---Advertisement---

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ২০

By Siksakul

Published on:

WBP Constable Practice Set 2024
---Advertisement---

পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিলেবাস ভিত্তিক (WBP Constable Practice Set) পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট প্রকাশ করা হল আজকের প্রতিবেদনে।

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষার্থীদের জন্য Siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Siksakul -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBP Constable Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

WBP Constable Practice Set 2024 l Police Constable Suggestive Practice Set

WBP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। 85 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।

WBP Constable Practice Set in Bengali

WBP Constable পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WBP Constable Practice Set 19

1. দিল্লীর কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন?

[A] ইলতুৎমিস
[B] আলাউদ্দিন খিলজি
[C] মহঃ বিন তুঘলক
[D] ফিরোজ শাহ তুঘলক

উত্তরঃ [D] ফিরোজ শাহ তুঘলক

2. কোন্ বছর বিধবা বিবাহ আইন পাশ হয়?

[A] 1829
[B] 1833
[C] 1856
[D] 1890

উত্তরঃ [C] 1856

3. বালগঙ্গাধর তিলক কবে মারা যান?

[A] 1915
[B] 1917
[C] 1919
[D] 1920

উত্তরঃ [D] 1920

4. ‘ঢাকা অনুশীলন সমিতি’ কে প্রতিষ্ঠা করেন?

[A] প্রফুল্ল চাকী
[B] পুলিন দাস
[C] এস এন সান্যাল
[D] যতীন্দ্রনাথ মুখার্জী

উত্তরঃ [B] পুলিন দাস

5. মুসলিম লীগের লাহোর প্রস্তাবের (1940) মূল গুরুত্ব ছিল—

[A] জাতীয় কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করা
[B] মুসলিম লীগের জন্য একটি সংবিধান প্রবর্তন করা
[C] ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করা
[D] পাকিস্তান প্রস্তাব গ্রহণ

উত্তরঃ [D] পাকিস্তান প্রস্তাব গ্রহণ

6. ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান কে দিয়েছিলেন?

[A] সুভাষ চন্দ্র বসু
[B] ভগৎ সিং
[C] স্যার মহম্মদ ইকবাল
[D] লালা লাজপৎ রায়

উত্তরঃ [B] ভগৎ সিং

7. “Let a hundred flowers bloom” উক্তিটি কার?

[A] এম. কে. গান্ধী
[B] মাও সে তুং
[C] জওহরলাল নেহেরু
[D] ভি. আই. লেনিন

উত্তরঃ [B] মাও সে তুং

8. কে ভাগবৎ পুরাণ ফারসিতে অনুবাদ করেন?

[A] বদাউনি
[B] রাজা টোডরমল
[C] হাজি ইব্রাহিম সিন্ধি
[D] আবুল ফজল

উত্তরঃ [B] রাজা টোডরমল

9. ‘আত্মীয় সভা’র প্রতিষ্ঠাতা ছিলেন—

[A] রাজা রামমোহন রায়
[B] দেবেন্দ্রনাথ ঠাকুর
[C] কেশবচন্দ্র সেন
[D] রাজনারায়ণ বসু

উত্তরঃ [A] রাজা রামমোহন রায়

আরও পড়ুনঃ পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১৮

10. কোন্ আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতে প্রবেশের ছাড়পত্র পায়?

[A] 1793 -র চার্টার আইন
[B] 1813 -র চার্টার আইন
[C] 1833 -র চার্টার আইন
[D] 1784 -র পীটের ভারত আইন

উত্তরঃ [B] 1813 -র চার্টার আইন

---Advertisement---

Related Post

CCRAS Recruitment 2025 Notification: Apply for 388 Group A, B & C Vacancies Including MTS & LDC

CCRAS Recruitment 2025 Notification: The Central Council for Research in Ayurvedic Sciences (CCRAS) has issued a short notification regarding 388 vacancies across Group A, B, and C posts. ...

WB SLST English 2025 Preparation: 45 Important One-Sentence Question Answers on The Lotus Eaters by Somerset Maugham

WB SLST English 2025 preparation: Preparing for the 2nd WB SLST English Exam 2025? Struggling to cover every story in your syllabus? Don’t worry! We’ve compiled 45 One-Sentence ...

WB SLST English 2025 l 50 One-Sentence Q&A from The Ox by H.E. Bates

50 One-Sentence Q&A from The Ox by H.E. Bates: If you’re preparing for WB SLST English 2025 (IX-X), mastering the short story “The Ox” by H.E. Bates is ...

🥭 List of Scientific Names of Important Fruits 2025 l গুরুত্বপূর্ণ ফলের বৈজ্ঞানিক নাম

আপনি কি জানেন যে প্রতিদিন আমরা যে ফলগুলি খাই, সেগুলিরও নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম বা Scientific Name রয়েছে? শিক্ষার্থীদের মাধ্যমিক জীববিজ্ঞান (Madhyamik Biology), প্রতিযোগিতামূলক পরীক্ষা (SSC, UPSC, WBCS, Railway, NTPC) এবং সাধারণ জ্ঞান বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ ফলের বৈজ্ঞানিক নামের তালিকা ২০২৫ (List of Scientific Names of Important Fruits 2025)।

Leave a Comment