WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBP Constable Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।
WBP Constable Practice Set 2024
WBP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। 85 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।
WBP Constable Practice Set in Bengali
WBP Constable পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী বাজারের একমাত্র ভরসা যোগ্য বই
WBP Constable Practice Set 14 l Police Constable Suggestive Practice Set
1. নিম্নলিখিত কোন উদ্ভিদের এইচ. এস. কে বা C4 প্রকারের সালোকসংশ্লেষ হয়?
[A] আখ[B] চীনাবাদাম
[C] সূর্যমুখী
[D] আলু
উত্তরঃ [A] আখ
2. বটুলিসম রোগটি নিম্নলিখিত কোন কারণে হয়?
[A] ভাইরাস[B] ব্যাকটেরিয়া
[C] নিমাটোড
[D] ফাঙ্গাস
উত্তরঃ [B] ব্যাকটেরিয়া
3. অচিরাচরিত প্রথায় উৎপন্ন বিদ্যুৎশক্তি হল—
[A] জীবাশ্ম জ্বালানী[B]-নিউক্লিয়ার শক্তি
[C] জৈবশক্তি
[D] উপরের সবকটিই
উত্তরঃ [C] জৈবশক্তি
4. মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হল—
[A] 12 জোড়া[C] জৈবশক্তি
[C] 31
[D] 12
উত্তরঃ [C] জৈবশক্তি
নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী বাজারের একমাত্র ভরসা যোগ্য বই
5. কার্বনের কেলাসাকার অ্যালোট্রপ হল—
[A] হীরে[B] গ্রাফাইট
[C] কয়লা
[D] ফুলারিন
উত্তরঃ [A] হীরে
6. নিম্নলিখিত কোনটি ডি.সি. মোটর -এর গতিকে নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়?
[A] থার্মিস্টোর[B] থাইরিস্টার
[C] থাইরেট্রন
[D] ট্রান্সিস্টর
উত্তরঃ [B] থাইরিস্টার
আরও পড়ুনঃ পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১৩
7. কোন বস্তুর বেগ দ্বিগুন হয় যখন—
[A] এর কাইনেটিক এনার্জি দ্বিগুন হয়[B] এর পোটেনশিয়াল এনার্জি দ্বিগুন হয়
[C] এর ভরবেগ দ্বিগুন হয়
[D] এর ত্বরণ দ্বিগুন হয়
উত্তরঃ [C] এর ভরবেগ দ্বিগুন হয়
8. নিম্নলিখিত কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়?
[A] প্রোটিয়াম[B] ইরিটিয়াম
[C] ডিউটিরিয়াম
[D] ট্রাইটিয়াম
উত্তরঃ [B] ইরিটিয়াম
9. কত খ্রীষ্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসন আরোহন করেন?
[A] 324 খ্রীঃ পূঃ[B] 320 খ্রীঃ পূঃ
[C] 221 খ্রীঃ পূঃ
[D] 220 খ্রীঃ পূঃ
নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী বাজারের একমাত্র ভরসা যোগ্য বই
উত্তরঃ [A] 324 খ্রীঃ পূঃ
10. হর্ষবর্ধনের মৃত্যু হয়েছিল—
[A] 545 খ্রীঃ[B] 547 খ্রীঃ
[C] 645 খ্রীঃ
[D] 647 খ্রীঃ
উত্তরঃ [D] 647 খ্রীঃ