শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ব (Child Psychology and Pedagogy) সম্পর্কে আমাদের জ্ঞানগর্ভ ব্লগে আপনাকে স্বাগতম। এই ব্লগে, আমরা শিশুদের মানসিক উন্নয়ন এবং শিক্ষণ পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব।
1. প্রাচীনকালে শিক্ষার মূল লক্ষ্য কী ছিল ?
উ : জ্ঞান অর্জন করা ।
2. প্রাচীনকালের শিক্ষার্থীদের কোন চর্চার উপর গুরুত্ব দেওয়া হত ?
উ : বৌদ্ধিক চর্চা ।
3. বর্তমানে শিক্ষার লক্ষ্য কী ?
উ : শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশসাধন ।
4. অতিরিক্ত কার্যাবলি বলতে কী বােঝেন ?
উ : পাঠক্রম – বহির্ভূত কার্যাবলি ।
5. সর্বাঙ্গীণ বিকাশ বলতে কোন কোন বিকাশকে বােঝায় ?
উ: দৈহিক , মানসিক , সামাজিক , ক্ষোভিক , নৈতিক ও আধ্যাত্মিক বিকাশ ।
6. ব্রতচারী ও এন.সি.সি , কোন ধরনের বিকাশে সহায়তা করে ?
উ : শারীরিক বিকাশে ।
7. গানবাজনা , আবৃত্তি , অভিনয় , বিতর্ক কী ধরনের বিকাশে সহায়তা করে ?
উ: মানসিক বিকাশে ।
Child Psychology and Pedagogy l শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ব
8. শৃঙ্খলা গঠনে সহায়তা করে এমন দুটি সহপাঠক্রমিক কাজের নাম লিখুন ।
উ : ব্রতচারী ও এন.সি.সি .।
9. বিদ্যালয়ে ‘ সেন্ট জনস অ্যাম্বুলেন্স কোর ’ ছাত্র – ছাত্রীদের কোন ধরনের মনােভাব গড়ে তােলে ?
উ : সামাজিক – সেবামূলক মনােভাব ।
10. “ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত উদ্দীপক শিশুকে উদ্দীপিত করে তাদের সমষ্টি হল পরিবেশ ” —এই উক্তিটি কার ।
উ : মনােবিদ স্টোনের ।
11. পৃথিবীর সমস্ত সমাজে মনের ভাব প্রকাশ করা হয় কীসের মাধ্যমে ?
উ: ভাষা ।
12. জাতীয় সাক্ষরতা মিশন(NLM) কবে স্থাপিত হয় ?
উ : ১৯৮৮ খ্রিস্টাব্দের ৫ ই মে ।
13. ভারত সরকারের দ্বারা গৃহীত নিরক্ষরতা দূরীকরণের একটি কর্মসূচির নাম লিখুন ।
উ: জাতীয় সাক্ষরতা মিশন ।
14. পশ্চিমবঙ্গে কবে থেকে সাক্ষরতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে ?
উ: ১৯৯০ খ্রিস্টাব্দের ৮ সেপ্টেম্বর থেকে ।
15. জাতীয় সাক্ষরতা অভিযানে কত বছর বয়সি লােকদের অন্তর্ভূক্ত করা হয়েছে ?
উ : ১৫ থেকে ৫০ বছর বয়সি লােকদের ।
16. 3 Rs ‘ কী ?
উ : Reading ( পঠন ) , Writing ( লিখন ) এবং Arithmetic . ( গণিত ) ।
17. শিক্ষা ’ শব্দটি সংস্কৃত কোন ধাতু থেকে এসেছে ?
উ: ‘ শাস্ ’ ধাতু ।
18. “ বিদ্যা ’ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী ? ?
19. এডুকেয়ার ’ ( Educare ) কথার অর্থ কী ?
উ : লালনপালন করা , পরিচর্যা করা ।
20. “ এডুসিয়ার ’ ( Educere ) কথার অর্থ কী ?
উ: নির্দেশনা দান করা , নিষ্কাশন করা ।
21. ‘এডুকেটাম ‘ ( Educatun ) শব্দের অর্থ কী ?
উ: শিক্ষাদানের কাজ ।
22. ‘ স্বর্ণকণিকা – শূন্য – ভাণ্ডার তত্ত্বের অপর নাম কী ?
উ: আহরণ মতবাদ ।
23. ‘ সা বিদ্যা যা বিয়ে ‘ — কথাটির অর্থ কী ?
উ: যা মানুষকে মুক্তিলাভে সহায়তা করে , সেই হল বিদ্যা ।
24. কৌটিল্যের মতে শিক্ষার অর্থ কী ?
উ : দেশমাতৃকার সেবার জন্য প্রশিক্ষণ এবং জাতির প্রতি প্রীতি ।