---Advertisement---

WBP Constable Practice Set in Bengali | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ৭

By Siksakul

Published on:

WBP Constable Practice Set in Bengali
---Advertisement---

পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিলেবাস ভিত্তিক পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট প্রকাশ করা হল আজকের প্রতিবেদনে।

WBP Constable Practice Set in Bengali (WBP Constable Practice Set 2024): পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষার্থীদের জন্য Siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Siksakul -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBP Constable Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

WBP Constable Practice Set 2024

WBP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। 85 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।

WBP Constable Practice Set in Bengali

WBP Constable পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WBP Constable Practice Set 7

1. উদ্ভিদকোষ প্রানীকোষের থেকে কিসের ভিত্তিতে পৃথক?

[A] মাইটোকন্ড্রিয়া
[B] কোষ প্রাচীর
[C] প্রোটপ্লাজমের উপস্থিতি
[D] নিউক্লিয়াস

উত্তরঃ[B] কোষ প্রাচীর

2. নিম্নলিখিত কোনটি শরীরে আগত সংক্রমণকারী রোগ জীবানু থেকে রক্ষার হেতু প্রতিরোধক শক্তি তৈরী করে শরীরকে রোগ মুক্ত রাখে?

[A] লিউকোসাইট
[B] লোহিত রক্ত কণিকা
[C] এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম
[D] গলগি বস্তু

উত্তরঃ[A] লিউকোসাইট

3. ভারতের মধ্যে নতুন রাজ্য সংযোজনের ক্ষমতা কার কাছে রয়েছে?

[A] রাষ্ট্রপতি
[B] সুপ্রিম কোর্ট
[C] প্রধানমন্ত্রী
[D] পার্লামেন্ট

উত্তরঃ[D] পার্লামেন্ট

4. সংখ্যালঘুদের জন্য ন্যাশনাল কমিশন কবে প্রতিষ্ঠিত হয়?

[A] 1980
[B] 1989
[C] 1990
[D] 1993

উত্তরঃ[D] 1993

5. কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক তার রিপোর্ট কার নিকট পেশ করেন?

[A] রাষ্ট্রপতি
[B] পার্লামেন্ট
[C] লোকসভা
[D] রাজ্যসভা

উত্তরঃ[A] রাষ্ট্রপতি

6. ভারতের জাতীয় আয়ের বেশীরভাগ আসে কোন ক্ষেত্র থেকে?

[A] সেবা ক্ষেত্র
[B] কৃষিক্ষেত্র
[C] শিল্প ক্ষেত্র
[D] বাণিজ্য সংস্থা

উত্তরঃ[A] সেবা ক্ষেত্র

7. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি সময়ের পুর্বেই শেষ হয়ে গিয়েছিল?

[A] প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (1951-56)
[B] তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা (1966-71)
[C] ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা (1980 – 85)
[D] পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (1974-79)

উত্তরঃ[D] পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (1974-79)

8. ওয়ার্ল্ড ব্যাংক এর প্রধান অফিস কোথায় অবস্থিত?

[A] ম্যানিলা
[B] ওয়াশিংটন ডি সি
[C] নিউইয়র্ক
[D] জেনেভা

উত্তরঃ[B] ওয়াশিংটন ডি সি

9. কর সংক্রান্ত সংস্কারের জন্য নিচের কোন কমিটি যুক্ত?

[A] নরসিংহম কমিটি
[B] চেলিয়া কমিটি
[C] গ্যাডগিল কমিটি
[D] কেলকার কমিটি

উত্তরঃ[B] চেলিয়া কমিটি

10. কোয়াডা নিউক্লিয়ার পার্ক কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে?

[A] রাজস্থান
[B] উত্তর প্রদেশ
[C] অন্ধ্রপ্রদেশ
[D] কর্ণাটক

উত্তরঃ[C] অন্ধ্রপ্রদেশ

Also Read:
---Advertisement---

Related Post

D.El.Ed Child Study Exam Preparation: Complete Set of Important Short Questions (2-Mark Based) l D.El.Ed. 2024-26 শিশু অধ্যয়ন: গুরুত্বপূর্ণ ২ নম্বর প্রশ্নোত্তর

D.El.Ed Child Study Exam Preparation: প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকপ্রার্থী যারা D.El.Ed 2024-26 কোর্সে ভর্তি হয়েছেন, তাদের জন্য শিশু অধ্যয়ন (Child Study) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি ...

✅ Important Events in Indian History l ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা সমূহ

Important Events in Indian History: ভারতের ইতিহাস হাজার বছরের গৌরবময় ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ঘটনায় ভরা (Indian Historical events List)। প্রতিটি ঘটনা আমাদের সভ্যতার বিকাশ ...

WB Primary TET Practice Set 09 | Primary TET 2025 Bengali Pedagogy | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট ০৯

WB Primary TET Practice Set 09: স্বাগতম Siksakul ব্লগে। আপনি যদি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমাদের এই ব্লগটি বিশেষভাবে প্রস্তুত ...

Primary TET 2025 Bengali Pedagogy Part 08 l TET CTET Bengali Pedagogy l প্রাইমারি টেট 2025 বাংলা পেডাগগি MCQ প্রশ্নোত্তর

Primary Upper Primary TET 2025 Bengali Pedagogy Part 08: শিক্ষক নিয়োগ পরীক্ষায় সফল হতে Primary TET 2025 Bengali Pedagogy, Upper Primary TET Bengali Pedagogy এবং CTET Bengali Pedagogy একটি গুরুত্বপূর্ণ অংশ। ...

Leave a Comment