আপনি কি Primary TET 2023 (WB Primary TET Exam 2023) পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Siksakul আপনার জন্য নিয়ে এসেছে Primary TET EVS Practice Set (Primary TET EVS Practice Set – 08) যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Siksakul দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে, প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2023 পরীক্ষার্থীদের জন্য Siksakul এর এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
Primary TET EVS Practice Set – 08 | WB Primary TET Exam 2023

১) পৃথিবীতে কি থাকার জন্য পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটেছে?
[A] বায়ুমণ্ডল
[B] শিলামন্ডল
[C] বারিমন্ডল
[D] জীবমন্ডল
উঃ [C] বারিমন্ডল
২) পৃথিবীর পরিবেশের বয়স আনুমানিক কত বছর?
[A] 150 কোটি
[B] 450 কোটি
[C] 650 কোটি
[D] 700 কোটি
উঃ [B] 450 কোটি
৩) কোনটি প্রাকৃতিক ও জৈব পরিবেশের উপাদান নয়?
[A] উদ্ভিদ
[B] জীবজন্তু
[C] জল
[D] সংস্কৃতি
উঃ [D] সংস্কৃতি
৪) সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
[A] শনি
[B] মঙ্গল
[C] বৃহস্পতি
[D] পৃথিবী
উঃ [C] বৃহস্পতি
৫) জীবাশ্ম পাঠ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?
[A] প্যালিনোলজি
[B] পালিওনটোলজি
[C] জেরোনটোলজি
[D] ডিওনটোলজি
উঃ [B] পালিওনটোলজি
৬) আগুন নেভানোর কাজে কোন গ্যাস ব্যবহার করা হয়?
[A] CO2
[B] O2
[C] N2
[D] H2
উঃ [A] CO2
৭) জীবের শ্বসনে কোন গ্যাস কাজে লাগে?
[A] CO2
[B] O2
[C] N2
[D] H2
উঃ [B] O2
৮) কোন গ্যাস তাপ শোষণ করে বিশ্ব উষ্ণায়নে সাহায্য করে?
[A] কার্বন-ডাই-অক্সাইড
[B] অক্সিজেন
[C] নাইট্রোজেন
[D] হাইড্রোজেন
উঃ [A] কার্বন-ডাই-অক্সাইড
৯) বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রভা দেখা যায়?
[A] ট্রপোস্ফিয়ার
[B] স্ট্র্যাটোস্ফিয়ার
[C] মেসোস্ফিয়ার
[D] আয়নোস্ফিয়ার
উঃ [D] আয়নোস্ফিয়ার
১০) বায়ুমণ্ডলের শীতলতম স্থান কোনটি?
[A] মেসোপজ
[B] ট্রপোপজ
[C] স্ট্র্যাটোপজ
[D] এরোপজ
উঃ [A] মেসোপজ

১১) বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহের একককে কি বলে?
[A] কিলোক্যালোরি
[B] কিলোওয়াট
[C] কিলোভোল্ট
[D] অ্যামপিয়ার
উঃ [A] কিলোক্যালোরি
১২) স্বর্ণলতা হল একপ্রকার-
[A] মৃতজীবী জীব
[B] যৌগজীবী জীব
[C] পরজীবী জীব
[D] আলোকজীবী জীব
উঃ [C] পরজীবী জীব
১৩) মানুষ হল-
[A] মৃতজীবী জীব
[B] জৈব যৌগজীবী জীব
[C] পরজীবী জীব
[D] আলোকজীবী জীব
উঃ [B] জৈব যৌগজীবী জীব
১৪) সালোকসংশ্লেষের সময় সবুজ উদ্ভিদ সূর্যালোকের কোন কণা শোষণ করে?
[A] জেনন
[B] চিরন
[C] ফোটন
[D] নিউটন
উঃ [C] ফোটন
১৫) কলশপত্রী গাছ কোথায় দেখা যায়?
[A] থর মরুভূমি
[B] পশ্চিমঘাট পর্বতাঞ্চল
[C] উত্তর-পূর্ব ভারত
[D] সুন্দরবন
উঃ [C] উত্তর-পূর্ব ভারত