---Advertisement---

ANM and GNM Practice Set 2024 | নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১

By Siksakul

Published on:

ANM and GNM Practice Set
---Advertisement---

ANM and GNM Practice Set 2024: আসন্ন ANM GNM পরীক্ষার জন্য Siksakul -এর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য গুরুত্ত্বপূর্ণ প্র্যাকটিস সেট আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীদের জন্য Siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Siksakul -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ANM & GNM Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

ANM GNM Practice Set 2024

ANM GNM পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। সিলেবাস অনুযায়ী এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি Catagory – 1 থেকে দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের বিভিন্ন বিষয়ের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।

ANM GNM Practice Set in Bengali

ANM GNM পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 20 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও Category – 1 থেকে 20 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

ANM and GNM Practice Set 2024 | নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১

ANM GNM Practice Set 1

1. লিউকোপ্লাষ্টস যাদের কোষে পাওয়া যায়—

[A] প্রাণী
[B] ছত্রাক
[C] ব্যাকটেরিয়া
[D] উদ্ভিদ

উত্তরঃ [D] উদ্ভিদ

2. অনিদ্রা এবং উচ্চ রক্তচাপের কারণ হল—

[A] মাটি দূষণ
[B] শব্দ দূষণ
[C] বায়ু দূষণ
[D] জল দূষণ

উত্তরঃ [B] শব্দ দূষণ

3. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ম্যানগ্রোভের অভিযোজন কৌশলের অন্তর্গত নয়?

[A] লবণাক্ত জল সহনশীলতা
[B] মাংসল কান্ড ও পাতা
[C] নিউম্যাটোফোর গঠন
[D] ভিভিপেরাস অঙ্কুরোদগম

উত্তরঃ [B] মাংসল কান্ড ও পাতা

4. নিচের কোনটি ভেক্টর রাশি?

[A] ওজন
[B] ভর
[C] ক্ষেত্রফল
[D] সময়

উত্তরঃ [A] ওজন

5. এইডস রোগটির কারণ হল—

[A] ব্যাকটেরিয়া
[B] ভাইরাস
[C] প্রোটোজোয়া
[D] ছত্রাক

উত্তরঃ [B] ভাইরাস

6. নিম্নোক্ত মৌলগুলির মধ্যে কোনটি সহজে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেনা?

[A] কার্বন
[B] সোডিয়াম
[C] আর্গন
[D] নিকেল

উত্তরঃ [C] আর্গন

আরও পড়ুনঃ ANM GNM সম্পূর্ণ সিলেবাস 2024 (অপরিবর্তিত)

7. সঠিক উত্তরটি নির্বাচন করুন: একটি হিলিয়াম পরমাণুতে থাকে—

[A] চারটি প্রোটন ও চারটি ইলেকট্রন
[B] চারটি নিউট্রন ও চারটি ইলেকট্রন
[C] চারটি প্রোটন ও দুটি ইলেকট্রন
[D] দুটি প্রোটন, দুটি নিউট্রন ও দুটি ইলেকট্রন

উত্তরঃ [D] দুটি প্রোটন, দুটি নিউট্রন ও দুটি ইলেকট্রন

8. বিজ্ঞানের একটি শাখা এন্টোমলজির বিষয় হল—

[A] উদ্ভিদের সৃষ্টি ও ইতিহাস
[B] মানবজাতির প্রকৃতি
[C] পোকা মাকড়
[D] প্রস্তরের গঠন

উত্তরঃ [C] পোকা মাকড়

9. ভারতের কোন শহরকে নীল শহর বলা হয়?

[A] ব্যাঙ্গালোর
[B] আগ্রা
[C] যোধপুর
[D] দিল্লি

উত্তরঃ [C] যোধপুর

10. পানীয় জলের অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতিতে যে রোগটি হয়—

[A] অ্যাডামস সিনড্রোম
[B] ব্লু বেবি সিনড্রোম
[C] ব্লুবেরি সিনড্রোম
[D] টার্নার সিনড্রোম

