---Advertisement---

WB Primary TET CDP Practice Set 10 | শিশুবিকাশ ও পেডাগোজি প্রাকটিস সেট Child Development & Pedagogy Important Questions for Primary TET | WB Primary TET Exam 2023

By Siksakul

Published on:

WB Primary TET CDP Practice Set 10
---Advertisement---

আপনি কি Primary TET 2023 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Siksakul আপনার জন্য নিয়ে এসেছে  (WB Primary TET CDP Practice Set 10) শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ৩০ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Siksakul -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2023 পরীক্ষার্থীদের জন্য Siksakul -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.

Primary TET Practice Set Child Development & Pedagogy lWB Primary TET CDP Practice Set 10

১) কোন সময় কালকে ‘Pre-gang’ স্তর বলা হয়?
[A] 0-2 বছর
[B] 2-6 বছর
[C] 6-11 বছর
[D] 12-15 বছর
উঃ [C] 6-11 বছর

২) জীবনবিকাশের কোন সময়কালে ‘Overlapping’ দেখা যায়?
[A] 11- 16 বছর
[B] 9- 11 বছর
[C] 7- 9 বছর
[D] 2- 8 বছর
উঃ [A] 11- 16 বছর

৩) কোন বয়সকালকে শৈশব বা Infancy বলা হয়?
[A] প্রাক-জন্ম থেকে 2 বছর
[B] “1” “1” /”2″ থেকে 2 বছর
[C] 6 মাস থেকে “1” “1” /”2″ বছর
[D] জন্ম থেকে 2 বছর
উঃ [D] জন্ম থেকে 2 বছর

৪) আদি বা প্রাথমিক বাল্যকাল স্তরের বয়সসীমা কত?
[A] 1- 3 বছর
[B] 3- 5 বছর
[C] 2- 5 বছর
[D] 1- 4 বছর
উঃ [C] 2- 5 বছর

৫) উত্তর বাল্যকালের বয়সসীমা কত?
[A] 5- 11 বছর
[B] 11- 15 বছর
[C] 2- 5 বছর
[D] 0- 2 বছর
উঃ [A] 5- 11 বছর

৬) জীবন বিকাশের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক স্তরের ভাগ কয়টি?
[A] 2 টি
[B] 3 টি
[C] 4 টি
[D] 5 টি
উঃ [B] 3 টি

৭) মধ্য প্রাপ্তবয়স্ক স্তরের বয়সসীমা কত?
[A] 60- 80 বছর
[B] 80- 90 বছর
[C] 40- 60 বছর
[D] 19- 40 বছর
উঃ [C] 40- 60 বছর

৮) বিকাশ হল-
[A] ব্যক্তিগত প্রক্রিয়া
[B] দলগত প্রক্রিয়া
[C] সামাজিক প্রক্রিয়া
[D] গোষ্ঠীগত প্রক্রিয়া
উঃ [A] ব্যক্তিগত প্রক্রিয়া

৯) বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য নির্দেশক বাক্য কোনটি?
[A] বৃদ্ধি হল জৈবিক, বিকাশ হল সার্বিক বিষয়
[B] বৃদ্ধি হল দৈহিক, বিকাশ হল সাংস্কৃতিক বিষয়
[C] বৃদ্ধি হল সামাজিক, বিকাশ হল নৈতিক বিষয়
[D] বৃদ্ধি হল জৈবিক, বিকাশ হল প্রাক্ষোভিক বিষয়
উঃ [A] বৃদ্ধি হল জৈবিক, বিকাশ হল সার্বিক বিষয়

১০) ICDS -এর সম্পূর্ণ নাম কী?
[A] Introducing Child Development Skill
[B] International Child Development Service
[C] Interrelated Child Development Society
[D] Integrated Child Development Service
উঃ [D] Integrated Child Development Service

১১) বিকাশ হল ব্যক্তির জৈবিক, মানসিক, সামাজিক, প্রাক্ষোভিক ইত্যাদি চাহিদার ________ ফল।
[A] যোগ
[B] ভাগ
[C] মিথস্ক্রিয়া
[D] গুন
উঃ [C] মিথস্ক্রিয়া

