---Advertisement---

WBPSC Clerkship Model Question Paper 2024 PDF l WBPSC ক্লার্কশিপ মডেল প্রশ্নপত্র l পি এস সি ক্লার্কশিপ মডেল প্রশ্নপত্র PDF

By Siksakul

Updated on:

WBPSC Clerkship Model Question Paper
---Advertisement---

সুপ্রিয় বন্ধুরা,

আজকের পোস্টে WBPSC Clerkship Model Question Paper 2024 PDF | পিএসসি ক্লার্কশিপ মডেল প্রশ্নপত্র PDF টি শেয়ার করলাম। যেটিতে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন প্রকাশিত ক্লার্কশিপ প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস অনুযায়ী ৪০টি জেনারেল স্টাডিজ, ৩০টি ইংরেজি ও ৩০টি পাটিগণিত প্রশ্ন দেওয়া আছে এবং এটি সম্পূর্ণ ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্নপত্রের ধাঁচে প্রস্তুত করা হয়েছে।

এছাড়াও এই প্রশ্নপত্রের সঙ্গে অ্যানসার কি দেওয়া আছে। আপনারা পরীক্ষার মতো করে এই প্রশ্নপত্রটি ব্যবহার করুন, যাতে করে আপনারা নিজেরাই নিজেদের প্রস্তুতিকে সঠিকভাবে যাচাই করে নিতে পারেন। সুতরাং সময় নষ্ট না করে নীচ থেকে পিএসসি ক্লার্কশিপ মডেল প্রশ্নপত্র/প্র্যাকটিস সেটটি সংগ্রহ করে নিন।

WBPSC Clerkship Model Question Paper 2024 PDF l WBPSC Clerkship Preliminary Model Question Paper 2024 PDF

1. কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি?

(A) সোডিয়াম কার্বনেট

(B) ক্যালসিয়াম কার্বনেট

(C) সোডিয়াম বাই কার্বনেট

(D) সোডিয়াম হাইড্রক্সাইড

2. কোন আন্দোলনের শুরুতে গান্ধিজি “করেঙ্গে ইয়া মরেঙ্গে”-এর ডাক দিয়েছিলেন?

(A) খিলাফত আন্দোলন

(B) নৌ বিদ্রোহ

(C) ভারত ছাড়ো আন্দোলন

(D) দলিত-হরিজন আন্দোলন

3. কোন সংবাদপত্রে ‘বয়কট’ সর্বপ্রথম ঘোষিত হয়?

(A) সঞ্জীবনী

(B) যুগান্তর

(C) অমৃতবাজার

(D) হিতাবাদী

4. টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়?

(A) অতিবেগুনী রশ্মি

(B) অবলোহিত রশ্মি

(C) এক্স রশ্মি

(D) মাইক্রো তরঙ্গ

5. ভারতের কোন রাজ্যটি শিল্পগত দিক দিয়ে সবচেয়ে বেশি উন্নত?

(A) গুজরাট

(B) মহারাষ্ট্র

(C) পাঞ্জাব

(D) তামিলনাড়ু

পি এস সি ক্লার্কশিপ মডেল প্রশ্নপত্র PDF

6. রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি প্রয়োজন হয়-

(A) জাতীয় স্বার্থে

(B) সংশ্লিষ্ট রাজ্যের স্বার্থে

(C) শিক্ষা ও সামাজিক সুযোগ-সুবিধার বিষয়ে তুলনামূলকভাবে অনুন্নত সম্প্রদায়ের স্বার্থে

(D) সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থে

7. ত্রিপুরা রাজ্যের রাজধানীর নাম কি?

(A) আগরতলা

(B) দেরাদুন

(C) কোহিমা

(D) গান্ধীনগর

৪. পরমাণুর নিউক্লিয়াসের আকার কোন এককে প্রকাশ করা হয়?

(A) ফার্মি

(B) নিউটন

(C) মাইক্রোমিটার

(D) টেসলা

9. দীন-ই-ইলাহি কে প্রবর্তন করেন?

(A) আকবর

(B) মহম্মদ বিন তুঘলক

(C) ফিরোজ শাহ তুঘলক

(D) বাবর

WBPSC Clerkship Preliminary Model Question Paper

10. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

(A) আনাইমুদি

(B) সারামতী

(C) কাঞ্চনজঙ্গনা

(D) নকরেক

WBPSC ক্লার্কশিপ মডেল প্রশ্নপত্র

WBPSC Clerkship Preliminary Model Question Paper 2024 PDF ফাইলটি নিচে দেওয়া হলোl

WBPSC Clerkship Preliminary Model Question Paper এর Answer Key Download করতে নিচে ক্লিক করুন

বিঃ দ্রঃ [ Answer Key পিডিএফ ফাইলটি কলম ব্লগ থেকে নেওয়া হয়েছে ]

আপনি কি বাংলা কবিতা পড়তে ভালোবাসেন, তাহলে এই লিঙ্কে ক্লিক করুন : www.raateralo.com

---Advertisement---

Related Post

Primary TET EVS Practice Set 11 l প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট ১১: পরিবেশ বিদ্যা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Primary TET EVS Practice Set 11: প্রাইমারি টেট ২০২৫ পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য পরিবেশ বিদ্যা (EVS) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই ব্লগে আমরা প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর, ...

List of Famous Discoveries and Inventors 2025 l আবিষ্কার ও আবিষ্কারক – প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য

Famous Discoveries and Inventors: বিজ্ঞান ও প্রযুক্তি জগতে যেসব বিখ্যাত আবিষ্কার হয়েছে এবং যাঁরা এসব আবিষ্কার করেছেন, তাঁদের সম্পর্কে জানা প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্লগে ...

The Fly by Katherine Mansfield – 30 One-Sentence Questions and Answers l WB SLST English 2025 (Corrected for 2nd WB SLST)

The Fly by Katherine Mansfield: WB SLST English 2025 পরীক্ষার প্রস্তুতিতে ‘The Fly by Katherine Mansfield’ অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে নানা ধরনের প্রশ্ন এসেছে, ...

Araby by James Joyce for WB SLST English 2025 – 30 Model One-Liner Questions with Correct Answers (Corrected for 2nd WB SLST)

Araby by James Joyce for WB SLST English 2025: আপনি যদি WB SLST English 2025 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই ব্লগটি আপনার জন্য বিশেষভাবে উপযোগী। বিশেষ করে ...

Leave a Comment