ICDS Anganwadi Practice Set: পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সব মিলিয়ে কয়েক হাজার ICDS অঙ্গনওয়ারী কর্মী খুব শীগ্রই নিয়োগ করা হবে। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় জেলায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যারা এই চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমরা প্রতিদিন একটি করে স্পেশাল প্রাকটিস সেট নিয়ে আসছি। যেখান থেকে আপনারা সরাসরি কমন পেতে পারেন। আজকে আমরা একদম নতুন ICDS Practice Set 10 নিয়ে চলে এলাম। দ্রুত এই নতুন প্র্যাকটিস সেটে চোখ বুলিয়ে নিন।
ICDS Anganwadi Practice Set 10 l অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার প্র্যাকটিস সেট ১০
![](https://m.media-amazon.com/images/I/81pNV3OIjUL._SY466_.jpg)
Table of Contents
(1). সাতবাহনের আমলে অন্যতম গুরুত্বপূর্ণ বন্দরের নাম কি?
(i) মথুর (ii) সোপারা (iii) পাটলিপুত্র (iv) তক্ষশীলা
(2). নাসিক লিপি কার আমলে?
(i) গৌতমীপুত্র সাতকর্ণী (ii) সমুদ্র গুপ্ত (iii) হর্ষবর্ধন (iv) ধর্মপাল
(3). রাজরাজেশ্বর মন্দিরটি কার সময়ে নির্মাণ করা হয়েছিল?
(i) বির রাজেন্দ্র (ii) প্রথম রাজেন্দ্র (iii) প্রথম রাজাধিরাজ (iv) প্রথম রাজরাজ
(4). ‘মিতাক্ষরা’ কার লেখা?
(i) বিজ্ঞানেশ্বর (ii) গঙ্গাধর (iii) ন্যায়চন্দ্র (iv) বিলহন
(5). কাভারাত্তি কোথায় অবস্থিত?
(i) দমন (ii) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (iii) চন্ডিগড় (iv) লাক্ষাদ্বীপ
(6). ছত্রিশগড় ভারতের কোন রাজ্য থেকে পৃথক হয়ে তৈরি হয়েছে?
(i) উত্তরপ্রদেশ (ii) হরিয়ানা (iii) বিহার (iv) মধ্য প্রদেশ
ICDS Anganwadi Practice Set l integrated child development service
(7). অংশ ধরনের ‘অস্পৃশ্যতা’র অবলুপ্তি ঘটানো হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারার মাধ্যমে?
(i) ১৭ নং ধারায় (ii) ১৫ নং ধারায় (iii) ১২ নং ধারায় (iv) ১৬ নং ধারায়
(8). নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারার মাধ্যমে?
(i) ১৯ নং ধারায় (ii) ১৭ নং ধারায় (iii) ১৬ নং ধার (iv) ১৮ নং ধারায়
(9). শিল্প এবং কৃষির উপর প্রায় একই রকম গুরুত্ব দেওয়া হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়?
(i) পঞ্চম পরিকল্পনায় (ii) চতুর্থ পরিকল্পনায় (iii) প্রথম পরিকল্পনায় (iv) তৃতীয় পরিকল্পনায়
(10). ভারতের নেতৃবৃন্দ কোন দেশের অনুকরণে পরিকল্পনা গ্রহণ করেছে?
(i) জার্মানি (ii) রাশিয়া (iii) চেকোস্লোভাকিয়া (iv) চীন
Anganwadi Worker and Anganwadi Helper l অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার প্র্যাকটিস সেট
Ans: (1) সোপারা (2) গৌতমীপুত্র সাতকর্ণী (3) প্রথম রাজরাজ (4) বিজ্ঞানেশ্বর (5) লাক্ষাদ্বীপ (6) মধ্য প্রদেশ (7) ১৭ নং ধারায় (8) ১৯ নং ধারায় (9) তৃতীয় পরিকল্পনায় (10) রাশিয়া।