Child Development & Pedagogy Important Questions l WB Primary TET CDP Practice Set 10 l WB Primary TET Exam 2023

১২) নীচের কোনটি বৃদ্ধি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত?
[A] ওজন বৃদ্ধি
[B] ভাষার দক্ষতা
[C] শারীরিক সঞ্চালন
[D] জ্ঞানের প্রসারণ
উঃ [A] ওজন বৃদ্ধি

১৩) ‘বৃদ্ধি’ কথাটি কোন বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কযুক্ত?
[A] পরিমাণগত পরিবর্তন
[B] গুণগত পরিবর্তন
[C] সামাজিক পরিবর্তন
[D] কোনোটিই নয়
উঃ [A] পরিমাণগত পরিবর্তন

১৪) কোন বয়সে শিশুর দেহের আয়তনের বৃদ্ধি বা দৈহিক বিকাশের হার খুব দ্রুত ঘটে?
[A] প্রথম 2 বছর
[B] 1- 5 বছর
[C] 1- 7 বছর
[D] 1- 10 বছর
উঃ [A] প্রথম 2 বছর

১৫) শিশুর সামগ্রিক বিকাশ হল-
[A] আকার ও আয়তনের পরিবর্তন
[B] আকৃতির পরিবর্তন এবং কাজের উন্নতি
[C] ওজনের পরিবর্তন
[D] ধারণার পরিবর্তন
উঃ [B] আকৃতির পরিবর্তন এবং কাজের উন্নতি

১৬) বৃদ্ধিকে ‘পরিমাণগত’ পরিবর্তন বলার কারণ কি?
[A] পরিমাপযোগ্য বলে
[B] পর্যবেক্ষণযোগ্য বলে
[C] সামঞ্জস্যসাধনযোগ্য বলে
[D] চিন্তনযোগ্য বলে
উঃ [A] পরিমাপযোগ্য বলে

১৭) শিক্ষা শিশুর কোন বিকাশে সাহায্য করে না?
[A] মানসিক বিকাশ
[B] সামাজিক বিকাশ
[C] দৈহিক বিকাশ
[D] সর্বাঙ্গীন বিকাশ
উঃ [C] দৈহিক বিকাশ

১৮) পরিণমন হল-
[A] বিকাশমূলক পরিবর্তন
[B] স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত পরিবর্তন
[C] সামাজিক পরিবর্তন
[D] দৈহিক পরিবর্তন
উঃ [B] স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত পরিবর্তন

Primary TET CDP Practice Set 2023 l Primary TET CDP Pracrice Set

১৯) পরিণমনের ক্ষেত্রে নীচের কোনটি প্রয়োজন হয় না?
[A] বৃদ্ধি
[B] পূর্ব অভিজ্ঞতা
[C] বিকাশ
[D] কোনোটিই নয়
উঃ [B] পূর্ব অভিজ্ঞতা

২০) বৃদ্ধির ফলে কোন ধরনের পরিবর্তন সাধিত হয়?
[A] সামাজিক পরিবর্তন
[B] জৈবিক পরিবর্তন
[C] প্রাক্ষোভিক পরিবর্তন
[D] সবকটি
উঃ [B] জৈবিক পরিবর্তন

২১) কোনটির ক্ষেত্রে নির্দিষ্ট বয়সসীমা রয়েছে?
[A] বৃদ্ধি, বিকাশ ও পরিণমণ
[B] বৃদ্ধি ও বিকাশ
[C] বিকাশ ও পরিণমন
[D] বৃদ্ধি ও পরিণমন
উঃ [D] বৃদ্ধি ও পরিণমন

২২) “স্বকীয় ও অন্তর্জাত বৃদ্ধিই হল পরিণমন”- উক্তিটি কার?
[A] গেসেল
[B] উডওয়ার্থ
[C] কোলেসনিক
[D] রস
উঃ [A] গেসেল

