---Advertisement---

WB Primary TET CDP Practice Set l Primary TET CDP Practice Set – 11 in Bengali | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট – ১১ l প্রাইমারি টেট শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট

By Siksakul

Published on:

WB Primary TET CDP Practice Set
---Advertisement---

WB PRIMARY TET PRACTICE SET : প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতির জন্য শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান বা Child Development and Pedagogy (CDP) (WB Primary TET CDP Practice Set) থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উওর নীচে দেওয়া হলো, যা আপনাদের Upcoming Primary TET পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে।

সুপ্রিয় ছাত্র-ছাত্রীরা, আজকের পোস্টে প্রাইমারি টেট প্র্যাকটিস সেট PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক শিশু বিকাশ ও পেডাগোগী বিষয় থেকে ত্রিশটি প্রশ্ন দেওয়া আছে। এটি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে।
সুতরাং সময় অপচয় না করে প্র্যাকটিসের প্রশ্নগুলি কুজি আকারে দেখে নাও এবং অফলাইনে ভালোভাবে প্র্যাকটিসের জন্য নীচ থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

Primary TET CDP Practice Set – 11 l WB Primary TET CDP Practice Set

প্রাইমারি টেট প্রশ্ন উত্তর পিডিএফ

১) জন্মোত্তর অবস্থার (Post-natal stage) সময়কাল হল-
[A] মায়ের দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত
[B] প্রথম দুই সপ্তাহকাল
[C] দুই সপ্তাহ থেকে 2 বছর কাল
[D] কোনোটিই নয়
উঃ [A] মায়ের দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত

২) প্রাক-প্রাথমিক শিক্ষা সাধারণত কত বছর বয়সে আরম্ভ হয়?
[A] “1” “1” /”2″ -2 বছর বয়সে
[B] 2- “2” “1” /”2″ বছর বয়সে
[C] “2” “1” /”2″ – “3” “1” /”2″ বছর বয়সে
[D] কোনোটিই নয়
উঃ [C] “2” “1” /”2″ – “3” “1” /”2″ বছর বয়সে

৩) প্রথম প্রাক-প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা কে বলেন?
[A] গান্ধীজী
[B] ফ্রয়েবেল
[C] রুশো
[D] প্লেটো
উঃ [D] প্লেটো

৪) ভারতবর্ষে বুনিয়াদি শিক্ষার জন্ম হয় সেবাগ্রাম পদ্ধতি থেকে। এই পদ্ধতি কে প্রবর্তন করেন?
[A] জন ডিউই
[B] রাধাকৃষ্ণন
[C] লক্ষণ স্বামী
[D] মহাত্মা গান্ধী
উঃ [D] মহাত্মা গান্ধী

৫) শিক্ষাবিদ রুশো তার ‘এলিম’ গ্রন্থে শিক্ষার জন্য যতগুলি স্তরের কথা বলেছেন তা হল-
[A] তিনটি
[B] চারটি
[C] পাঁচটি
[D] কোনোটিই নয়
উঃ [B] চারটি

৬) চাকুরীজীবী পিতা-মাতারা তাদের শিশুদের দেখাশোনার জন্য যে প্রতিষ্ঠানের উপর নির্ভর করে তা হল-
[A] নার্সারি স্কুল
[B] ক্রেশ
[C] মন্তেসরি স্কুল
[D] কোনোটিই নয়
উঃ [B] ক্রেশ

৭) শিশুর জীবন বিকাশ বলতে বোঝায়-
[A] দৈহিক বিকাশ
[B] মানসিক বিকাশ
[C] প্রাক্ষোভিক বিকাশ
[D] সর্বাঙ্গীণ বিকাশ
উঃ [D] সর্বাঙ্গীণ বিকাশ

৮) নীচের কোনটি শিশু বিকাশের একটি নীতি?
[A] পরিণমন এবং অভিজ্ঞতার মিথস্ক্রিয়ার মাধ্যমে বিকাশ ঘটে থাকে
[B] প্রতিটি শিশুর বিকাশ ও পরিপূর্ণরূপে পূর্বানুমান করা সম্ভব
[C] অভিজ্ঞতা হলো বিকাশের একমাত্র নির্ধারক
[D] শক্তিদায়ক সত্তা এবং শাস্তিবিধানের মাধ্যমে বিকাশ নির্ধারণ করা যায়
উঃ [A] পরিণমন এবং অভিজ্ঞতার মিথস্ক্রিয়ার মাধ্যমে বিকাশ ঘটে থাকে

