ICDS Practice Set 7: পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সব মিলিয়ে কয়েক হাজার ICDS অঙ্গনওয়ারী কর্মী খুব শীগ্রই নিয়োগ করা হবে। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় জেলায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যারা এই চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমরা প্রতিদিন একটি করে স্পেশাল প্রাকটিস সেট নিয়ে আসছি। যেখান থেকে আপনারা সরাসরি কমন পেতে পারেন। আজকে আমরা একদম নতুন ICDS Practice Set 7 নিয়ে চলে এলাম। দ্রুত এই নতুন প্র্যাকটিস সেটে চোখ বুলিয়ে নিন।
ICDS Practice Set 7 l ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার প্র্যাকটিস সেট ৭
1). পতঞ্জলি নিন্মে উল্লেখিত কোন রাজার সমসাময়িক ছিলেন?
(i) গৌতমী পুত্র সাতকর্ণী (ii) অগ্নিমিত্র শুঙ্গ (iii) পুষ্যমিত্র শুঙ্গ (iv) বাসুদেব কাম্ব
(2). প্রাচীন বৌদ্ধ ধর্মের(মধ্য এশিয়ার মাটি খুঁড়ে) চিহ্নগুলিকে কোন বিজ্ঞানী আবিষ্কার করেন?
(i) আর ডি ব্যানার্জি (ii) মার্শাল (iii) অরেলস্টেইন (iv) দয়ারাম সাহানি
(3). চার্বাক কিসের নাম ছিল?
(i) কুস্তিবিদ (ii) ধর্মীয় চিন্তাভাবনা/দর্শন (iii) ডাক্তার (iv) বিজ্ঞান পন্ডিত
(4). চীনা পর্যটক হিউ য়েন সাং নিন্মেউল্লেখিত কোন শাসকের শাসনকালে ভারতে আসেন?
(i) প্রথম কুলোতুঙ্গ (ii) সমুদ্রগুপ্ত (iii) অশোক (iv) হর্ষবর্ধন
(5). ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল নয় কোনটি?
(i) ত্রিপুরা (ii) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (iii) পন্ডিচেরি (iv) চন্ডিগড়
ICDS Anganwadi 2024
(6). ছত্রিশগড় কোন রাজ্য ভেঙেগঠিত হয়েছে?
(i) মহারাষ্ট্র (ii) বিহার (iii) মধ্য প্রদেশ (iv) উত্তর প্রদেশ
(7). রাজ্যসভার সদস্য সর্বাধিক মেয়াদ কত?
(i) ৬বছর (ii) ২ বছর (iii) তিন বছর (iv) ৪ বছর
(8) প্রার্থীদের অর্থ ব্যয়ের পরিমাণ ১৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে(লোকসভা নির্বাচনের জন্য) কত করা হয়েছে
(i) ২৫ লক্ষ (ii) ২৩ লক্ষ (iii) ১৫লক্ষ (iv) ২২লক্ষ
(9). পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চতুর্থ বছরের শেষে সমাপ্ত হইয়াছিল কারণ
(i) জরুরি অবস্থা অবসান ঘটিয়েছিল (ii) যথেষ্ট অর্থের যোগান ছিল না (iii) জনতা পার্টি নতুন ধাঁচের পরিকল্পনা দিয়া শুরু করিতে চাইয়াছিল (iv) প্রচন্ড খরা
(10). ভারতের ভারী ও মৌলিক শিল্পায়নের সঙ্গে যুক্ত
(i) দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা (ii) প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা (iii) চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা (iv) ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা
Ans: (1) পুষ্যমিত্র শুঙ্গ (2) অরেলস্টেইন (3) ধর্মীয় চিন্তাভাবনা /দর্শন (4) হর্ষবর্ধন (5) ত্রিপুরা (6) মধ্য প্রদেশ (7) ৬বছর (8)২৫ লক্ষ (9) জনতা পার্টি নতুন ধাঁচের পরিকল্পনা দিয়া শুরু করিতে চাইয়াছিল (10) দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা.