আপন কি কোনো সরকারি চাকরির পরীক্ষার্থী? তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন. কেননা আমরা এখানে সকল সরকারি চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু (WB Food SI & Primary TET GK) সাধারণ জ্ঞান এর প্রশ্ন উত্তর দেওয়া হলো, যা আপনাদের অনেকটা সহায়তা করবে.
General Knowledge Questions for WB Primary TET l WB Food SI & Primary TET GK
1. বায়োস্ফিয়ার রিজার্ভের জন্য অর্থ ও বৈজ্ঞানিক পরামর্শ দেন:- WCU & WWF.
2. UNEP রিপোর্ট অনুযায়ী মেগাডাইভারসিটি দেশের সংখ্যা কটি?:- 17 টি।
3. পৃথিবীর কত অংশ জলাভূমি?:- 71 অংশ।
4. অরণ্যনাশের ফলে সাধারণত হ্রাস পায় তা হল:- বৃষ্টিপাত।
5. উদ্ভিদের জীব বৈচিত্র্য বিনাশকারী শর্ত হলো কি?:- বসতি বিনষ্ট হওয়া।
6. বায়োডাইভারসিটি শব্দটি কে প্রবর্তন করেন?:- বিজ্ঞানী রোজেন।

আরও পড়ুন:- সন্ধি বিচ্ছেদ | বাংলা ব্যাকরণ
7. বায়োলজিকাল ডাইভারসিটি দিবস কবে পালিত হয়?:- 22th May.
8. যেসব বাস্তুতান্ত্রিক অঞ্চলে জীববৈচিত্র খুব বেশি তাদের বিজ্ঞানী মেয়র যে নামে অভিহিত করেছেন সেটি হল:- হটস্পট।
9. “সামাজিক বনসৃজন” কার্যে কি করা হয়?:- বনের সম্পদ বিক্রয়, জাতীয় জ্বালানি উদ্ভিদ রোপন, ইউক্যালিপটাস রোপন।
10. জীবের আবাসস্থানের বাইরে সংরক্ষণ করাকে কি বলে?:- এক্স সিটু সংরক্ষণ।
11. IUCN-কার বর্তমান নাম?:- WCU.
12. Wildlife Institute of India কোথায় অবস্থিত?:- দেরাদুন।
13. রিও ডি জেনেরিক(1992) ব্রাজিল বসুন্ধরা সম্মেলনের ফলাফল কি ছিল?:-জীববৈচিত্র সংরক্ষণ করা।
14. ভারতের বর্তমানে বন্যপ্রাণী অভয়ারণ্যের সংখ্যা কটি?:- 567.
15. ভারতের প্রথম স্থাপিত বায়োস্ফিয়ার রিজার্ভ হলো কোনটি?:- নীলগিরি।
16. কানহা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত?:- বাঘ এর জন্য।
17. সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত?:- দার্জিলিং এ।
18. Indian Board of Wildlife কবে চালু হয়?:- 1952.
19. The Biodiversity Act কবে চালু হয়?:- 2002.
Food SI and WB TET GK Questions Set l জেনারেল নলেজ -3

আরও পড়ুন:- wb primary tet evs practice set part 1
20. পৃথিবীতে স্বাদু জলের পরিমাণ কত শতাংশ?:- 2.5%
21. প্রখ্যাত একটি পাখিরালয়ের নাম হল:- কেউলাদেয় ঘানা অভয়ারণ্য। এটি রাজস্থান রাজ্যে অবস্থিত।
22. একটি নির্দিষ্ট ধরনের অথবা একটি নির্দিষ্ট এলাকায় সমুদয় জীব গুলির ভরকে কি বলে?:- বায়োমাস।
23. কোনটি বাস্তুতন্ত্রে একমুখী পদ অনুসরণ করে?:- মুক্ত শক্তি।
24. ভারতের প্রাচীনতম সংরক্ষিত প্রাণী হল কোনটি?:- সিংহ।
25. ভারতের সংরক্ষিত পক্ষী হলো কি?:- গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড।
26. বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য হলো কি?:- স্বাদু জল সংরক্ষণ।
27. হাইড্রোস্ফিয়ারের অন্তর্ভুক্ত হলো:- সমুদ্র, নদী ও হিমবাহ প্রভৃতি।
28. ‘রায়নিয়া’ কোন বিভাগ দুটির অন্তর্বর্তী উদ্ভিদ?:- ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা।
29. ‘অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ’ কার মতবাদ?:- ল্যামার্ক।
30. ‘অস্তিত্বের জন্য সংগ্রাম’ মতবাদ টি কার?:- ডারউইন।
31. আর্কিওপটেরিক্সকে কোন প্রাণী গোষ্ঠীর হারানো সূত্র হিসেবে ধরা হয়?:- সরীসৃপ ও পক্ষী।
32. ইয়োহিপ্পাস কোন প্রাণীর জীবাশ্ম?:- ঘোড়ার।
33. একটি অলিন্দ ও একটি নিলয় নিয়ে গঠিত হৃৎপিণ্ড হলো:- মাছ।
34. ঘোড়ার আদি পূর্বপুরুষ কোনটি?:- ইয়োহিপ্পাস।
35. জার্ম প্লাজমতত্ত্ব কোন বিজ্ঞানী প্রদান করেন?:- ভাইসম্যান।
36. একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ:- টাইফয়েড।
37. একটি ছত্রাক আক্রান্ত রোগ হল:- গমের মরিচা রোগ।
38. কলেরা রোগের বাহক হল:- মাছি।
39. এন্টামিবা মানুষের কোন স্থানে বাসা বাঁধে?:- অন্ত্রে।
40. ভিটামিন B তৈরি হয় যে ছত্রাক থেকে সেটি হল:- ইস্ট।
WB Food SI & Primary TET GK l Food SI and WB TET GK Questions Set- 3