৯) কোনটি বিকাশের নীতি নয়?
[A] সমস্ত দিকের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ
[B] বিকাশ ঘটে অভিজ্ঞতা এবং পরিণমনের মিথস্ক্রিয়ার মাধ্যমে
[C] সকল প্রকার বিকাশ এবং শিখন একই হারে সম্পাদিত হয়
[D] সকল প্রকার বিকাশ একটি নির্দিষ্ট পর্যায়ক্রম অনুসরণ করে
উঃ [C] সকল প্রকার বিকাশ এবং শিখন একই হারে সম্পাদিত হয়

১০) বয়ঃসন্ধিকালের একটি পরিচিত সমস্যা হল-
[A] ভ্রম প্রত্যক্ষন
[B] স্কুল পালানো
[C] নৈতিক সমস্যা
[D] অনিদ্রা
উঃ [C] নৈতিক সমস্যা

১১) কোন সময়কালকে ‘নির্ভরশীলতা হ্রাসের বয়স’ বলা হয়?
[A] শৈশবকাল
[B] সদ্যোজাত
[C] কৈশোরকাল
[D] বাল্যকাল
উঃ [C] কৈশোরকাল

১২) ধারণা বিকাশের সঙ্গে যুক্ত-
[A] বুত্তিমত্তার উন্নয়ন
[B] শিশুর উন্নয়ন
[C] শারীরিক সক্ষমতার উন্নয়ন
[D] ব্যক্তিস্বতন্ত্রতার উন্নয়ন
উঃ [A] বুত্তিমত্তার উন্নয়ন

১৩) উন্নয়নের ক্ষেত্রে PSRN শব্দটি কি অর্থ প্রকাশ করে?
[A] Problem Solving, Reasoning and Numeracy
[B] Problem Solving, Reasoning and Numerancy
[C] Preceptual Skill, Reasoning and Numeracy
[D] Preceptual Skill, Relationship and Numbers
উঃ [C] Preceptual Skill, Reasoning and Numeracy

১৪) জ্ঞানমূলক গঠন বোঝাতে গিয়ে পিঁয়াজে কোন শব্দটি ব্যবহার করেছেন?
[A] স্কিমা
[B] আইকনিক
[C] অ্যাকশন স্কিমা
[D] ইগোসেন্ট্রিক
উঃ [A] স্কিমা

১৫) এরিকসনের মতে মানুষের মনো-সামাজিক বিকাশের কয়টি দশা আছে?
[A] 6 টি
[B] 4 টি
[C] 10 টি
[D] 8 টি
উঃ [D] 8 টি

প্রাইমারি টেট শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট l Primary TET Practice Set Child Development & Pedagogy

১৬) কে বলেছেন– ‘Child should be treated as Child?’
[A] রুশো
[B] ওয়েশলার
[C] বিনে
[D] গ্যানে
উঃ [A] রুশো

১৭) কোন মনোবিদ নৈতিক উন্নয়ন ব্যাখ্যা করেন?
[A] ম্যাকডুগাল
[B] থর্নডাইক
[C] কোহলবার্গ
[D] পিঁয়াজে
উঃ [C] কোহলবার্গ

১৮) পিঁয়াজের নীতি শিশুর কী সম্পর্কিত ধারণা দেয়?
[A] মানবিক উন্নয়ন
[B] আবেগমূলক অনুকরণ
[C] প্রজ্ঞামূলক বিকাশ
[D] শারীরবৃত্তীয় উন্নয়ন
উঃ [C] প্রজ্ঞামূলক বিকাশ

১৯) শিশুর ধারণা গঠনের ক্ষমতা কোন বিকাশের উপর নির্ভরশীল?
[A] বাচনিক
[B] নৈতিক
[C] প্রাক্ষোভিক
[D] দৈহিক
উঃ [A] বাচনিক

২০) ‘ব্লুম ট্যাক্সোমনিরপ্রথম স্তর কোনটি?
[A] লক্ষ্য অর্জন
[B] পঠন দক্ষতা
[C] পাঠক্রম ঘোষণা
[D] জ্ঞানমূলক বিষয়
উঃ [D] জ্ঞানমূলক বিষয়

২১) একজন শিক্ষকের কোন বিষয়ের জ্ঞান বিভিন্ন বয়সি ছেলেমেয়েদের একটি শ্রেণীকক্ষকে সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা করে?
[A] শিক্ষার্থীদের পিতা-মাতার জীবিকা
[B] আর্থসামাজিক অবস্থা
[C] সাংস্কৃতিক অবস্থা
[D] বিকাশমূলক স্তর
উঃ [D] বিকাশমূলক স্তর

