---Advertisement---

WB Gram Panchayat Practice Set 15 l WB Gram Panchayat Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ১৫ l

By Siksakul

Updated on:

WB Gram Panchayat Practice Set 15
---Advertisement---

WB Gram Panchayat Practice Set 15: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট পোর্টালে পরীক্ষার সিলেবাস জারি করা হয়েছে ইতিমধ্যে। পরীক্ষার্থীদের জন্য Siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Siksakul -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WB Gram Panchayat Practice Set 2024 আপলোড করা হচ্ছে। এই প্র্যাকটিস সেটগুলি সম্পূর্ণ সিলেবাস নির্ভর অর্থাৎ এখানে থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে।

WB Gram Panchayat Practice Set 2024

গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলি খুবই গুরুত্তপূর্ণ। রাজ্য সরকারের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ধরণকে বিশ্লেষণ করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। WB Gram Panchayat Practice Set 2024 -এর প্রশ্নগুলি বাজারের সেরা সাবজেক্টিভ বইগুলি থেকে বাছাই করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WB Gram Panchayat Practice Set 15

1. হাইড্রোলিক ব্রেক কোন নীতির উপর কাজ করে?

[A] বারনৌলির নীতি
[B] পাস্কাল নীতি
[C] আর্কিমিডিস নীতি
[D] পয়সলী নীতি

উত্তরঃ [B] পাস্কাল নীতি

2. নীচের কোনটি এককবিহীন ভৌতরাশি?

[A] কোন
[B] লীনতাপ
[C] আপেক্ষিক তাপ
[D] ঘনত্ব

উত্তরঃ [C] আপেক্ষিক তাপ

3. হীরার উজ্জ্বলতার কারণ হল—

[A] প্রতিফলন
[B] প্রতিসরণ
[C] অভ্যন্তরীন পূর্ণ প্রতিফলন
[D] বিচ্ছুরণ

উত্তরঃ [C] অভ্যন্তরীন পূর্ণ প্রতিফলন

4. একটি তড়িৎ পরিবাহীর সাথে ফিউজ যুক্ত করা হয়—

[A] লাইভ তারের সাথে শ্রেণী সমবায়ে
[B] নিউট্রাল তারের সাথে সমান্তরাল সমবায়ে।
[C] নিউট্রাল তারের সাথে শ্রেণী সমবায়ে
[D] লাইভ তারের সাথে সমান্তরাল সমবায়ে

উত্তরঃ [A] লাইভ তারের সাথে শ্রেণী সমবায়ে

5. অয়েল অফ উইন্টার গ্রিনের রাসায়নিক নাম—

[A] নাইট্রো বেঞ্জিন
[B] মিথাইল স্যালিসাইলেট
[C] সালফিউরিক অ্যাসিড
[D] সালফিউরাস অ্যাসিড

উত্তরঃ [B] মিথাইল স্যালিসাইলেট

6. ভরসংখ্যা ও পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সমান এই ধরনের পরমাণুকে বলা হয়—

[A] আইসোটোপ
[B] আইসোবার
[C] আইসোটোন
[D] কোনোটিই নয়

উত্তরঃ [C] আইসোটোন

7. অ্যান্টিনকিং যৌগ হিসাবে পেট্রোল ইঞ্জিনে ব্যবহৃত হয়—

[A] টেট্রাইথাইল লেড
[B] মিথাইল অ্যালকোহল
[C] ক্যালসিয়াম সিলিকেট
[D] উপরের কোনোটি নয়

উত্তরঃ [A] টেট্রাইথাইল লেড

8. উদ্ভিদের কোষ বিভাজন কোন হরমোন সাহায্য করে?

[A] কাইনিন
[B] ডরমিন
[C] জিব্বারেলিন
[D] অক্সিন

উত্তরঃ [A] কাইনিন

9. ক্রসিং ওভার কোন উপদশায় ঘটে?

[A] প্যাকিটিন
[B] লেপ্টেটিন
[C] জাইগোটিন
[D] কোনটিই নয়

উত্তরঃ [A] প্যাকিটিন

আরও পড়ুনঃ গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ১৩

10. সংবিধানের 86 তম সংশোধন কত সালে হয়েছিল?

[A] 2001
[B] 2002
[C] 2003
[D] 2004

উত্তরঃ [B] 2002

---Advertisement---

Related Post

UPSC Accounts Officer Recruitment Notification 2025 Out l UPSC অ্যাকাউন্টস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে

UPSC Accounts Officer Recruitment Notification 2025: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ডেপুটেশনের ভিত্তিতে (স্বল্পমেয়াদী চুক্তি সহ) ০১টি অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ করছে। এই পদটি জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০২ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক প্রস্তুতির ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০১ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক ...

রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগ ২০২৫: অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু, মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা সহজেই আবেদন করতে পারবেন। এটি দেশের ...

Leave a Comment