---Advertisement---

ANM GNM Practice Set 2024 | নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট ৫

By Siksakul

Published on:

ANM GNM Practice Set 2024
---Advertisement---

ANM GNM Practice Set 2024: আসন্ন ANM GNM পরীক্ষার জন্য Siksakul -এর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য গুরুত্ত্বপূর্ণ প্র্যাকটিস সেট আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীদের জন্য Siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Siksakul -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ANM GNM Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

ANM GNM Practice Set 2024

ANM GNM পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। সিলেবাস অনুযায়ী এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি Catagory – 1 থেকে দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের বিভিন্ন বিষয়ের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।

ANM GNM Practice Set in Bengali

ANM GNM পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 20 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও Category – 1 থেকে 20 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

ANM & GNM Practice Set 2024 | নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট ৫

ANM GNM Practice Set 5

1. “জিরো আওয়ার” বলতে কোন সময়কে বোঝায়?

[A] 2 pm – 3 pm
[B] 11 am – 12 pm
[C] 12 pm – 1 pm
[D] 10 am – 11 am

উত্তরঃ [C] 12 pm – 1 pm

2. ‘নীলদর্পণ’ নাটকটির রচয়িতা কে?

[A] মাইকেল মধুসূদন দত্ত
[B] দীনবন্ধু মিত্র
[C] রবীন্দ্রনাথ ঠাকুর
[D] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ [B] দীনবন্ধু মিত্র

3. লোহিত রক্তকণিকার জীবনকাল কতদিন?

[A] ৭ দিন
[B] ৩০ দিন
[C] ১২০ দিন
[D] ১৫০ দিন

উত্তরঃ [C] ১২০ দিন

4. কোনটি শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত?

[A] মাইকোরাইজা
[B] লাইকেন
[C] মিউকর
[D] কোনোটিই নয়

উত্তরঃ [B] লাইকেন

5. প্রমাণ চাপের মান কত?

[A] 1.5 bar
[B] 1.789 bar
[C] 1.013 bar
[D] 1 bar

উত্তরঃ [C] 1.013 bar

6. ‘অষ্টক সূত্র’ প্রবর্তন করেন কোন বিজ্ঞানী?

[A] মেন্ডেলিভ
[B] ডোবেরিনার
[C] নিউল্যান্ড
[D] মোজ্লে

উত্তরঃ [C] নিউল্যান্ড

আরও পড়ুনঃ নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট ৪

7. বরফ গলনের লীন তাপ কত?

[A] 537 cal
[B] 80 cal
[C] 537 cal/g
[D] 80 cal/g

উত্তরঃ [D] 80 cal/g

8. কোনটি প্রোটোজোয়া নয়?

[A] হাইড্রা
[B] প্যারামেসিয়াম
[C] ইউগ্লিনা
[D] অ্যামিবা

উত্তরঃ [A] হাইড্রা

9. পাখির শরীরে কোন অংশটি চঞ্চুতে পরিণত হয়েছে?

[A] অগ্রপদ
[B] দাঁত
[C] চোয়াল
[D] কোনোটিই নয়

উত্তরঃ [C] চোয়াল

10. বর্ণান্ধতা রোগে কোন ক্রোমোজোম ক্ষতিগ্রস্ত হয়?

[A] X
[B] Y
[C] উভয়ই
[D] কোনোটিই নয়

উত্তরঃ [A] X

11. মেলাটোনিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়?

[A] হাইপোথ্যালামাস
[B] পিনিয়াল
[C] থাইমাস
[D] পিটুইটারি

উত্তরঃ [B] পিনিয়াল

12. মানব শরীরে ফার্টিলাইজেশন কোথায় সম্পন্ন হয়?

[A] ফ্যালোপিয়ান টিউব
[B] ইউটেরাস
[C] ওভারি
[D] ভ্যাজাইনা

উত্তরঃ [A] ফ্যালোপিয়ান টিউব

13. মানুষের চোখের রেটিনায় কোন প্রোটিন পাওয়া যায়?

[A] অপসিন
[B] অসিন
[C] কেরাটিন
[D] মায়োসিন

উত্তরঃ [A] অপসিন

14. বায়োলজি কথাটির প্রবর্তক কে?

[A] মেন্ডেল
[B] ডারউইন
[C] ল্যামার্ক
[D] অ্যারিস্টটল

উত্তরঃ [C] ল্যামার্ক

15. কোনো ধাতব পদার্থে রুপার প্রলেপ দিতে হলে তড়িদবিশ্লেষ্য হিসেবে কিসের জলীয় দ্রবণ ব্যবহার করা হয়?

[A] কপার সালফেট
[B] ক্রোমিক সালফেট
[C] পটাশিয়াম অরোসায়ানাইড
[D] পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড

উত্তরঃ [D] পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড

16. ডেসিবেল এককে শব্দের কি পরিমাপ করা হয়?

[A] তীব্রতা
[B] কম্পাঙ্ক
[C] তরঙ্গদৈর্ঘ্য
[D] পর্যায়কাল

উত্তরঃ [A] তীব্রতা

ANM GNM পরীক্ষার জন্য সেরা বই।
👇 এই বই থেকে প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে 👇

ANM GNM Practice Set 2024

17. 3Ω, 5Ω ও 8Ω মানের তিনটি রোধকে শ্রেণি সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান কত হবে?

[A] 16 Ω
[B] 0 Ω
[C] 1.5 Ω
[D] 8.5 Ω

উত্তরঃ [A] 16 Ω

18. শূন্যস্থানে শব্দের বেগ কত?

[A] 332 m/s
[B] 320m/s
[C] 0 m/s
[D] অসীম

উত্তরঃ [C] 0 m/s

19. রক্ত কোথায় তৈরি হয়?

[A] হৃদপিন্ড
[B] প্লীহা
[C] মেরুরজ্জু
[D] যকৃত

উত্তরঃ [C] মেরুরজ্জু

20. হিমোগ্লোবিনের সঙ্গে সবচেয়ে বেশি বিক্রিয়ক কোন গ্যাসটি?

[A] কার্বন-ডাই-অক্সাইড
[B] অক্সিজেন
[C] কার্বন মনোক্সাইড
[D] ক্লোরো ফ্লুরো কার্বন

উত্তরঃ [C] কার্বন মনোক্সাইড

---Advertisement---

Related Post

UPSC Accounts Officer Recruitment Notification 2025 Out l UPSC অ্যাকাউন্টস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে

UPSC Accounts Officer Recruitment Notification 2025: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ডেপুটেশনের ভিত্তিতে (স্বল্পমেয়াদী চুক্তি সহ) ০১টি অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ করছে। এই পদটি জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০২ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক প্রস্তুতির ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০১ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক ...

রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগ ২০২৫: অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু, মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা সহজেই আবেদন করতে পারবেন। এটি দেশের ...

Leave a Comment