---Advertisement---

ICDS Anganwadi Practice Set 10 l অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার প্র্যাকটিস সেট ১০

By Siksakul

Published on:

ICDS Anganwadi Practice Set
---Advertisement---

ICDS Anganwadi Practice Set: পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সব মিলিয়ে কয়েক হাজার ICDS অঙ্গনওয়ারী কর্মী খুব শীগ্রই নিয়োগ করা হবে। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় জেলায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যারা এই চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমরা প্রতিদিন একটি করে স্পেশাল প্রাকটিস সেট নিয়ে আসছি। যেখান থেকে আপনারা সরাসরি কমন পেতে পারেন। আজকে আমরা একদম নতুন ICDS Practice Set 10 নিয়ে চলে এলাম। দ্রুত এই নতুন প্র্যাকটিস সেটে চোখ বুলিয়ে নিন। 

ICDS Anganwadi Practice Set 10 l অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার প্র্যাকটিস সেট ১০

(1). সাতবাহনের আমলে অন্যতম গুরুত্বপূর্ণ বন্দরের নাম কি?

(i) মথুর (ii) সোপারা (iii) পাটলিপুত্র (iv) তক্ষশীলা 

(2). নাসিক লিপি কার আমলে?

(i) গৌতমীপুত্র সাতকর্ণী (ii) সমুদ্র গুপ্ত (iii) হর্ষবর্ধন (iv) ধর্মপাল 

(3). রাজরাজেশ্বর মন্দিরটি কার সময়ে নির্মাণ করা হয়েছিল?

(i) বির রাজেন্দ্র (ii) প্রথম রাজেন্দ্র (iii) প্রথম রাজাধিরাজ (iv) প্রথম রাজরাজ  

(4). ‘মিতাক্ষরা’ কার লেখা?

(i) বিজ্ঞানেশ্বর (ii) গঙ্গাধর (iii) ন্যায়চন্দ্র (iv) বিলহন  

(5). কাভারাত্তি কোথায় অবস্থিত?

(i) দমন (ii) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (iii) চন্ডিগড় (iv) লাক্ষাদ্বীপ   

(6). ছত্রিশগড় ভারতের কোন রাজ্য থেকে পৃথক হয়ে তৈরি হয়েছে?

(i)  উত্তরপ্রদেশ (ii) হরিয়ানা (iii) বিহার (iv) মধ্য প্রদেশ

ICDS Anganwadi Practice Set l integrated child development service

(7). অংশ ধরনের ‘অস্পৃশ্যতা’র অবলুপ্তি ঘটানো হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারার মাধ্যমে?

(i) ১৭ নং ধারায় (ii) ১৫ নং ধারায় (iii) ১২ নং ধারায় (iv) ১৬ নং ধারায়  

(8). নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারার মাধ্যমে?

(i) ১৯ নং ধারায় (ii) ১৭ নং ধারায় (iii) ১৬ নং ধার (iv) ১৮ নং ধারায় 

(9). শিল্প এবং কৃষির উপর প্রায় একই রকম গুরুত্ব দেওয়া হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়?

(i) পঞ্চম পরিকল্পনায় (ii) চতুর্থ পরিকল্পনায় (iii) প্রথম পরিকল্পনায় (iv) তৃতীয় পরিকল্পনায় 

(10). ভারতের নেতৃবৃন্দ কোন দেশের অনুকরণে পরিকল্পনা গ্রহণ করেছে?

(i) জার্মানি (ii) রাশিয়া (iii) চেকোস্লোভাকিয়া (iv) চীন

Anganwadi Worker and Anganwadi Helper l অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার প্র্যাকটিস সেট

Ans: (1) সোপারা (2) গৌতমীপুত্র সাতকর্ণী (3) প্রথম রাজরাজ (4) বিজ্ঞানেশ্বর (5) লাক্ষাদ্বীপ (6) মধ্য প্রদেশ (7) ১৭ নং ধারায় (8) ১৯ নং ধারায় (9) তৃতীয় পরিকল্পনায় (10) রাশিয়া।

---Advertisement---

Related Post

WBCSSC SLST 2025 Geography Soil MCQ l ভারতের মৃত্তিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

WBCSSC SLST 2025 Geography Soil MCQ: আপনি যদি WBCSSC SLST 2025 পরীক্ষার জন্য ভূগোল বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন, তাহলে মৃত্তিকা (Soil) অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে ভারতের মৃত্তিকার বিভিন্ন ...

🛕 Questions on Sikhism for competitive exams l শিখ ধর্ম: ইতিহাস, ধর্মগুরু ও চাকরির পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নাবলি

Questions on Sikhism for competitive exams: চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় (যেমন WBCS, RRB Group D, SSC, বা অন্যান্য স্টেট ও সেন্ট্রাল জব এক্সাম) ধর্মীয় জিকে (General Knowledge) থেকে ...

Soil Geography for WB SLST 2025 – Chapter-Wise MCQ Part 2 – Boost your Memory

Soil Geography for WB SLST 2025: আপনি যদি WBCSSC SLST Geography 2025 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং Soil Geography অংশে জোর দিতে চান, তাহলে আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন। ...

WB SLST English 2025 Preparation: 50 MCQ from Act I of She Stoops to Conquer (Corrected for 2nd WB SLST)

50 MCQ from Act I of She Stoops to Conquer: Preparing for WB SLST English 2025? You’re in the right place! This blog offers a powerful resource for ...

Leave a Comment