কোনটি জানা প্রয়োজন?
[A] শিশুটির সময়গত বয়স
[B] পারিবারিক আয়
[C] শিশুটির দক্ষতা
[D] দৈহিক গঠন
উঃ [A] শিশুটির সময়গত বয়স

৮) বুদ্ধির দ্বি-উপাদান তত্ত্বটি কোন শাস্ত্রের উপর প্রতিষ্ঠিত?
[A] মনোবিদ্যা
[B] শরীরতত্ত্ববিদ্যা
[C] গণিত
[D] জীববিদ্যা
উঃ [C] গণিত

৯) কোন ধরনের মানসিক ক্ষমতা একদিন নির্দিষ্ট বয়স পর্যন্ত বিকশিত হয়?
[A] বিশেষ
[B] সাধারণ
[C] যৌক্তিক
[D] সমস্যা-সমাধানমূলক
উঃ [B] সাধারণ

১০) স্থানিক বৌদ্ধিক ক্ষমতা অধিক থাকে কোন পেশার ব্যক্তিদের মধ্যে?
[A] দার্শনিক
[B] শিক্ষক
[C] বাস্তুকার
[D] সার্জন
উঃ [C] বাস্তুকার

Primary TET CDP Practice Set:

১১) কোনটি ভাষাগত বুদ্ধির অভীক্ষা নয়?
[A] আর্মি আলফা অভীক্ষা
[B] স্টানফোর্ড সংস্করণ
[C] বিঁনে সাইমন অভীক্ষা
[D] ডিয়ারবর্নের ফর্মবোর্ড অভীক্ষা
উঃ [D] ডিয়ারবর্নের ফর্মবোর্ড অভীক্ষা

১২) স্পিয়ারম্যানের মতে একটি কাজ সম্পাদনে-
[A] সাধারণ বুদ্ধির প্রয়োজন
[B] বিশেষ বুদ্ধির প্রয়োজন
[C] সাধারণ ও বিশেষ বুদ্ধির প্রয়োজন
[D] বুদ্ধির কোনো ভূমিকা নেই
উঃ [C] সাধারণ ও বিশেষ বুদ্ধির প্রয়োজন

১৩) গিলফোর্ড বর্ণিত বুদ্ধির তত্ত্বে কয়টি মাত্রার কথা বলা হয়েছে?
[A] দুটি
[B] তিনটি
[C] চারটি
[D] পাঁচটি
উঃ [B] তিনটি

১৪) বুদ্ধির SOI Model -এর অর্থ কি?
[A] Structure of Intelligence
[B] Structure of Interest
[C] Structure of Intellect
[D] Structure of Intervention
উঃ [C] Structure of Intellect

১৫) কোনটি প্রক্রিয়াগত মাত্রার সঙ্গে সম্পর্কযুক্ত নয়?
[A] প্রত্যাভিজ্ঞা
[B] স্মৃতি
[C] চিত্রগত
[D] মূল্যায়ন
উঃ [C] চিত্রগত

১৬) কোনটি বিষয়বস্তুগত মাত্রার সঙ্গে সম্পর্কযুক্ত নয়?
[A] স্মৃতি
[B] চিত্রগত
[C] আচরণ
[D] সংকেতিক বিষয়বস্তু
উঃ [A] স্মৃতি

১৭) বিঁনে-সাইমন অভীক্ষা- কোন ধরনের অভীক্ষা?
[A] ভাষাগত
[B] ভাষাবিহীন
[C] দলগত
[D] ব্যক্তিগত
উঃ [A] ভাষাগত

১৮) কে বুদ্ধ্যাঙ্ক (IQ) -এর সুত্রকে সংশোধন করেন?
[A] বিঁনে
[B] টারম্যান
[C] স্টার্ন
[D] মেরিল
উঃ [B] টারম্যান

১৯) শিশু যত বেশি ধারণা লাভ করতে পারবে তার তত বেশি _________ নির্ভুল ও ফলস্বরূপ হবে।
[A] ধারণা
[B] ভাষা
[C] চিন্তন
[D] প্রক্ষোভ
উঃ [C] চিন্তন

