---Advertisement---

PSC Clerkship or Food SI GK Practice Set – 4 || পিএসসি ক্লার্কশিপ ও ফুড এস আই জিকে প্র্যাকটিস সেট – ৪

By Siksakul

Updated on:

PSC Clerkship or Food SI GK
---Advertisement---

আপন কি কোনো সরকারি চাকরির পরীক্ষার্থী? তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন. কেননা আমরা এখানে সকল সরকারি চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু (PSC Clerkship or Food SI GK) সাধারণ জ্ঞান এর প্রশ্ন উত্তর দেওয়া হলো, যা আপনাদের অনেকটা সহায়তা করবে.

PSC Clerkship or Food SI GK Practice Set l WB Food SI & Primary TET GK

1. ভারতীয় নৌসেনা দিবস পালন করা হয় কবে?:- ৪ঠা ডিসেম্বর।

2. Jimmy George Award জিতল কোন লং জাম্পার?:- মুরালি শ্রীশংকর।

3. কোথায় 10000তম জান ঔষধি সেন্টারটি উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি?:- দেওঘর।

4. সর্বোচ্চ ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন ইসরোর কোন বিজ্ঞানী?:-ভি.আর. ললিথাম্বিকা।

5. আর. বৈশালী ভারতের কততম মহিলা দাবা গ্র্যান্ডমাস্টার হলো?:-তৃতীয়।

6. আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে?:- ম্যাক্স প্লাঙ্ক।

7. নংক্রেম কোন রাজ্যের প্রচলিত নৃত্য?:-মেঘালয়।

8. তিলাইয়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত?:- বরাকর।

9. কম্পিউটার সাইন্সের জনক কাকে বলা হয়?:- অ্যালান টুরিং।

10. কত সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়?:-১৯০৪ সালে।

11. সকলোত্তরপথনাথ উপাধি কে পান?:- হর্ষবর্ধন।

12. জিয়াউদ্দিন বরণী কার সভাকবি ছিলেন?:- ফিরোজ শাহ তুঘলক।

13. ভারতীয় জাতীয়তাবাদী সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়?:- ১৮৮৩ সালে।

14. ভারতীয় জাতীয়তাবাদী সমাজ কে প্রতিষ্ঠা করে?:-শিশিরচন্দ্র বসু।

15. ভারতের কোন স্থান চরুটের জন্য বিখ্যাত?:-ডিন্ডিগুল।

16. নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসিদের সাথে যুক্ত ছিলেন?
A) হায়দার আলি।
B) সফদার দুর্গ।
C) মীর কাসিম।
D) টিপু সুলতান।
উঃ-D) টিপু সুলতান।

আরও পড়ুন:- wb primary tet evs practice set part 5 

17. পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্লান্টটি কোথায় অবস্থিত?:- ফারাক্কা।

18. কে ‘খালসা’ প্রবর্তন করেন?:-গুরু গোবিন্দ সিং।

19. আপিক্কো আন্দোলনের নেতৃত্ব দেন কে?:- সিরসির পান্ডুরাও হেগড়ে।

20. শব্দের বেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে?:- কঠিনে।

21. লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কত দিন?:- ১২০ দিন।

22. “I do what I do” বইটির লেখক কে?:- রঘুরাম জি রাজন।

23. পেশির ক্লান্তির জন্য দায়ী কোন কেমিক্যাল?:- ল্যাকটিক অ্যাসিড।

24. খাদ্য ও কৃষিসংস্থা (সম্মিলিত জাতিপুঞ্জ) প্রতিবছর ৫ই ডিসেম্বরকে কি বিশেষ দিন হিসেবে পালন করে?:- বিশ্ব ভূমি দিবস।

25. কে ‘নিউ ল্যাম্পস ফর ওল্ড’ এই শিরোনামে কতগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গত ভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেন?:- অরবিন্দ ঘোষ।

26. বর্ধমান মহাবীরের জন্ম কোথায় হয়েছিল?:- কুন্দগ্রাম।

27. ১৯৪২ সালের ভারতছাড়ো আন্দোলন কে ব্যাখ্যা করেন কে এই বলে “by far the most serious rebellion since 1857”?:- ভাইসরয় লর্ড লিনলিথগো।

28. মুর্শিদাবাদ জেলাকে দু’ভাগে ভাগ করেছে কোন নদী?:- ভাগীরথী নদী।

29. সিকিম কবে ভারতের full-fledged রাজ্য ঘোষিত হয়?:- ১৯৭৫ খ্রিস্টাব্দে।

30. স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?:- জে.বি.কৃপালিনী।

31. মানুষের দুধ দাঁতের সংখ্যা কতগুলি?:- ২০টি।

32. নিম্নলিখিত অফিস গুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানের রাখা হয়নি?
A) রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান।
B) লোকসভার ডেপুটি স্পিকার।
C) রাজ্য আইনসভার ডেপুটি স্পিকার।
D) ডেপুটি প্রাইম মিনিস্টার।
উঃ-D) ডেপুটি প্রাইম মিনিস্টার।

33. কংগ্রেসকে ‘আণুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ’ বলে কে সমালোচনা করেছিলেন?:- লর্ড ডাফরিন।

34. ১০০ ml বিশুদ্ধ রক্ত কত পরিমান অক্সিজেন গ্রহণ করতে পারে?:- ২০ml.