41. বসন্ত ভাইরাস কোন প্রকৃতির ভাইরাস?:- DNA যুক্ত ভাইরাস।
42. কোন প্রাণী বায়ু শূন্যস্থানে শ্বাসকার্য চালাতে পারে?:- মনোসিস্টিস।
43. “মশা ম্যালেরিয়ার বাহক”-এই তথ্যটি রোনাল্ড রস ভারতের কোন শহরে গবেষণা করে আবিষ্কার করেন?:- কলকাতা।
44. বায়োডিকেল উৎপাদনে ব্যবহৃত একটি গাছের উদাহরণ হল:- জ্যাট্রোফা।
45. ‘Dust Bowl’ কথাটি কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত?:- মৃত্তিকা ক্ষয়।
46. ‘তালাব’ শব্দটি কীসের সঙ্গে সম্পর্কিত?:- জল সংরক্ষণ।
47. মিথেন গ্যাসের উৎস হল:- ধানক্ষেত, পচা জলাভূমি ও গবাদি পশু।
48. ভারতের প্রতিবেশী কোন দেশের জাতীয় পশু টাকিন?:- ভুটান।
49. বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সুন্দরবনের যে দ্বীপটি সর্বপ্রথম ডুবে যায় তার নাম হলো কি?:- ঘোড়ামারা দ্বীপ, যাকে ডুবন্ত দ্বীপ বলে আখ্যা দেওয়া হয়েছে।
50. পর্ণমোচী বৃক্ষ হল:- শাল।
51. “The Great Migration” কোন কোন অরণ্যের মধ্যে ঘটে?:- মাশাইমারা ও সেরেংগেটি।
52. পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি?:- মেছো বিড়াল।
53. আখ থেকে উৎপন্ন অ্যালকোহলকে কোন দেশে মোটর গাড়ি র বিকল্প জ্বালানি রূপে ব্যবহার করা হয়?:-ব্রাজিল।
54. আরাবাড়ি কোন ঘটনার জন্য বিখ্যাত?:- যৌথ বনরক্ষা ব্যবস্থা।
55. ‘ভুঁইফোঁড়’ শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত?:- খাদ্যোপযোগী ব্যাঙের ছাতার সাথে।
56. কোন গ্যাস গুলি স্ট্যাটোস্ফিয়ারে প্রবেশ করলে ওজন ছিদ্রের সৃষ্টি হয়?:- নাইট্রাস অক্সাইড (N2O), মিথেন (CH4), ক্লোরোফ্লুরো কার্বন(CFC)।
57. কোন ভেষজ নির্যাস কীটনাশক রূপে ব্যবহৃত হয়?:- রোটেনন।
58. দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়?:- ল্যাক্টোজ।
59. ভারতবর্ষের কোন শহরের সর্বপ্রথম ভূতাপীয় শক্তির ব্যবহার শুরু হয়েছে?:- সুরাট।
60. নিষ্ক্রিয় ধূমপানের ফলে কোন রোগটি হয়?:- COPD (Chronic obstructive pulmonary disease).
61. সুন্দরবন কত খ্রিস্টাব্দে UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায়?:- 1987.