WB PRIMARY TET PRACTICE SET (WB Primary TET CDP Practice Set) : প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতির জন্য শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান বা Child Development and Pedagogy (CDP) (WB Primary TET CDP Practice Set) থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উওর নীচে দেওয়া হলো, যা আপনাদের Upcoming Primary TET পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে।
WB PRIMARY TET PRACTICE SET : WB Primary TET CDP Practice Set l প্রাইমারি টেট প্র্যাকটিস সেট – ১৪
আজকের পোস্টে (WB Primary TET CDP Practice Set) প্রাইমারি টেট প্র্যাকটিস সেট PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক শিশু বিকাশ ও পেডাগোগী বিষয় থেকে ত্রিশটি প্রশ্ন দেওয়া আছে। এটি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে।
সুতরাং সময় অপচয় না করে প্র্যাকটিসের প্রশ্নগুলি কুজি আকারে দেখে নাও এবং অফলাইনে ভালোভাবে প্র্যাকটিসের জন্য নীচ থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

Primary TET Practice Set Child Development & Pedagogy l WB PRIMARY TET PRACTICE SET
১) ‘Principle of Seggregation’ নীতিটি কার?
[A] Juke
[B] Mendel
[C] Weisman
[D] কেউই নন
উঃ [B] Mendel
২) শিশুর বুদ্ধির সঙ্গে কার বুদ্ধির সহগাঙ্ক সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা থাকে?
[A] পিতা
[B] ঠাকুরদা
[C] সহোদর
[D] তুতো ভাই
উঃ [C] সহোদর
৩) জন্মের সময় শিশু তার পূর্বপুরুষদের যেসব বৈশিষ্ট্য নিয়ে আসে, সেটি হল–
[A] দৈহিক বৈশিষ্ট্য
[B] মানসিক বৈশিষ্ট্য
[C] বংশগতি
[D] পরিবেশ
উঃ [C] বংশগতি
৪) নিজের কোনটি বংশগতির ফল নয়?
[A] চরিত্র গঠন
[B] দেহের গঠন
[C] চেহেরা ও গায়ের রং
[D] চিন্তাশক্তি
উঃ [A] চরিত্র গঠন
৫) ‘জিন’ নিয়ে কোন বিজ্ঞানীরা গবেষণা করেন?
[A] পরিবেশ বিজ্ঞানীরা
[B] বংশগতির বিজ্ঞানীরা
[C] A ও B উভয়
[D] কেউই নন
উঃ [B] বংশগতির বিজ্ঞানীরা
৬) সামাজিক বংশগতির ধারণা কার?
[A] রাচ
[B] স্পিয়ারম্যান
[C] ফ্রিম্যান
[D] স্যান্ডিফোর্ড
উঃ [D] স্যান্ডিফোর্ড
৭) কোনটি দৈহিক বংশগতি নয়?
[A] চেহারা
[B] গঠন
[C] চিন্তাশক্তি
[D] গায়ের রং
উঃ [C] চিন্তাশক্তি
৮) কোনটি মানসিক বৈশিষ্ট্য নয়?
[A] প্রক্ষোভ
[B] চেহারা
[C] বুদ্ধিবৃত্তি
[D] প্রবৃত্তি
উঃ [B] চেহারা
WB PRIMARY TET PRACTICE SET

৯) ‘Theory Of Evolution’ -এর প্রবক্তা কে?
[A] ডারউইন
[B] ল্যামার্ক
[C] মেন্ডেল
[D] রুশো
উঃ [A] ডারউইন
১০) নীচের কোনটি শিশু বিকাশের ক্ষেত্রে বংশগতি ও পরিবেশের মধ্যে যে সক্রিয় সম্পর্ক বিদ্যমান তার ইঙ্গিত দেয়?
[A] গতিয় মনোবিদ্যা
[B] শিক্ষা মনোবিদ্যা
[C] অস্বাভাবিক মনোবিদ্যা
[D] স্বাস্থ্য মনোবিদ্যা
উঃ [B] শিক্ষা মনোবিদ্যা
১১) ভাইগটক্সির মতে, শিশুর বিকাশের ফলাফলের থেকেও গুরুত্বপূর্ণ হল কোনটি?
[A] সামাজিক ও সাংস্কৃতিক প্রক্রিয়া
[B] সামাজিক মিথস্ক্রিয়া
[C] সামাজিক প্রক্রিয়া আত্মস্থ করা
[D] সবকটি
উঃ [D] সবকটি
১২) ‘প্রজ্ঞামূলক’ বিকাশের জন্য সার্বিক পরিধি পাওয়া যায় কোন জায়গা থেকে?
[A] খেলার মাঠ
[B] স্কুল এবং শ্রেণিকক্ষের পরিবেশ
[C] অডিটোরিয়াম
[D] গৃহ
উঃ [B] স্কুল এবং শ্রেণিকক্ষের পরিবেশ
১৩) কোন বৈশিষ্ট্যটি বংশগতির ক্ষেত্রে যুক্ত নয়?
[A] চেহারা
[B] হাতের লেখা
[C] লিঙ্গ
[D] শারীরিক ওজন
উঃ [B] হাতের লেখা
১৪) ‘A statistical study of American men of science’ –এর লেখক হলেন,
[A] ক্যাটেল
[B] ব্রুক
[C] মেন্ডেল
[D] ওয়াটসন
উঃ [A] ক্যাটেল
১৫) কোন বৈশিষ্ট্যটি প্রধানত বংশগতি নিয়ন্ত্রিত?
