WBPSC Clerkship Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে siksakul ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Siksakul -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Clerkship Practice Set’ আপলোড করা হচ্ছে। siksakul আয়োজিত WBPSC Clerkship Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।
WBPSC Clerkship Practice Set
Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।
WBPSC Clerkship Practice Set 02
1. মাউন্টব্যাটেন প্ল্যান গ্রহনের সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?:- আচার্য জে বি কৃপালিনি।
2. তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?:- পাটলিপুত্র।
3. বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়?:-৮ই মে।
4. 36th La Liga Title জিতলো কোন ফুটবল ক্লাব?:- Real Madrid.
5. Paytm Money কোম্পানির নতুন CEO পদে নিযুক্ত হলেন কে?:- রাকেশ সিং।
6. ICC Women’s T20 World Cup 2024 হোস্ট করবে কোন দেশ?:- বাংলাদেশ।
7. মন্ডল কমিশন কার উদ্যোগে গঠিত হয়?:- মোরারাজি দেশাই।
8. বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন?:- সম্রাট আকবর।
9. পিল্লুর বাঁধটি কোন নদীর উপর নির্মিত হয়েছে?:- ভবানী।
10. ভারতের সেনাবাহিনীর সর্বাধিনায়ক কাকে বলা হয়?:- রাষ্ট্রপতি।
11. কোন ভারতীয় জ্যোতির্বিদ অভিনব উপায়ে π (পাই) এর মান নির্ণয় করেছিলেন?:- আর্যভট্ট।
12. পঞ্চসিদ্ধান্তিকা কার রচনা?:- বরাহমিহির।
13. পশ্চিমবঙ্গের কোন জায়গা মাদুর শিল্পের জন্য বিখ্যাত?:- সবং ।
14. “ভারত দুর্দশা” কার লেখা?:- ভারতেন্দু হরিশচন্দ্র।
15. নিউইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত?:- হাডসন।
16. ব্রিটিশ সরকার কোন সালে গেটওয়ে অফ ইন্ডিয়া নির্মাণ করে?:- ১৯২৪ সালে।
17. চ্যালেঞ্জার খাত কোন মহাসাগরে অবস্থিত?:- প্রশান্ত মহাসাগর।
18. হীরের খনির জন্য বিখ্যাত পান্না স্থানটি কোন রাজ্যে অবস্থিত?:- মধ্যপ্রদেশ।
19. কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভিলাইয়ে লৌহ ইস্পাত কারখানা স্থাপিত হয়?:- দ্বিতীয়।
20. পশ্চিমবঙ্গের দুর্গাপুর কোন শিল্পের জন্য বিখ্যাত?:- ইস্পাত শিল্প।
21. চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা কত ছিল?:- ১৯৬৯-৭৪ সাল পর্যন্ত।
22. উগাদি উৎসব কোন রাজ্যে পালিত হয়?:- অন্ধ্রপ্রদেশ।
23. হিমালয় পর্বত শ্রেণীর একটি সম্প্রসারিত অংশ আরাঙ্কন ইউমা কোন দেশে অবস্থিত?:- মায়ানমার।
24. উকাই বাঁধটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?:- গুজরাট।
25. ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস কোনটি?:- ভারতের জনগণ।
26. অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কি নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার পান?:- বিশ্ব দরিদ্র দূরীকরণ।
27. সম উচ্চতা বিশিষ্ট রেখা কে কি বলে?:- কনটোর লাইন।
28. বৈশালীতে বিশ্বের প্রথম রিপাবলিক(First Republic of the World) কাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল?:- লিচ্ছবি।
29. ভারতের প্রথম নিউক্লিয়ার পাওয়ার স্টেশন কোথায় স্থাপন করা হয়?:- তারাপুর।
30. কোন পাল শাসকের সাথে বাদল পিলার ইন্সক্রিপশন সম্পর্কিত?:- নারায়ন পাল।