২২) জীবন বিকাশের সঙ্গে শিশুর কোন বিকাশ ওতপ্রোতভাবে জড়িত?
[A] দক্ষতা
[B] পর্যবেক্ষণ ক্ষমতা
[C] সৃজনশীলতা
[D] ভাষা
উঃ [D] ভাষা

২৩) যে কারণে শিক্ষার্থীরা একে অন্যের থেকে আলাদা, সেটি হলো
[A] বিকাশের মান
[B] বিকাশের ধারাবাহিকতা
[C] বিকাশের স্বাভাবিক ধারণ ক্ষমতা
[D] বৃদ্ধি ও বিকাশের নীতি
উঃ [A] বিকাশের মান

২৪) মানবিক বিকাশ কিছু নীতির ওপর নির্ভরশীলনীচের কোনটি মানবিক বিকাশের নীতির মধ্যে পড়ে না?
[A] ধারাবাহিকতা
[B] সাধারণ থেকে বিশেষীকরণ
[C] দ্বন্দ্ব
[D] নিরবচ্ছিন্নতা
উঃ [C] দ্বন্দ্ব

২৫) শিশুর এক বছর বয়সে ওজন জন্মের সময়ের ওজনের কত গুণ বৃদ্ধি পায়?
[A] 3 গুন
[B] 2 গুন
[C] 4 গুন
[D] 6 গুন
উঃ [A] 3 গুন

২৬) শিশু 2 মাস বয়সের কাছাকাছি সময়ে স্বরবর্ণের মতো যে শব্দ করে তাকে কি বলে?
[A] Cooing
[B] Rooting
[C] Nooding
[D] Babbling
উঃ [A] Cooing

২৭) স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের মিশ্রণের যে বিশেষ ধরনের শব্দ উচ্চারিত হয়, তাকে কি বলে?
[A] Looking
[B] Cooing
[C] Babbling
[D] Rooting
উঃ [C] Babbling

২৮) কোন বয়সে একটি স্বাভাবিক শিশু Babbling করতে সক্ষম হয়?
[A] দু’ মাসের কাছাকাছি সময়ে
[B] চার মাসের কাছাকাছি সময়ে
[C] দু’ বছরের কাছাকাছি সময়ে
[D] চার বছরের কাছাকাছি সময়
উঃ [B] চার মাসের কাছাকাছি সময়ে

২৯) শিশুর একটি শব্দ তার সঙ্গে ইশারা করে মনের ভাব প্রকাশ করতে পারাকে ভাষা বিকাশের কোন স্তর বলা হয়?
[A] Telegraphic
[B] Reflective
[C] Development
[D] Holophrase
উঃ [D] Holophrase

৩০) ভাষাগত বিকাশে শিশু যখন একসঙ্গে দুটি শব্দ ব্যবহার করতে পারে, সেই স্তরকে কি বলা হয়?
[A] Cooing
[B] Babbling
[C] Telegraphic Speech
[D] Holopharase Speech
উঃ [C] Telegraphic Speech

Also Read:

---Advertisement---

Related Post

Cognitive Development Theory of Jean Piaget in Bengali | জেন পিয়াজেঁর প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব 2024

Cognitive Development Theory of Jean Piaget in Bengali: SIKSAKUL ‘সাধারন জ্ঞান’ বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে কেন্দ্র ও রাজ্য সরকারি সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকের পাঠে ...

Role of Listening in Language Learning | ভাষা শিখনে শ্রবণের ভূমিকা

SIKSAKUL ‘সাধারন জ্ঞান’ বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে কেন্দ্র ও রাজ্য সরকারি সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকের পাঠে আমরা ভাষা শিখনে শ্রবণের ভূমিকা (Role of Listening ...

Ultimate Child Development and Pedagogy MCQ in Bengali l Primary TET CDP Practice Set 24 | শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর 2024 l

Child Development and Pedagogy MCQ in Bengali: শিক্ষার মূল ভিত্তি হল শিশুদের সঠিক মানসিক ও সামাজিক বিকাশ। শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব এমন দুটি ক্ষেত্র যা এই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ...

Primary TET CDP Practice Set 23 l Child Development and Pedagogy MCQ in Bengali | শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর 2024 l

Primary TET CDP Practice Set in Bengali: শিক্ষার মূল ভিত্তি হল শিশুদের সঠিক মানসিক ও সামাজিক বিকাশ। শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব এমন দুটি ক্ষেত্র যা এই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ...

Leave a Comment