---Advertisement---

ICDS Anganwadi Practice Set 9 l অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার প্র্যাকটিস সেট ৯

By Siksakul

Published on:

ICDS Anganwadi Practice Set
---Advertisement---

ICDS Anganwadi Practice Set: পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সব মিলিয়ে কয়েক হাজার ICDS অঙ্গনওয়ারী কর্মী খুব শীগ্রই নিয়োগ করা হবে। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় জেলায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যারা এই চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমরা প্রতিদিন একটি করে স্পেশাল প্রাকটিস সেট নিয়ে আসছি। যেখান থেকে আপনারা সরাসরি কমন পেতে পারেন। আজকে আমরা একদম নতুন ICDS Practice Set 9 নিয়ে চলে এলাম। দ্রুত এই নতুন প্র্যাকটিস সেটে চোখ বুলিয়ে নিন। 

ICDS Anganwadi Practice Set 9 l অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার প্র্যাকটিস সেট ৯

(1). শকাব্দ কবে থেকে শুরু হয়?

(i) 327 খ্রিস্টপূর্ব (ii) 78 খ্রিস্টপূর্ব (iii) 58 খ্রিস্টপূর্ব (iv) 320 খ্রিস্টপূর্ব   

(2). আইহোল প্রশস্তি কার সঙ্গে সম্পর্ক যুক্ত?

(i) নয়নিকা (ii) কৌটিল্য (iii) রবিকীর্তি (iv) হরিসেন  

(3). গান্ধার শিল্পশৈলী নিন্মেউল্লেখিত কার সঙ্গে সম্পর্কযুক্ত? 

(i) পুষ্য মিত্র (ii) কনিষ্ক (iii) দ্বিতীয় পুলকেশী    (iv) হর্ষবর্ধন

(4). রাজতরঙ্গিনী হল__

(i) পতঞ্জলি (ii) কলহন (iii) অশ্ব ঘোষ (iv) বানভট্ট  

(5). ১০ ডিগ্রি প্রণালীর অবস্থান কোথায়?

(i) আন্দামান ও নিকোবর দ্বীপের মধ্য  (ii) গ্রেট নিকোবর ও সুমাত্রা দ্বীপ এর মধ্যে (iii) রামেশ্বর রোজ জাফনা উপদ্বীপের মধ্য (iv) দক্ষিণ আন্দামান ও লিটন আন্দামান মধ্য    

(6). নিম্নে উল্লেখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের দুটি রাজধানী বর্তমান? 

(i)  বিহার (ii) জম্মু ও কাশ্মীর (iii) উত্তর প্রদেশ  (iv) হিমাচল প্রদেশ

(7). একটি সমনীতি ভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে?

(i) ৪৪ নম্বর ধারা (ii) ৪১ নম্বর ধারা (iii) ৪২ নম্বর ধারা (iv) ৪৩ নম্বর ধারা    

(9). ভারতীয় অর্থনৈতিক পরিকল্পনার উদ্দেশ্য নয় কোনটি?

(i) শিক্ষার বিস্তার (ii) জীবনযাত্রার মান উন্নয়ন  (iii) অর্থনৈতিক বৈষম্য হ্রাস (iv) সুষম আঞ্চলিক বিকাশ 

(10). প্রযুক্তিবিদ্যা ও বিজ্ঞানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছিল কোন পরিকল্পনায়?

(i) অষ্টম পরিকল্পনা (ii) তৃতীয় পরিকল্পনা (iii) পঞ্চম পরিকল্পনা (iv) সপ্তম পরিকল্পনা 


Ans: (1) 78  খ্রিস্টপূর্ব (2) রবিকীর্তি (3) কনিষ্ক (4) কলহন (5) আন্দামান ও নিকোবর দ্বীপের মধ্য (6) জম্মু ও কাশ্মীর (7) ৪৪ নম্বর ধারা (9) শিক্ষার বিস্তার (10) সপ্তম পরিকল্পনা.


Also Read: শিক্ষাগত দিক থেকে জীবন বিকাশের স্তর ও পর্যায়
---Advertisement---

Related Post

UPSC Accounts Officer Recruitment Notification 2025 Out l UPSC অ্যাকাউন্টস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে

UPSC Accounts Officer Recruitment Notification 2025: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ডেপুটেশনের ভিত্তিতে (স্বল্পমেয়াদী চুক্তি সহ) ০১টি অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ করছে। এই পদটি জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০২ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক প্রস্তুতির ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০১ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক ...

রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগ ২০২৫: অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু, মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা সহজেই আবেদন করতে পারবেন। এটি দেশের ...

Leave a Comment