উত্তরঃ [B] ব্লু বেবি সিনড্রোম

11. একটি লাল রঙের একবর্নী অস্থি একটি প্রিজমের মধ্যে দিয়ে গেলে অপরদিকে—

[A] একটিমাত্র লাল রঙের পট্টি পাওয়া যাবে।
[B] বেগুনী, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা ও লাল – এই সাতটি রঙের পট্টি পাওয়া যাবে।
[C] একটি মাত্র সবুজ রঙের পট্টি পাওয়া যাবে।
[D] কোনো অলোর পট্টিই পাওয়া যাবে না।

উত্তরঃ [A] একটিমাত্র লাল রঙের পট্টি পাওয়া যাবে।

12. বহুদূরাগত একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি একটি গোলীয় দর্পণে প্রধান অক্ষ বরাবর আপতিত হলে প্রতিফলনের পর একটি বিন্দুতে মিলিত হয়। সেই বিন্দুকে বলে—

[A] মেরু
[B] বক্রতা কেন্দ্র
[C] ফোকাস
[D] অক্ষ

উত্তরঃ [C] ফোকাস

13. নিম্নোক্ত যৌগ গুলির মধ্যে কোনটি আয়নীয় যৌগ?

[A] C2H2
[B] CO2
[C] NaCl
[D] H2O

উত্তরঃ [C] NaCl

14. যে পদ্ধতিতে উভলিঙ্গ ফুলের পরাগধানী অপসারণ করা হয় তাকে বলে—

[A] বাঁধা
[B] থলিবদ্ধকরন
[C] ইমাসকুলেশন
[D] ইতর পরাগ যোগ

উত্তরঃ [C] ইমাসকুলেশন

15. কোন ধরনের উদ্ভিদ শীতকালে নিজেদের পাতা ঝরায়?

[A] পর্ণমোচী
[B] কনিফারস্
[C] চিরহরিৎ
[D] তৃণ

উত্তরঃ [A] পর্ণমোচী

16. ভারতের কোন হটস্পট -এ তুমি একশৃঙ্গ গন্ডার দেখতে পাবে?

[A] পশ্চিমঘাট
[B] সুন্দাল্যান্ড
[C] ইন্দো বার্মা
[D] পূর্ব হিমালয়

উত্তরঃ [D] পূর্ব হিমালয়

ANM GNM পরীক্ষার জন্য সেরা বই।
👇👇 এই বই থেকে প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে 👇👇

ANM GNM Practice Set 2024

17. মানব দেহের বৃহত্তম অস্থি কোনটি?

[A] Humerus
[B] Femur
[C] Coccyx
[D] Calcaneus

উত্তরঃ [B] Femur

18. মস্তিষ্কের বৃহত্তম অংশটি হল—

[A] মেরুদন্ড
[B] সেরিবেলাম
[C] সেরিব্রাম
[D] ব্রেইন ষ্টেম

উত্তরঃ [C] সেরিব্রাম

19. Lactobacillus আমাদের জন্য উপকারী কারণ—

[A] এটি মানুষের দেহে বিষাক্ত পদার্থ নষ্ট করে
[B] এটি খাবার পরিপাক ও পুষ্টির শোষণে সাহায্য করে
[C] এটি নাইট্রোজেনকে ফিক্স করতে পারে
[D] এটি ডায়রিয়া সৃষ্টি করে

উত্তরঃ [B] এটি খাবার পরিপাক ও পুষ্টির শোষণে সাহায্য করে

20. কোন mRNA ভ্যাক্সিনটিকে ভারতে প্রথম আপৎকালীন প্রয়োগের লাইসেন্স দেওয়া হয়েছে?

[A] স্পুটনিক
[B] সিনোভ্যাক
[C] মডার্না mRNA 1273
[D] ফাইজার ভ্যাক্সিন

উত্তরঃ [C] মডার্না mRNA 1273

---Advertisement---

Related Post

UPSC Accounts Officer Recruitment Notification 2025 Out l UPSC অ্যাকাউন্টস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে

UPSC Accounts Officer Recruitment Notification 2025: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ডেপুটেশনের ভিত্তিতে (স্বল্পমেয়াদী চুক্তি সহ) ০১টি অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ করছে। এই পদটি জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০২ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক প্রস্তুতির ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০১ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক ...

রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগ ২০২৫: অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু, মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা সহজেই আবেদন করতে পারবেন। এটি দেশের ...

Leave a Comment