---Advertisement---

WB Gram Panchayat Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ১৩

By Siksakul

Published on:

WB Gram Panchayat Practice Set 2024
---Advertisement---

WB Gram Panchayat Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট পোর্টালে পরীক্ষার সিলেবাস জারি করা হয়েছে ইতিমধ্যে। পরীক্ষার্থীদের জন্য Siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Siksakul -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WB Gram Panchayat Practice Set 2024 আপলোড করা হচ্ছে। এই প্র্যাকটিস সেটগুলি সম্পূর্ণ সিলেবাস নির্ভর অর্থাৎ এখানে থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে।

WB Gram Panchayat Practice Set 2024

গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলি খুবই গুরুত্তপূর্ণ। রাজ্য সরকারের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ধরণকে বিশ্লেষণ করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। WB Gram Panchayat Practice Set 2024 -এর প্রশ্নগুলি বাজারের সেরা সাবজেক্টিভ বইগুলি থেকে বাছাই করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WB Gram Panchayat Practice Set 13

1. ভার্নাকুলার প্রেস অ্যাক্ট’ কার আমলে পাস হয়?

[A] লর্ড লিটন
[B] লর্ড রিপন
[C] লর্ড আমহার্স্ট
[D] লর্ড ক্যানিং

উত্তরঃ [A] লর্ড লিটন

2. ভারতীয় জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের (1907) সভাপতি ছিলেন—

[A] দাদাভাই নৌরজী
[B] বালগঙ্গাধর তিলক
[C] গোপালকৃষ্ণ গোখাল
[D] রাসবিহারী ঘোষ

উত্তরঃ [D] রাসবিহারী ঘোষ

3. 1943 খ্রীষ্টাব্দের অক্টোবর মাসে সুভাষচন্দ্র বসু আর্জি হুকুমত-ই-হিন্দ প্রতিষ্ঠা করেন—

[A] রেঙ্গুনে
[B] সিঙ্গাপুরে
[C] জার্মানীতে
[D] জাপানে

উত্তরঃ [B] সিঙ্গাপুরে

4. জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ড ঘটে—

[A] 14ই আগষ্ট, 1920
[B] 13ই এপ্রিল, 1919
[C] 30শে জানুয়ারী 1918
[D] 15ই আগষ্ট 1930

উত্তরঃ [B] 13ই এপ্রিল, 1919

5. 1857 খ্রীস্টাব্দের মহাবিদ্রোহের পর ব্রিটিশরা নিম্নলিখিতদের মধ্যে কাকে গ্রেফতার করে এবং ফাঁসি দেয়?

[A] লক্ষীবাঈ
[B] নানাসাহেব
[C] তাঁতিয়া টোপী
[D] এদের কেউ নয়?

উত্তরঃ [C] তাঁতিয়া টোপী

6. ভারতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত মুসলমান সভাপতি—

[A] বদরুদ্দিন তৈয়বজী
[B] মহম্মদ আলি
[C] মৌলানা আজাদ
[D] এম. এ. জিন্নাহ

উত্তরঃ [A] বদরুদ্দিন তৈয়বজী

7. ব্রিটিশ পার্লামেন্ট প্রবর্তিত নিম্নলিখিত কোন আইন ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর কার্যকলাপকে রানীর শাসনের নিয়ন্ত্রণ আনে?

[A] রেগুলেটিং অ্যাক্ট, 1773
[B] ফক্সের ভারত বিল, 1783
[C] পিটের ভারত শাসন আইন, 1784
[D] ভারত সরকার আইন, 1858

উত্তরঃ [D] ভারত সরকার আইন, 1858

8. কে ‘স্বত্ব বিলোপ’ নীতির প্রবর্তন করেন?

[A] লর্ড ডালহৌসী
[B] লর্ড কর্ণওয়ালিশ
[C] লর্ড রিপন
[D] লর্ড লিটন

উত্তরঃ [A] লর্ড ডালহৌসী

9. নিম্নের কোন জোড়টি সঠিক নয়—

[A] ইন্ডিয়ান মিরর: কেশবচন্দ্র সেন
[B] হিন্দু প্যাট্রিয়ট: শিশির কুমার ঘোষ
[C] দি বেঙ্গলি: সুরেন্দ্রনাথ ব্যানার্জী
[D] সংবাদ প্রভাকর: ঈশ্বর গুপ্ত

উত্তরঃ [B] হিন্দু প্যাট্রিয়ট: শিশির কুমার ঘোষ

আরও পড়ুনঃ গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ১১

10. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে গঠিত হয়?

[A] 1919
[B] 1920
[C] 1921
[D] 1922

উত্তরঃ [B] 1920

---Advertisement---

Related Post

UPSC Accounts Officer Recruitment Notification 2025 Out l UPSC অ্যাকাউন্টস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে

UPSC Accounts Officer Recruitment Notification 2025: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ডেপুটেশনের ভিত্তিতে (স্বল্পমেয়াদী চুক্তি সহ) ০১টি অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ করছে। এই পদটি জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০২ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক প্রস্তুতির ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০১ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক ...

রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগ ২০২৫: অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু, মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা সহজেই আবেদন করতে পারবেন। এটি দেশের ...

Leave a Comment