---Advertisement---

WBPSC Clerkship Practice Set 6 | পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ৬

By Siksakul

Published on:

PSC Clerkship Practice Set
---Advertisement---

WBPSC Clerkship Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে siksakul ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Siksakul -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Clerkship Practice Set’ আপলোড করা হচ্ছে। siksakul আয়োজিত WBPSC Clerkship Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

WBPSC Clerkship Practice Set

Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

WBPSC Clerkship Practice Set 06

1. ২০২৪ সালে বিশ্বের সেরা এয়ারপোর্ট এর তকমা পেল কোন দেশের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট?:- কাতার

2. সম্প্রতি ‘Aryabhatta Award’ পেলেন কে?:- পাভুলুরি সুব্বা রাও।

3. IPL-এ ২৫০ টি ম্যাচ খেলা দ্বিতীয় ক্রিকেটার হলেন কে?:- রোহিত শর্মা (প্রথম হলেন মহেন্দ্র সিং ধোনি)।

4. ভারতে Intel কোম্পানির হেড পদে নিযুক্ত হলেন কে?:-সন্তোষ বিশ্বনাথন।

5. সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান পাঠ পাওয়া যাবে কোন তাপমাত্রায়?:- -৪০°সেলসিয়াস।

6. নগরহোল জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?:-কর্ণাটক।

7. সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্র কোথায় থাকে?:-মধ্যমাত্রয়ের ছেদবিন্দুতে।

8. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন?:- উমেশচন্দ্র ব্যানার্জি।

9. কোন উপাদানের সাথে হিমোগ্লোবিনের এফিনিটি (Affinity) সবথেকে বেশি?:- কার্বন মনোক্সাইড।

10. সুপ্রিমকোর্টের সভা হয় নতুন দিল্লিতে কিন্তু অন্যত্রও সভা হতে পারে:-রাষ্ট্রপতির অনুমোদনক্রমে।

11. স্থিরবেগে ধাবমান কোন ট্রেনের কামরায় কোন বালক একটি বলকে ঊর্ধ্বে নিক্ষেপ করলে বলটি:- বালকটির হাতে এসে পড়বে।

PSC Clerkship Practice Set 6 l WBPSC Clerkship Practice Set

12. ক্রেবস চক্রের বিক্রয়গুলি কোথায় ঘটে?:- মাইট্রোকনড্রিয়া

13. হাত পা ভাঁজ করার জন্য কোন পেশী কাজ করে?:- ফ্লেক্সর

14. কোন সুলতান জায়গীর প্রথা তুলে নেন?:-আলাউদ্দিন খিলজী।

15. ভারতের দীর্ঘতম নদীর নাম কি?:- গঙ্গা

16. পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে?:- HCL.

17. ধূমপান থেকে কোন রোগ হয়?:- ল্যাং ক্যান্সার।

18. আদা কিসের সাহায্যে জনন করে থাকে?:- রাইজোম

19. মানুষের Incisor দাঁতের সংখ্যা কটি?:- ৪টি।

20. সংবিধানের ৪২ তম সংশোধনীর মাধ্যমে কতগুলি নির্দেশাত্মক নীতি সংবিধানের চতুর্থ অংশে যুক্ত করা হয়?:- ৩ টি (১৯৭৬ সালে)।

21. কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন?:-আলাউদ্দিন খিলজি।

22. অন্তর্ভুক্তির ফলে কোন অঞ্চলের অধিবাসীরা ভারতীয় নাগরিকত্ব লাভ করে?:-সিকিম (১৯৭৫ সালে)।

23. আলোক দশায় কোন কোন উপাদান উৎপন্ন হয়?:- O2, ATP এবং NADPH2.

24. “লাইম ওয়াটার” এর রাসায়নিক নাম কি?:-ক্যালসিয়াম হাইড্রোক্সাইড।

25. কার দ্বারা খাদ্যে পাচিত অংশ শোষিত হয়ে থাকে?:-ভিলাই এর দ্বারা।

26. এক কিলোগ্রাম ভার কত নিউটনের সমান?:- ৯.৮ নিউটন।

27. দুধ থেকে দইয়ে পরিণত হয় তখন টক স্বাদের কারন কি?:-ল্যাকটিক অ্যাসিড।

28. মানুষের সবচেয়ে বড় পোষ্টিকগ্ৰন্থির নাম কি?:-যকৃৎ

29. প্রথম কম্পিউটার সার্চ ইঞ্জিনের নাম কি?:- আর্চি

30. মানবদেহের কোথায় গবলেট কোষ থাকে?:-আন্ত্রিক গ্রন্থিতে।

---Advertisement---

Related Post

Download Indian Army Agniveer Syllabus 2025 PDF: Subject-wise Important Topics

The Indian Army Agniveer Syllabus 2025 is a crucial resource for candidates preparing for the online entrance exam. The official syllabus has been published on the Indian Army’s ...

Indian Army Agniveer Exam Pattern 2025: Latest Paper Format & Negative Marking Details

The Indian Army recruits Agniveers through a two-stage selection process. The first stage is the Online Common Entrance Exam (CEE), conducted at designated Computer Based Test Centres assigned ...

Indian Army Agniveer Model Question Papers 2025: Download PDF with Answers

Indian Army Agniveer Model Question Papers 2025: Candidates preparing for the Army Agniveer 2025 exam are strongly encouraged to practice with Agniveer model question papers. The Indian Army ...

Top Logical Reasoning MCQs for Army Agniveer 2025: Important Questions with Answers

Top Logical Reasoning MCQs for Army Agniveer 2025: Important Questions with AnswersPreparing for the Army Agniveer exam 2025? A strong command over logical reasoning is essential to clear ...

Leave a Comment