WBP Constable Practice Set 2024:পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষার্থীদের জন্য siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। siksakul-র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBP Constable Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।
WBP Constable Practice Set 2024 l পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট বাংলা
WBP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। 85 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।
WBP Constable Practice Set in Bengali
WBP Constable পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

Table of Contents
WBP Constable Practice Set 2
1. ডেইমাকাস নিম্নের কোন সম্রাটের রাজত্বকালে ভারতে আসেন?
[A] চন্দ্রগুপ্ত মৌর্য [B] বিন্দুসার [C] অশোক [D] কনিষ্কউত্তরঃ [B] বিন্দুসার
2. আইহোল প্রশস্তির রচিত হলেন—
[A] রবিকীর্তি [B] হরিষেণ [C] বিহ্লণ [D] কল্হনউত্তরঃ [A] রবিকীর্তি
3. স্বপ্নবাসবদত্তার রচিত হলেন?
[A] কালিদাস [B] ভাস [C] ভবভূতি [D] রাজশেখরউত্তরঃ [B] ভাস
4. মহম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন?
[A] দৌলতাবাদ [B] কালিঞ্জর [C] কনৌজ [D] লাহোরউত্তরঃ [A] দৌলতাবাদ
5. বাহমনী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত গোয়াকে বিজয়নগর রাজ্যের কোন শাসক অধিকার করে নেন?
[A] প্রথম হরিহর [B] দ্বিতীয় হরিহর [C] দ্বিতীয় বুক্কা [D] দ্বিতীয় দেবরায়উত্তরঃ [B] দ্বিতীয় হরিহর

6. স্যার থমাস রো যিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন তিনি কার দূত ছিলেন?
[A] দ্বিতীয় চার্লস [B] প্রথম জর্জ [C] প্রথম জেমস্ [D] দ্বিতীয় জেমস্উত্তরঃ[C] প্রথম জেমস্
7. ভারত সভা 1876 কোথায় প্রতিষ্ঠা করা হয়েছিল?
[A] কোলকাতা [B] বোম্বাই [C] মাদ্রাজ [D] লন্ডনউত্তরঃ [B] বোম্বাই
8. প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন?
[A] আত্মারাম পান্ডুরঙ্গ [B] তিলক [C] অ্যানি বেসান্ত [D] রাসবিহারী ঘোষউত্তরঃ [A] আত্মারাম পান্ডুরঙ্গ
9. গান্ধীজী কত সালে দক্ষিণ আফ্রিকায় নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন?
[A] 1895 [B] 1894 [C] 1906 [D] 1909উত্তরঃ [B] 1894
10. কোন আন্দোলনের সময় গাড়োয়াল রেজিমেন্টের সেনাগণ বিপ্লবীদের উপর আক্রমণ করতে রাজি হয়নি?
[A] খিলাফৎ আন্দোলন [B] অসহযোগ আন্দোলন [C] আইন অমান্য আন্দোলন [D] ভারত ছাড় আন্দোলনউত্তরঃ [C] আইন অমান্য আন্দোলন

Read Also :
পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট- 0১
প্রাইমারী টেট পরিবেশ বিদ্যার কিছু প্রশ্নোত্তর
আপনি যদি বাংলা কবিতা এবং ছোট গল্প পড়তে আগ্রহী তাহলে এই লিঙ্কে ক্লিক করুন : www.raateralo.com