35. Ombudsman প্রতিষ্ঠান-এর সূত্রপাত হয় কোথায়?:- সুইডেন-এ।

36. কোন নদী উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত?:- কাবেরী।

37. “ব্রেন ফিভার” সৃষ্টিকারী জীবাণু কোনটি?:- জাপানি এনকেফেলাইটিস ভাইরাস।

38. কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্তজমাট বাঁধে না?:- হেপারিন।

39. শ্রেণী বিন্যাসের জনক কাকে বলা হয়?:- ক্যারোলাস লিনিয়াস।

40. কোন নদীর উপর ‘পং’ বাঁধটি গড়ে উঠেছে?:- বিপাশা।

1. Bombay Stock Exchange (BSE)-এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত কে হলেন?:- প্রোমোদ আগ্রাবাল।

2. FIFA Club World Cup 2023 জিতল কোন ক্লাব?:- Manchester City.

3. 2023 SASTRA Ramanujan Award জিতলেন কে?:- Ruixiang Zhang.

4. National Energy Conservation Award 2023 -এ প্রথম স্থান পেল কোন রাজ্য?:-কর্ণাটক।

5. আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে?:- ম্যাক্স প্লাঙ্ক।

6. নংক্রেম কোন রাজ্যের প্রচলিত নৃত্য?:- মেঘালয়।

7. তিলাইয়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত?:- বরাকর।

8. বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয় কবে?:- ৫ ডিসেম্বর।

9. Indian Council of Forestry Research Education(ICFRE)-এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে?:- কাঞ্চন দেবী।

10. সাম্প্রতিক ঘূর্ণিঝড় “মিগজাউম”-এর নামকরণ করেছে কোন দেশ?:-মায়ানমার।

11. “Sports Leader of the Year 2023” অ্যাওয়ার্ড পেলেন কে?:-শুবমান গিল।

আরও পড়ুন:- জিকে প্র্যাকটিস সেট ১

12. ‘Funeral for a Demon’ শিরোনামে ছোট গল্পের জন্য প্রথম Deodar Prize পেলেন কে?:- শ্রীবিদ্যা তাদেপল্লী।

13. শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত?:- কাবেরী।

14. রামায়ণকে ফারসি ভাষায় অনুবাদ করেছেন কে?:- বদাউনি।

15. কোন মাটিতে সবচেয়ে বেশি খনিজ পদার্থ থাকে?:- কৃষ্ণ মৃত্তিকা।

16. L.P.G কিসের মিশ্রণ?:- প্রোপেন ও বিউটেন।

17. চেঙ্গিস খান ভারত আক্রমণ করে কত সালে?:- ১২২১ সালে।

18. দিল্লির কোন সুলতান পোলো খেলতে গিয়ে মারা যান?:- কুতুবউদ্দিন আইবক।

19. জাপানি এন্কেপেলাইটিস রোগটি কোনটির দ্বারা সৃষ্টি?:- ভাইরাস দ্বারা সৃষ্ট।

20. জলে কিছু লবণ মেশানো হল। নতুন দ্রবণের স্ফুটনাঙ্ক কি হবে?:- বৃদ্ধি পাবে।

21. আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?:- মাউন্ট ভিনসন ম্যাসিফ।

22. সালমান রুশদির লেখা বই গুলো হল:- শেম, স্যাটানিক ভার্সেস, মিডনাইট চিল্ড্রেন।

23. কোন শহরে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়?:- নিউ দিল্লি।

24. উবের কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত?:- ব্যাডমিন্টন।

25. কোন ক্ষেত্রে বি সি রায় পুরস্কার দেওয়া হয়?:- চিকিৎসা ক্ষেত্রে।

26. প্রথম কোন বাঙালি ভারতের স্থল বাহিনীর প্রধান হয়েছিলেন?:- জেনারেল শংকর রায় চৌধুরী।

27. আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?:- দ্য হেগ।

28. কোন খেলায় ব্যবহৃত বল ডিম্বাকার হয়?:- রাগবি।

29. দিব্যেন্দু বড়ুয়া কোন খেলার সঙ্গে যুক্ত?:- দাবা।

30. পর্যটক ইবন বতুতা কোন দেশ থেকে ভারতবর্ষে আসেন?:- মরক্কো।

31. ম্যাঙ্গালোর বন্দর কোথায় অবস্থিত?:- কর্নাটকে।

32. গীতা শেঠি ও মাইকেল ফেরেরা কোন খেলার সঙ্গে যুক্ত?:- বিলিয়ার্ড।

33. কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস উভয় স্কেলে সমান?:- -40 ডিগ্রি।

34. কোন ধাতুর যৌগ মোটরগাড়ির নির্গত ধোঁয়ায় উপস্থিত থেকে পরিবেশ দূষিত করছে?:- সিসা।

35. চারটি ধাতব বল কে সূর্যের আলোয় রাখা হয়েছে। কোনটি সবচেয়ে বেশি উত্তপ্ত হবে?:- কালো।

36. একটি আসামের নৃত্যের নাম লেখ?:- বিহু।

37. সাতবাহন রাজাদের সাম্রাজ্য বর্তমানে কোথায় অবস্থিত?:- অন্ধ্রপ্রদেশে।

38. জিওমরফলজি কি?:-পৃথিবীর গঠন সংক্রান্ত পঠন-পাঠন।

39. চন্দ্রগ্রহণ কখন হয়?:- পৃথিবী যখন সূর্য এবং চন্দ্রের মাঝখানে আসে।

40. টাইটানিক সিনেমার My heart will go on গানের গায়িকা কে?:- সেলিনা ডিয়ান।

---Advertisement---

Related Post

UPSC Accounts Officer Recruitment Notification 2025 Out l UPSC অ্যাকাউন্টস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে

UPSC Accounts Officer Recruitment Notification 2025: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ডেপুটেশনের ভিত্তিতে (স্বল্পমেয়াদী চুক্তি সহ) ০১টি অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ করছে। এই পদটি জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০২ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক প্রস্তুতির ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০১ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক ...

রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগ ২০২৫: অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু, মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা সহজেই আবেদন করতে পারবেন। এটি দেশের ...

Leave a Comment