---Advertisement---

WBPSC Clerkship Practice Set 10 | পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ১০

By Siksakul

Updated on:

PSC Clerkship Practice Set
---Advertisement---

WBPSC Clerkship Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে siksakul ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Siksakul -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Clerkship Practice Set’ আপলোড করা হচ্ছে। siksakul আয়োজিত WBPSC Clerkship Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

WBPSC Clerkship Practice Set

Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

WBPSC Clerkship Practice Set 10

1. অয়েল অব ভিট্রিয়ল কাকে বলা হয়?:- সালফিউরিক অ্যাসিড।

2. কলিচুন এর রাসায়নিক সংকেত কী?:- Ca(OH)2

3. নক্ষত্র ও গ্যালাক্সির ভর কিসের মাধ্যমে পরিমাপ করা হয়?:- সোলার মাস।

4. এক্স রশ্মির আবিষ্কারক কে?:- রণ্টজেন।

5. এক্স রশির তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম কত?:- 1 অ্যানস্ট্রম।

6. সিটি স্ক্যানের কোন রশ্মি ব্যবহৃত হয়?:- এক্স রশ্মি ব্যবহৃত হয়।

7. ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়?:- দূরত্ব পরিমাপ করা হয়।

8. কোন দুটি দূরত্বের পার্থক্যকে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলে?:- পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব।

9. সূর্যের অতিবেগুনি রশ্মিতে শোষণ করে কোন স্তর?:- ওজোন স্তর।

10. ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত?:- মুম্বাই।

11. ফাইবার অপটিক্স এর আবিষ্কারক কে?:- নারিন্দার কাপানি।

12. Endoscop এর কার্যনীতি মূলত কিসের উপর ভিত্তি করে?:- আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।

13. ক্ষমতার SI এককটির নাম কি?:- ওয়াট।

পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ১০ l PSC Clerkship Practice Set

14. খাদ্য শক্তি কিসের মাধ্যমে পরিমাপ করা হয়?:- ক্যালোরি।

15. ব্লটিং পেপার দ্বারা কালীর শোষণের কোন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে?:- ক্যাপিলারি ।

16. মার্স গ্যাস কাকে বলে?:- মিথেন কে।

17. 1 অশ্ব ক্ষমতা = কত ওয়াট?:- 746 ওয়াট।

18. 1 নটিক্যাল মাইল = কত মিটার?:- 1852 মিটার।

19. 1 বার = কত প্যাসকেল?:- 100000 পাসকেল।

20. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?:- সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুক।

21. বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন?:- হর্ষঙ্ক বংশের।

22. বৈদিক যুগের একজন বিদেশী নারী কে ছিলেন?:- লোপামুদ্রা।

23. চিরস্থায়ী বন্দোবস্ত এর প্রবর্তন কে করেছিলেন বড়লাট?:- লর্ড কর্নওয়ালিস।

24. টাটা কোম্পানির প্রতিষ্ঠা কে করেন?:- জামসেদজী টাটা।

25. আকবরের সভাকবি তানসেনের আসল নাম কি ছিল?:- রামতনু পান্ডে।

26. আকবর কত খ্রিস্টাব্দে মারা যান?:- 1605 খ্রিস্টাব্দে।

27. কত সালে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাস হয়?:- 1876 সালে।

28. পরাধীন ভারতের শেষ গভর্নর কে ছিলেন?:- লর্ড মাউন্টব্যাটেন।

29. আগ্রার অন্ধ পক্ষী কাকে বলা হয়?:- সুরদাস কে।

30. মরু অঞ্চলের মাটির অপর নাম কি?:- সিরোজেন।

---Advertisement---

Related Post

📘 Primary TET 2025 Math Pedagogy Practice Set 02 – প্রাইমারি টেট 2025 গণিত পেডাগজি l Boost Your গণিত Preparation Today!

Primary TET 2025 Math Pedagogy Practice Set 02: Are you preparing for the Primary TET 2025 Math exam? Whether you’re just starting or revising your preparation, this blog ...

📘 Primary TET 2025 English Practice Set 03 – Master Pedagogy with MCQs, Practice Sets & Model Questions

Primary TET 2025 English Practice Set 03: Are you preparing for Primary TET 2025 English and looking for the most effective study resources? This blog is your one-stop ...

WBCSSC SLST 2025 Geography Soil MCQ l ভারতের মৃত্তিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

WBCSSC SLST 2025 Geography Soil MCQ: আপনি যদি WBCSSC SLST 2025 পরীক্ষার জন্য ভূগোল বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন, তাহলে মৃত্তিকা (Soil) অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে ভারতের মৃত্তিকার বিভিন্ন ...

🛕 Questions on Sikhism for competitive exams l শিখ ধর্ম: ইতিহাস, ধর্মগুরু ও চাকরির পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নাবলি

Questions on Sikhism for competitive exams: চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় (যেমন WBCS, RRB Group D, SSC, বা অন্যান্য স্টেট ও সেন্ট্রাল জব এক্সাম) ধর্মীয় জিকে (General Knowledge) থেকে ...

Leave a Comment