২৩) কোনটি বিচ্ছিন্ন প্রক্রিয়া নয়?
[A] বৃদ্ধি
[B] বিকাশ
[C] পরিণমন
[D] সবকটি
উঃ [B] বিকাশ

২৪) শিশুকে ‘Tabula rasa’ বলে কোন মনোবিদ আখ্যায়িত করেছেন?
[A] রুশো
[B] জন ডিউই
[C] জন লক
[D] ফ্রয়েবেল
উঃ [C] জন লক

Primary TET Suggestive Practice Set l প্রাইমারি টেট সাজেস্টিভ প্রাকটিস সেট

২৫) শিশুর পরিপূর্ণ বিকাশ বলতে বোঝায়-
[A] বৃদ্ধি ও বিকাশ
[B] বিকাশ ও পরিণমন
[C] বৃদ্ধি ও পরিণমন
[D] বৃদ্ধি, বিকাশ ও পরিণমন
উঃ [D] বৃদ্ধি, বিকাশ ও পরিণমন

২৬) “Gang Age” কোন বয়স স্তরকে নির্দেশ করে?
[A] 4- 6 বছর
[B] 8- 10 বছর
[C] 20- 25 বছর
[D] কোনোটিই নয়
উঃ [B] 8- 10 বছর

২৭) ‘Development Task’ কথাটি কে তার গবেষণায় প্রথম ব্যবহার করেন?
[A] এবিংহস
[B] বার্ক
[C] এটকিনসন
[D] বার্ন
উঃ [A] এবিংহস

২৮) একটি শিশু জন্মগ্রহণ করে কিছু-
[A] গুণ নিয়ে
[B] অহম সত্তা নিয়ে
[C] সহজাত তাড়না নিয়ে
[D] সবগুলি
উঃ [D] সবগুলি

২৯) ‘Toy Age’ বা ‘খেলার বয়স’ বিকাশের কোন স্তরকে বলা হয়?
[A] প্রাথমিক বাল্য
[B] প্রান্তীয় বাল্য
[C] শৈশব
[D] সবগুলি
উঃ [A] প্রাথমিক বাল্য

৩০) 15 মাস বয়সে শিশু কোনোরকম সাহায্য না নিয়ে নিজে হাঁটতে পারে- এটি কিসের উদাহরণ?
[A] পরিণমন
[B] বৃদ্ধি
[C] বিকাশ
[D] শিখন
উঃ [A] পরিণমন

---Advertisement---

Related Post

Cognitive Development Theory of Jean Piaget in Bengali | জেন পিয়াজেঁর প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব 2024

Cognitive Development Theory of Jean Piaget in Bengali: SIKSAKUL ‘সাধারন জ্ঞান’ বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে কেন্দ্র ও রাজ্য সরকারি সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকের পাঠে ...

Role of Listening in Language Learning | ভাষা শিখনে শ্রবণের ভূমিকা

SIKSAKUL ‘সাধারন জ্ঞান’ বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে কেন্দ্র ও রাজ্য সরকারি সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকের পাঠে আমরা ভাষা শিখনে শ্রবণের ভূমিকা (Role of Listening ...

Ultimate Child Development and Pedagogy MCQ in Bengali l Primary TET CDP Practice Set 24 | শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর 2024 l

Child Development and Pedagogy MCQ in Bengali: শিক্ষার মূল ভিত্তি হল শিশুদের সঠিক মানসিক ও সামাজিক বিকাশ। শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব এমন দুটি ক্ষেত্র যা এই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ...

Primary TET CDP Practice Set 23 l Child Development and Pedagogy MCQ in Bengali | শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর 2024 l

Primary TET CDP Practice Set in Bengali: শিক্ষার মূল ভিত্তি হল শিশুদের সঠিক মানসিক ও সামাজিক বিকাশ। শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব এমন দুটি ক্ষেত্র যা এই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ...

Leave a Comment