---Advertisement---

WBPSC Clerkship Model Question Paper 2024 PDF l WBPSC ক্লার্কশিপ মডেল প্রশ্নপত্র l পি এস সি ক্লার্কশিপ মডেল প্রশ্নপত্র PDF

By Siksakul

Updated on:

WBPSC Clerkship Model Question Paper
---Advertisement---

সুপ্রিয় বন্ধুরা,

আজকের পোস্টে WBPSC Clerkship Model Question Paper 2024 PDF | পিএসসি ক্লার্কশিপ মডেল প্রশ্নপত্র PDF টি শেয়ার করলাম। যেটিতে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন প্রকাশিত ক্লার্কশিপ প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস অনুযায়ী ৪০টি জেনারেল স্টাডিজ, ৩০টি ইংরেজি ও ৩০টি পাটিগণিত প্রশ্ন দেওয়া আছে এবং এটি সম্পূর্ণ ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্নপত্রের ধাঁচে প্রস্তুত করা হয়েছে।

এছাড়াও এই প্রশ্নপত্রের সঙ্গে অ্যানসার কি দেওয়া আছে। আপনারা পরীক্ষার মতো করে এই প্রশ্নপত্রটি ব্যবহার করুন, যাতে করে আপনারা নিজেরাই নিজেদের প্রস্তুতিকে সঠিকভাবে যাচাই করে নিতে পারেন। সুতরাং সময় নষ্ট না করে নীচ থেকে পিএসসি ক্লার্কশিপ মডেল প্রশ্নপত্র/প্র্যাকটিস সেটটি সংগ্রহ করে নিন।

WBPSC Clerkship Model Question Paper 2024 PDF l WBPSC Clerkship Preliminary Model Question Paper 2024 PDF

1. কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি?

(A) সোডিয়াম কার্বনেট

(B) ক্যালসিয়াম কার্বনেট

(C) সোডিয়াম বাই কার্বনেট

(D) সোডিয়াম হাইড্রক্সাইড

2. কোন আন্দোলনের শুরুতে গান্ধিজি “করেঙ্গে ইয়া মরেঙ্গে”-এর ডাক দিয়েছিলেন?

(A) খিলাফত আন্দোলন

(B) নৌ বিদ্রোহ

(C) ভারত ছাড়ো আন্দোলন

(D) দলিত-হরিজন আন্দোলন

3. কোন সংবাদপত্রে ‘বয়কট’ সর্বপ্রথম ঘোষিত হয়?

(A) সঞ্জীবনী

(B) যুগান্তর

(C) অমৃতবাজার

(D) হিতাবাদী

4. টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়?

(A) অতিবেগুনী রশ্মি

(B) অবলোহিত রশ্মি

(C) এক্স রশ্মি

(D) মাইক্রো তরঙ্গ

5. ভারতের কোন রাজ্যটি শিল্পগত দিক দিয়ে সবচেয়ে বেশি উন্নত?

(A) গুজরাট

(B) মহারাষ্ট্র

(C) পাঞ্জাব

(D) তামিলনাড়ু

পি এস সি ক্লার্কশিপ মডেল প্রশ্নপত্র PDF

6. রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি প্রয়োজন হয়-

(A) জাতীয় স্বার্থে

(B) সংশ্লিষ্ট রাজ্যের স্বার্থে

(C) শিক্ষা ও সামাজিক সুযোগ-সুবিধার বিষয়ে তুলনামূলকভাবে অনুন্নত সম্প্রদায়ের স্বার্থে

(D) সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থে

7. ত্রিপুরা রাজ্যের রাজধানীর নাম কি?

(A) আগরতলা

(B) দেরাদুন

(C) কোহিমা

(D) গান্ধীনগর

৪. পরমাণুর নিউক্লিয়াসের আকার কোন এককে প্রকাশ করা হয়?

(A) ফার্মি

(B) নিউটন

(C) মাইক্রোমিটার

(D) টেসলা

9. দীন-ই-ইলাহি কে প্রবর্তন করেন?

(A) আকবর

(B) মহম্মদ বিন তুঘলক

(C) ফিরোজ শাহ তুঘলক

(D) বাবর

WBPSC Clerkship Preliminary Model Question Paper

10. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

(A) আনাইমুদি

(B) সারামতী

(C) কাঞ্চনজঙ্গনা

(D) নকরেক

WBPSC ক্লার্কশিপ মডেল প্রশ্নপত্র

WBPSC Clerkship Preliminary Model Question Paper 2024 PDF ফাইলটি নিচে দেওয়া হলোl

WBPSC Clerkship Preliminary Model Question Paper এর Answer Key Download করতে নিচে ক্লিক করুন

বিঃ দ্রঃ [ Answer Key পিডিএফ ফাইলটি কলম ব্লগ থেকে নেওয়া হয়েছে ]

আপনি কি বাংলা কবিতা পড়তে ভালোবাসেন, তাহলে এই লিঙ্কে ক্লিক করুন : www.raateralo.com

---Advertisement---

Related Post

📚 Primary TET English Practice Set 02

📝 WB Primary TET 2025 পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ MCQ স্বাগতম Siksakul ব্লগে!আপনি যদি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা (WB Primary TET 2025) এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনি ...

📘 Primary TET 2025 English Practice Set 01 l প্রাইমারি টেট 2025 ইংরেজি প্র্যাকটিস সেট ০১

Primary TET 2025 English Practice Set 01: স্বাগতম Siksakul ব্লগে। আপনি যদি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমাদের ...

History of Ancient India: 100 MCQs on Harappan and Vedic Periods l প্রাচীন ভারতের ইতিহাস: হরপ্পা ও বৈদিক যুগের ওপর ১০০টি MCQ

📚 প্রাচীন ভারতের ইতিহাস: হরপ্পা ও বৈদিক যুগের ওপর ১০০টি MCQ | Must-Solve for WBCS, SSC, RRB Aspirants 🏛️ প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইতিহাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে ...

🚆 RRB NTPC Previous Year Questions and Answers | Year-wise Compilation

RRB NTPC Previous Year Questions and Answers: Master your preparation for the RRB NTPC exam with this handpicked collection of previous year questions. These questions are compiled year-wise, ...

Leave a Comment