২০) মানবজীবনের সৃজন প্রক্রিয়া ও বুদ্ধিমত্তার যোগাযোগের সেতু হল-
[A] ভাষা
[B] চিন্তন
[C] প্রক্ষোভ
[D] প্রেষনা
উঃ [B] চিন্তন

২১) ‘b’-কে ‘d’ অথবা ‘d’ -কে ‘b’ লেখার অভ্যাস কোন বয়সে হ্রাস পায়?
[A] 7 বছর
[B] 6 বছর
[C] 8 বছর
[D] 9 বছর
উঃ [A] 7 বছর

২২) কোন বয়সে শিশুরা বিজ্ঞানভিত্তিক রহস্যময় গল্প পড়তে ভালোবাসে?
[A] 7 বছর
[B] 8 বছর
[C] 10 বছর
[D] 9 বছর
উঃ [C] 10 বছর

২৩) কোন বয়সে শিশুরা সাবলীলভাবে লিখতে, পড়তে এবং শব্দের যে একাধিক অর্থ আছে তা বুঝতে পারে?
[A] 10 বছর
[B] 8 বছর
[C] 9 বছর
[D] 12 বছর
উঃ [B] 8 বছর

২৪) শব্দার্থ ভাষার কি ধরনের উপাদান?
[A] যৌগিক
[B] মৌলিক
[C] যুক্ত
[D] মিশ্র
উঃ [B] মৌলিক

২৫) পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত শব্দচয়ন ও স্বরক্ষেপণের আয়ত্ত করাকে ভাষার কি বলে?
[A] শব্দার্থ
[B] বাক্যবিন্যাস
[C] প্রয়োগ
[D] ধ্বনি
উঃ [C] প্রয়োগ

২৬) কত বছর বয়সের শিশু প্রকৃত অর্থে প্রথম অর্থপূর্ণ শব্দ বলতে পারে?
[A] 1 বছর
[B] 2 বছর
[C] 3 বছর
[D] 4 বছর
উঃ [A] 1 বছর

২৭) ‘Vocables’ কি?
[A] আধো আধো স্বর এবং অর্থের সমন্বিত রূপ
[B] শব্দার্থ
[C] ধ্বনি
[D] বাক্য বিন্যাস
উঃ [A] আধো আধো স্বর এবং অর্থের সমন্বিত রূপ

২৮) সদ্যোজাত শিশু প্রথম কিসের মধ্যে নিয়ে সংযোগরক্ষার কৌশল ব্যবহার করে?
[A] ভাষার
[B] বচনের
[C] ক্রন্দনের
[D] কুইং-এর
উঃ [C] ক্রন্দনের

২৯) ভাষার উপর ______ নির্ভরশীল।
[A] চিন্তন
[B] ধারণা
[C] শব্দ
[D] বচন
উঃ [D] বচন

৩০) কোন উপাদানটি ভাষার উপাদান নয়?
[A] শব্দার্থ
[B] ব্যাকরণ
[C] প্রয়োগ
[D] চিন্তন
উঃ [D] চিন্তন

Primary TET Practice Set PDF Download
শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।

Practice Set: Download Now

---Advertisement---

Related Post

Top 100 GK Questions for Competitive Exams in Hindi 2025 l प्रतियोगी परीक्षाओं के लिए शीर्ष 100 जीके प्रश्न हिंदी में 2025

अगर आप UPSC, SSC, रेलवे, बैंकिंग, या राज्य स्तरीय परीक्षाओं की तैयारी कर रहे हैं, तो सामान्य ज्ञान (GK) आपकी सफलता में महत्वपूर्ण भूमिका निभाता है। हर साल ...

Classical Dances of India: ভারতের ধ্রুপদী নৃত্যের তালিকা ও প্রধান নৃত্যশিল্পী

ভারতের সংস্কৃতি তার বৈচিত্র্যময় ঐতিহ্যের জন্য পরিচিত, এবং ধ্রুপদী নৃত্য এই সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি রাজ্যের নিজস্ব নৃত্যশৈলী তাদের ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার প্রতিফলন ঘটায়। এই ...

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Birbhum District mid day Meal Scheme Recruitment l বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

Birbhum District mid day Meal Scheme Recruitment: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ...

Leave a Comment