[A] চোখের বর্ণ
[B] সামাজিক কাজে অংশগ্রহণ
[C] বন্ধুদলের প্রতি মনোভাব
[D] চিন্তন প্রক্রিয়া
উঃ [A] চোখের বর্ণ
১৬) কোনটি সামাজিকীকরণের ক্ষেত্রে একটি প্রাথমিক সংস্থা?
[A] কম্পিউটার
[B] বংশগতি
[C] রাজনৈতিক দল
[D] পরিবার
উঃ [D] পরিবার
১৭) কোনটি সামাজিকীকরণ -এর অন্তর্ভুক্ত নয়?
[A] বিশ্বাস এবং মূল্যবোধ অর্জন
[B] বংশগতির মাধ্যমে বৈশিষ্ট্য এবং গুণাবলী সঞ্চালন
[C] সংস্কৃতি, রীতিনীতি, আদবকায়দা শিখন
[D] শিখন দক্ষতা অর্জন
উঃ [B] বংশগতির মাধ্যমে বৈশিষ্ট্য এবং গুণাবলী সঞ্চালন
১৮) ‘অন্যের চোখে নিজেকে দেখা’ (Looking- glass self) শব্দটি কে প্রবর্তন করেন?
[A] জর্জ পেইনি
[B] সি এইচ কুলি
[C] ম্যাকাইভার
[D] কোঁত
উঃ [B] সি এইচ কুলি
১৯) সামাজিকীকরণের মাধ্যমে শিশুর-
[A] রাজনৈতিক চিন্তাভাবনা তৈরি হয়
[B] বোধের সূচনা হয়
[C] বৌদ্ধিক বিকাশ পূর্ণ হয়
[D] সামাজিক মূল্যবোধ তৈরি হয়
উঃ [D] সামাজিক মূল্যবোধ তৈরি হয়
২০) শৈশবকালে গৃহ ও বিদ্যালয় বা অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুর-
[A] সামাজিকীকরণ হয়
[B] শারীরিক বৃদ্ধি হয়
[C] স্মৃতিশক্তির বিকাশ হয়
[D] কোনোটিই নয়
উঃ [A] সামাজিকীকরণ হয়
২১) সামাজিকীকরণে ব্যক্তির গুরুত্বপূর্ণ সময় হলো-
[A] যৌবন
[B] কৈশোর
[C] শৈশব
[D] কোনোটিই নয়
উঃ [C] শৈশব
২২) কোহলবার্গের মতে নৈতিক বিকাশ হলো একপ্রকার-
[A] ইচ্ছা
[B] বুদ্ধি
[C] জ্ঞান
[D] কোনোটিই নয়
উঃ [C] জ্ঞান
২৩) ‘যে পদ্ধতিতে মানব শিশু ক্রমশ সামাজিক পরিবেশে মানুষে পরিণত হয়, তাকে সামাজিকীকরণ বলে।’ -এই উক্তিটি কার?
[A] কিংসলে ডেভিস
[B] লা পেয়ার
[C] ফার্নসাওয়ার্থ
[D] র্যাফল লিটন
উঃ [A] কিংসলে ডেভিস
আরো পড়ুন: Primary TET Exam 2023 English Pedagogy MCQs
২৪) সামাজিকীকরণ একটি ________ প্রক্রিয়ার অঙ্গ।
[A] সামাজিক
[B] মানসিক
[C] সাংস্কৃতিক
[D] রাজনৈতিক
উঃ [A] সামাজিক
২৫) শিশু দল গঠন করে খেলাধুলা শুরু করে কোন স্তরে?
[A] 0- 2 বছর বয়সে
[B] 11- 19 বছর বয়সে
[C] 2- 5 বছর বয়সে
[D] 5- 11 বছর বয়সে
উঃ [D] 5- 11 বছর বয়সে
২৬) কোনটি সামাজিকীকরণের সঙ্গে সম্পর্কযুক্ত?
[A] সামাজিক মূল্যবোধ
[B] চিন্তাভাবনা
[C] বোধোদয়
[D] রাজনীতি
উঃ [A] সামাজিক মূল্যবোধ
২৭) সামাজিক আচরণের মূল ভিত্তি হল-
[A] সামাজিক গোষ্ঠী
[B] সামাজিক সদস্য
[C] বিকাশ
[D] বুদ্ধি
উঃ [A] সামাজিক গোষ্ঠী
২৮) জন্মাবস্থায় শিশু থাকে-
[A] নৈতিক
[B] পরিশ্রমী
[C] স্বাভাবিক
[D] আত্মকেন্দ্রিক
উঃ [D] আত্মকেন্দ্রিক
২৯) সামাজিকীকরণের আঁতুড়ঘর হল-
[A] পরিবার
[B] বিদ্যালয়
[C] সমাজ
[D] সংঘ
উঃ [A] পরিবার
৩০) Law Of Seggregation -এর কথা কে উল্লেখ করেন?
[A] মেন্ডেল
[B] স্টোন
[C] টারম্যান
[D] নিউম্যান
উঃ [A] মেন্ডেল