WB Gram Panchayat Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট পোর্টালে পরীক্ষার সিলেবাস জারি করা হয়েছে ইতিমধ্যে। পরীক্ষার্থীদের জন্য Siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Siksakul -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WB Gram Panchayat Practice Set 2024 আপলোড করা হচ্ছে। এই প্র্যাকটিস সেটগুলি সম্পূর্ণ সিলেবাস নির্ভর অর্থাৎ এখানে থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে।
WB Gram Panchayat Practice Set 2024
গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলি খুবই গুরুত্তপূর্ণ। রাজ্য সরকারের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ধরণকে বিশ্লেষণ করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। WB Gram Panchayat Practice Set 2024 -এর প্রশ্নগুলি বাজারের সেরা সাবজেক্টিভ বইগুলি থেকে বাছাই করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WB Gram Panchayat Practice Set 10
![](https://m.media-amazon.com/images/I/51RIj4UKsYL._SX342_SY445_.jpg)
1. কোন্ কংগ্রেস সভাপতি 1942 সালে ক্রিপসের সহিত এবং সিমলা সম্মেলনে ওয়াভেলের সহিত বৈঠক করেছিলেন?
[A] জওহরলাল নেহেরু[B] জে.বি. কৃপালিনী
[C] আবুল কালাম আজাদ
[D] সি. রাজাগোপালাচারী
উত্তরঃ [C] আবুল কালাম আজাদ
2. কৃষ্ণা নদী কোন্ কোন্ রাজ্যের উপর দিয়ে বয়ে গেছে?
[A] কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ[B] মহারাষ্ট্র, কর্ণাটক
[C] মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ
[D] মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ
উত্তরঃ [B] মহারাষ্ট্র, কর্ণাটক
3. গোপীবল্লভপুর কোন নদীর তীরে অবস্থিত?
[A] কংসাবতী[B] ভুলুং
[C] সুবর্ণরেখা
[D] রূপনারায়ন
উত্তরঃ [C] সুবর্ণরেখা
4. কোন জাতীয় কয়লা থেকে কোল গ্যাস পাওয়া যায়?
[A] লিগনাইট[B] অ্যানথ্রাসাইট
[C] বিটুমিনাস
[D] কোনটিই নয়
উত্তরঃ [C] বিটুমিনাস
5. গন্ডোয়ানা কয়লাক্ষেত্রটি কোথায় অবস্থিত?
![](https://m.media-amazon.com/images/I/41zdWthl-3L.jpg)
[B] মধ্যপ্রদেশ
[C] মেঘালয়
[D] জম্মু ও কাশ্মীর
উত্তরঃ [B] মধ্যপ্রদেশ
6. ভারতে ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত কিমি?
[A] 2900[B] 1450
[C] 900
[D] 450
উত্তরঃ [C] 900
7. হেমাবতী, সিমসা ও ভবানী কার উপনদী?
[A] কাবেরী[B] কৃষ্ণা
[C] গোদাবরী
[D] নর্মদা
উত্তরঃ [A] কাবেরী
8. কোচি সমুদ্রবন্দর সংলগ্ন উপকূল—
[A] মালাবার উপকূল[B] কঙ্কন উপকূল
[C] করমন্ডল উপকূল
[D] উত্তর সরকার উপকূল
উত্তরঃ [A] মালাবার উপকূল
9. সিন্ধু, সাংপো, শতদ্রু নদীর জল নির্গম কোন্ প্রণালীর উদাহরণ?
[A] অ্যান্টিসিডেন্ট[B] কনসিকোয়েন্ট
[C] সাবসিকোয়েন্ট
[D] সুপারইম্পোজ
উত্তরঃ [A] অ্যান্টিসিডেন্ট
আরও পড়ুনঃ গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৮
10. অন্ধ্রপ্রদেশের বন্দর শহর কোনটি?
[A] কাকিনাড়া[B] নেল্লোর
[C] অঙ্গল
[D] ভিজিয়ানাগ্রাম
উত্তরঃ [A] কাকিনাড়া