---Advertisement---

ANM GNM Practice Set 2024 | নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট ৭

By Siksakul

Published on:

ANM GNM Practice Set 2024
---Advertisement---

ANM GNM Practice Set 2024: আসন্ন ANM GNM পরীক্ষার জন্য Siksakul -এর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য গুরুত্ত্বপূর্ণ প্র্যাকটিস সেট আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীদের জন্য Siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Siksakul -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ANM GNM Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

ANM GNM Practice Set 2024 l Nursing Exam Suggestive Practice Set

ANM GNM পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। সিলেবাস অনুযায়ী এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি Catagory – 1 থেকে দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের বিভিন্ন বিষয়ের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।

ANM GNM Practice Set in Bengali

ANM GNM পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 20 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও Category – 1 থেকে 20 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

ANM & GNM Practice Set 2024 | নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট ৭

ANM GNM Practice Set 7

1. পাঁচ জগৎ শ্রেণিবিন্যাস কে করেন?

[A] ক্যানডোল
[B] লিনিয়াস
[C] হুইটেকার
[D] ডারউইন

উত্তরঃ [C] হুইটেকার

2. ELISA পদ্ধতিতে কোন রোগ নির্ণয় করা হয়?

[A] এইডস
[B] ক্যানসার
[C] যক্ষা
[D] কুষ্ঠ

উত্তরঃ [A] এইডস

3. কোন উদ্ভিদের দেহে প্রথম সংবহন কলাতন্ত্র সৃষ্টি হয়?

[A] ব্রায়োফাইট
[B] টেরিডোফাইটা
[C] অ্যালগি
[D] জিমনোস্পার্ম

উত্তরঃ [B] টেরিডোফাইটা

4. বৃক্কের প্রধান কাজ কোনটি?

[A] কার্বন ডাই অক্সাইড কে দেহের বাইরে বের করা
[B] দেহ থেকে বর্জ্য পদার্থ বের করা
[C] পাচনের সহায়তা করা
[D] দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা

উত্তরঃ [B] দেহ থেকে বর্জ্য পদার্থ বের করা

5. প্রেসবায়োপিয়া রোগে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়?

[A] উত্তল
[B] অবতল
[C] বাইফোকাল
[D] কোনোটিই নয়

উত্তরঃ [C] বাইফোকাল

6. কুনোব্যাঙ কোন শ্রেণির প্রাণী?

[A] অ্যাভিস
[B] রেপ্টিলিয়া
[C] অ্যাম্ফিবিয়া
[D] ম্যামেলিয়া

উত্তরঃ [C] অ্যাম্ফিবিয়া

আরও পড়ুনঃ নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট ৬

7. কোন দশা কে বিপাকীয় দশা বলে?

[A] প্রোফেজ
[B] অ্যানাফেজ
[C] টেলোফেজ
[D] ইন্টারফেজ

উত্তরঃ [D] ইন্টারফেজ

8. প্রকরণ চলন কোন উদ্ভিদে দেখা যায়?

[A] বনচাঁড়াল
[B] লজ্জাবতী
[C] কলসপত্রী
[D] সূর্যমুখী

উত্তরঃ [A] বনচাঁড়াল

9. সালোকসংশ্লেষ এর সময় জলের কি হয়?

[A] জারণ
[B] বিজারণ
[C] উভয়ই
[D] কোনোটিই নয়

উত্তরঃ [A] জারণ

10. পাটতন্তু কি ধরনের কলা?

[A] প্যারেনকাইমা
[B] কোলেনকাইমা
[C] স্ক্লেরেনকাইমা
[D] ফ্লোয়েম

উত্তরঃ [C] স্ক্লেরেনকাইমা

11. ইলিশ মাছ সাধারণত কোথায় ডিম পাড়ে?

[A] সমুদ্রের জলে
[B] নদীর জলে
[C] হ্রদের জলে
[D] পুকুরের জলে

উত্তরঃ [B] নদীর জলে

12. মানবদেহের সবচেয়ে বড় পেশিটি কোথায় অবস্থিত?

[A] কোমর
[B] পা
[C] পিঠ
[D] পেট

উত্তরঃ [A] কোমর

13. ক্যাথোড রশ্মি কোন আধানযুক্ত?

[A] ধনাত্মক
[B] ঋণাত্মক
[C] নিস্তড়িৎ
[D] কোনোটিই নয়

উত্তরঃ [B] ঋণাত্মক

14. দন্ত চিকিৎসকেরা দাঁত পরীক্ষার সময় কোন দর্পণ ব্যবহার করেন?

[A] উত্তল
[B] অবতল
[C] সমতল
[D] কোনোটিই নয়

উত্তরঃ [B] অবতল

15. PVC এর মনোমার কোনটি?

[A] পলিথিন
[B] ইথিলিন
[C] ভিনাইল ক্লোরাইড
[D] টেট্রাফ্লুরোইথিলিন

উত্তরঃ [C] ভিনাইল ক্লোরাইড

16. দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত সমযোজী যৌগ কোনটি?

[A] জল
[B] কাপড় কাচার সোডা
[C] ফটকিরি
[D] ইউরিয়া

উত্তরঃ [A] জল

ANM GNM পরীক্ষার জন্য সেরা বই।
👇 এই বই থেকে প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে 👇

17. রাত্রিতে নীল আলোয় আলোকিত কোনো ঘরে লাল জবা ফুলকে কি রংয়ের দেখাবে?

[A] কালো
[B] লাল
[C] নীল
[D] সাদা

উত্তরঃ [A] কালো

18. জাতীয় বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত?

[A] হুগলি
[B] কোচবিহার
[C] দার্জিলিং
[D] হাওড়া

উত্তরঃ [D] হাওড়া

19. পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক নাড়ির স্পন্দন মিনিটে কতবার?

[A] 52
[B] 72
[C] 92
[D] 98

উত্তরঃ [B] 72

20. অক্টোপাসের কতগুলি হৃদপিণ্ড থাকে?

[A] 1 টি
[B] 2 টি
[C] 3 টি
[D] 4 টি

উত্তরঃ [C] 3 টি

---Advertisement---

Related Post

Top 100 GK Questions for Competitive Exams in Hindi 2025 l प्रतियोगी परीक्षाओं के लिए शीर्ष 100 जीके प्रश्न हिंदी में 2025

अगर आप UPSC, SSC, रेलवे, बैंकिंग, या राज्य स्तरीय परीक्षाओं की तैयारी कर रहे हैं, तो सामान्य ज्ञान (GK) आपकी सफलता में महत्वपूर्ण भूमिका निभाता है। हर साल ...

Classical Dances of India: ভারতের ধ্রুপদী নৃত্যের তালিকা ও প্রধান নৃত্যশিল্পী

ভারতের সংস্কৃতি তার বৈচিত্র্যময় ঐতিহ্যের জন্য পরিচিত, এবং ধ্রুপদী নৃত্য এই সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি রাজ্যের নিজস্ব নৃত্যশৈলী তাদের ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার প্রতিফলন ঘটায়। এই ...

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Birbhum District mid day Meal Scheme Recruitment l বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

Birbhum District mid day Meal Scheme Recruitment: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ...

Leave a Comment