---Advertisement---

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১০

By Siksakul

Published on:

WBP Constable Practice Set in Bengali
---Advertisement---

WBP Constable Practice Set in Bengali (WBP Constable Practice Set 2024): পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBP Constable Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

WBP Constable Practice Set 2024

WBP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। 85 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।

WBP Constable Practice Set in Bengali

WBP Constable পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WBP Constable Practice Set 10

1. ‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্যের রচয়িতা কে?

(A) গিরিশ চন্দ্র ঘোষ
(B) মাইকেল মধুসূদন দত্ত
(C) রবীন্দ্রনাথ ঠাকুর
(D) উৎপল দত্ত

উত্তরঃ(C) রবীন্দ্রনাথ ঠাকুর

2. রুমটেক মনেস্ট্রি অবস্থিত—

(A) সিকিমে
(C) জম্মু-কাশ্মীরে
(B) হিমাচল প্রদেশে
(D) তিব্বতে

উত্তরঃ(A) সিকিম

3. কে তাঁর বাবার অভিযানের সময়ে সামরিক শিবিরে জন্মগ্রহণ করেছিলেন?

(A) ভোজ পারমর
(B) ধর্মপাল
(C) অমোঘবর্ষ
(D) দ্বিতীয় নাগাভট্ট

উত্তরঃ(C) অমোঘবর্ষ

4. চীনা পর্যটক হিউয়েন সাং কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন?

(A) তক্ষশিলা
(B) বিক্রমশিলা
(C) মগধ
(D) নালন্দা

উত্তরঃ(D) নালন্দা

5. ‘বু ওয়াটার পলিসি’-র সঙ্গে সংযুক্ত কে?

(A) ডি আলমিডা
(B) আলবুকার্ক
(C) ডুপ্লেক্স
(D) রবার্ট ক্লাইভ

উত্তরঃ(A) ডি আলমিডা

6. টিপু সুলতানের বিরুদ্ধে ত্রিশক্তি জোট কোন গভর্ণর জেনারেল গড়েছিলেন?

(A) ওয়ারেন হেস্টিংস
(B) লর্ড কর্ণওয়ালিস
(C) লর্ড ওয়েলেসলি
(D) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তরঃ(B) লর্ড কর্ণওয়ালিস

7. কাকে ‘স্বর্গ থেকে আসা’ জেনারেল বলা হতো?

(A) লর্ড কর্ণওয়ালিস
(C) ফ্র্যাঙ্কোইস ডুপ্লেক্স
(B) লর্ড ক্লাইভ
(D) লর্ড হেস্টিংস

উত্তরঃ(B) লর্ড ক্লাইভ

8. 1802 সালে বেসিনের চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয়েছিল?

(A) ইংরেজ ও প্রথম বাজীরাও
(B) ইংরেজ ও দ্বিতীয় বাজীরাও
(C) ইংরেজ ও রঞ্জিত সিং
(D) ইংরেজ ও মারাঠা

উত্তরঃ(B) ইংরেজ ও দ্বিতীয় বাজীরাও

9. ভারতে প্রথম রেললাইন পাতা হয় কার আমলে?

(A) লর্ড কার্জন
(B) লর্ড লিটন
(C) লর্ড ডালহৌসি
(D) লর্ড ওয়েলেসলি

উত্তরঃ(D) লর্ড ওয়েলেসলি

10. ভারতীয় ‘প্রত্নতত্ত্বের জনক’ কাকে বলা হয়?

(A) জন মার্শাল
(B) লর্ড শোর
(C) লর্ড অ্যালেনবরো
(D) আলেকজান্ডার কানিংহাম

উত্তরঃ(D) আলেকজান্ডার কানিংহাম

আরো পড়ুন:
---Advertisement---

Related Post

WBP 2025 Reasoning Practice Set 01 l WBP 2025 Reasoning Practice Set in Bengali – The Unlimited Masterstroke

WBP 2025 Reasoning Practice Set 01: রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির প্রস্তুতির জন্য Reasoning (যুক্তি ও বিশ্লেষণমূলক দক্ষতা) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি WBP Constable, WBP SI, ...

🧠 RRB NTPC 2025 Reasoning Practice Set 04 – The Ultimate Brain-Booster!

RRB NTPC 2025 Reasoning Practice Set 04: Are you preparing for the RRB NTPC 2025 exam and feeling stuck with reasoning questions? Don’t worry — you’re not alone! Reasoning is one of the most crucial ...

🧠 RRB NTPC 2025 Reasoning Practice Set 03 – The Ultimate Brain-Booster!

RRB NTPC 2025 Reasoning Practice Set 03: Are you preparing for the RRB NTPC 2025 exam and feeling stuck with reasoning questions? Don’t worry — you’re not alone! Reasoning is one of the most crucial ...

🧠 RRB NTPC 2025 Reasoning Practice Set 02 – The Ultimate Brain-Booster!

RRB NTPC 2025 Reasoning Practice Set 02: Are you preparing for the RRB NTPC 2025 exam and feeling stuck with reasoning questions? Don’t worry — you’re not alone! Reasoning is one of the most crucial ...

Leave a Comment