---Advertisement---

WB Gram Panchayat Practice Set 11 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ১১

By Siksakul

Published on:

WB Gram Panchayat Practice Set 11
---Advertisement---

WB Gram Panchayat Practice Set 11: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট পোর্টালে পরীক্ষার সিলেবাস জারি করা হয়েছে ইতিমধ্যে। পরীক্ষার্থীদের জন্য Siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Siksakul -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WB Gram Panchayat Practice Set 2024 আপলোড করা হচ্ছে। এই প্র্যাকটিস সেটগুলি সম্পূর্ণ সিলেবাস নির্ভর অর্থাৎ এখানে থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে।

WB Gram Panchayat Practice Set 2024

গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলি খুবই গুরুত্তপূর্ণ। রাজ্য সরকারের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ধরণকে বিশ্লেষণ করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। WB Gram Panchayet Practice Set 2024 -এর প্রশ্নগুলি বাজারের সেরা সাবজেক্টিভ বইগুলি থেকে বাছাই করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WB Gram Panchayat Practice Set 11

1. স্টিল প্রস্তুতির ওপেন হার্থ পদ্ধতিতে জ্বালানি হিসাবে কী ব্যবহার করা হয়?

[A] কোক
[B] প্রোডিউসার গ্যাস
[C] ওয়াটার গ্যাস
[D] কয়লা

উত্তরঃ [B] প্রোডিউসার গ্যাস

2. মেলঘাট বাঘ সংরক্ষণ কেন্দ্রটি কোন রাজে অবস্থিত?

[A] মহারাষ্ট্র
[B] রাজস্থান
[C] আসাম
[D] তামিলনাড়ু

উত্তরঃ [A] মহারাষ্ট্র

3. বলয় পরীক্ষা কোন্ অ্যাসিডের উপস্থিতি নিশ্চিত করে?

[A] H₂SO₄
[B] HNO3
[C] HBr
[D] HCl

উত্তরঃ [B] HNO3

4. এদের মধ্যে কোবাল্ট কোন ভিটামিনে পাওয়া যায়?

[A] B
[B] B₂ 2
[C] B
[D] B 12

উত্তরঃ [D] B 12

5. দৈর্ঘ্য ও তাপমাত্রা অপরিবর্তিত রেখে তারের তারের ব্যাস বৃদ্ধি করা হলে তারের রোধ—

[A] বাড়বে
[B] কমবে
[C] একই থাকবে
[D] প্রথমে কমবে পরে বাড়বে

উত্তরঃ [B] কমবে

6. নীচের কোনটির বিরঞ্জন ক্ষমতা নেই?

[A] F2
[B] Cl₂
[C] Br₂
[D] I₂

উত্তরঃ [D] I₂

7. রক্ত নীচের কোন দ্রবনটির সঙ্গে আইসোটনিক?

[A] গাঢ় Nacl দ্রবণ
[B] অতি লঘু Nacl দ্রবণ
[C] স্যালাইন দ্রবণ
[D] সম্পৃক্ত Nacl দ্রবণ

উত্তরঃ [C] স্যালাইন দ্রবণ

 শীঘ্রই প্রকাশিত হবে 

8. শক্তির মাত্রা কি?

[A] ML2T-3
[B] MLT-3
[C] LT-2
[D] ML-3

উত্তরঃ [A] ML2T-3

9. হিমোগ্লোবিনের কার্যকারিতা হল—

[A] শক্তির ব্যবহারিক হিসাবে
[B] জীবাণুনাশক হিসাবে
[C] রক্তাল্পতা দূরীকরণে
[D] অক্সিজেন পরিবহনে

উত্তরঃ [D] অক্সিজেন পরিবহনে

আরও পড়ুনঃ গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৯

10. ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু করার সুপারিশ প্রথম কে করেন?

[A] অশোক মেহতা
[B] স্বরণ সিং কমিটি
[C] বলবন্ত রায় মেহতা কমিটি
[D] এস রঙ্গরাজন কমিটি

উত্তরঃ [C] বলবন্ত রায় মেহতা কমিটি

---Advertisement---

Related Post

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Birbhum District mid day Meal Scheme Recruitment l বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

Birbhum District mid day Meal Scheme Recruitment: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ...

Bankura District Group-D Office staff Recruitment l বাঁকুড়া জেলা অফিসে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১২ হাজার টাকা

বাঁকুড়া জেলা অফিসে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আবারও বড় সুযোগ এসেছে। বাঁকুড়া জেলার জেলা শিশু উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত ...

District Government Boys Home Group C Recruitment Notification Out l রাজ্য সরকারি হোমে গ্রুপ- সি পদে চাকরির সুযোগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

District Government Boys Home Group C Recruitment Notification Out: সরকারি চাকরির স্বপ্ন দেখছেন যাঁরা, তাদের জন্য এসেছে দারুণ সুযোগ। রাজ্য সরকারের অধীনে একটি হোমে গ্রুপ- সি পদে কর্মী ...

Leave a Comment