ICDS Special Practice Set 5: ICDS অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার ৪র্থ তম Practice Set আপলোড করা হল। যারা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য জানিয়ে রাখি, আমাদের এই প্র্যাকটিস সেট গুলি অভিজ্ঞ শিক্ষক মন্ডলীদের মাধ্যমে প্রস্তুত করা হয়। ফলে আগত চাকরির পরীক্ষায় এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা প্রবল। তাই আর কথা না বাড়িয়ে চলুন আজকের নতুন প্র্যাকটিস সেট ICDS Practice Set 5 তে অংশগ্রহণ করে নিজের সাফল্যকে সামনের দিকে নিয়ে আসুন।
WB ICDS Worker & Helper Practice Set 5 l ICDS Special Practice Set 5
1). কৃষ্ণদেব রায় আমুক্তমাল্যদা কোন ভাষায় লিখেছিলেন?
(i) মালয়ালম (ii) তেলেগু (iii) কন্নড় (iv) তামিল
(2). শিবাজী পুরন্দরের সন্ধি স্বাক্ষর(1665 সালে) করেন __ এর সাথে।
(i) রাজপুত্র মুয়াজ্জম (ii) আফজাল খাঁ (iii) শায়েস্তা খাঁ (iv) জয়সিংহ
(3). কে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করেন?
(i) জয়দেব (ii) চন্ডীদাস (iii) বিদ্যাপতি (iv) মালাধর বসু
(4). কার আমলে শ্রী চৈতন্য দেবের আবির্ভাব হয়েছিল?
(i) নাসির উদ্দিন শাহ (ii) হুসেন শাহ (iii) রাজা গণেশ (iv) নুসরৎ শাহ
(5). কর্কটক্রান্তি ভারতের ___ রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে।
(i) মধ্য প্রদেশ (ii) অন্ধ্রপ্রদেশ (iii) উত্তর প্রদেশ (iv) মহারাষ্ট্র
(6). উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত চীন ও ভারতের সীমান্ত রেখাকে কি বলা হয়?
(i) সিগফ্রিড লাইন (ii) র্যাডক্লিফ লাইন (iii) ডুরান্ড লাইন (iv) ম্যাকমোহন লাইন
(7). লোকসভার প্রথম অধ্যক্ষ
(i) জি ভি মার্ভালাঙ্কার (ii) জি এস ডিলন (iii) হুকুম সিং (iv) অনন্তসায়ানম আয়নগর
(8) রাজ্যসভা মন্ত্রী পরিষদকে
(i) নিয়ন্ত্রণ করে না (ii) নিয়ন্ত্রণ করে (iii) অনুমোদন করে (iv) শুধু আলোচনা করে
(9). ভারতীয় পরিকল্পনাকালে কোনটি দ্রুততম বৃদ্ধি পেয়েছে?
(i) উপরের কোনোটিই নয় (ii) কৃষি ক্ষেত্র (iii) শিল্পক্ষেত্র (iv) সেবাক্ষেত্র
(10). দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে কার নাম যুক্ত?
(i) বি আর শেনয় (ii) মহাত্মা গান্ধী (iii) জওহরলাল নেহেরু (iv) প্রশান্ত চন্দ্র মহলানবীশ
Ans: (1) তেলেগু (2) জয়সিংহ (3) মালাধর বসু (4) হুসেন শাহ (5) মধ্য প্রদেশ (6) ম্যাকমোহন লাইন (7) জি ভি মার্ভালাঙ্কার (8)শুধু আলোচনা করে (9) সেবাক্ষেত্র (10) প্রশান্ত চন্দ্র মহলানবীশ।