---Advertisement---

ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার প্র্যাকটিস সেট ৩, WB ICDS Worker & Helper Practice Set 3

By Siksakul

Published on:

ICDS Worker & Helper Practice Set
---Advertisement---

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার প্র্যাকটিস সেট: WB ICDS Worker & Helper Practice Set 3– পশ্চিমবঙ্গে ২০২৪ সালে নতুন ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে বিভিন্ন জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের। সেই পরীক্ষার প্রস্তুতির জন্য আপনাদের সুবিধার জন্য বাছাই করা প্রশ্ন ও উত্তর আপলোড করা হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে।

প্রতিদিন ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়ে প্রাকটিস সেট দেওয়া হবে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এক নজরে দেখে নিতে পারবেন। খুব কম সময়ে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। WB ICDS Worker & Helper Practice Set 3

WB ICDS Worker & Helper Practice Set 3 l ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার প্র্যাকটিস সেট ৩

(1). বৃহৎসংহিতা 

(i) ব্রহ্মগুপ্ত (ii) আর্য ভট্ট (iii) বরাহমিহির (iv) অমর সিং  

(2). হুন আক্রমণ প্রতিরোধ করেন কোন গুপ্ত সম্রাট?

(i) কুমার গুপ্ত (ii) সমুদ্র গুপ্ত (iii) দ্বিতীয় চন্দ্রগুপ্ত (iv) স্কন্দ গুপ্ত  

(3). দিব্য নায়ক ছিলেন কোন বিদ্রোহের?

(i) সাঁওতাল বিদ্রোহ (ii) কৈবর্ত বিদ্রোহ (iii) কোল বিদ্রোহ (iv) মুন্ডা বিদ্রোহ  

(4). বাংলার প্রথম স্বাধীন রাজা 

(i) রাজা গনেশ (ii) দেবপাল (iii) গোপাল (iv) শশাঙ্ক

(5). রোহিলখন্ড অঞ্চলটি মূলত 

(i) বিহার (ii) গুজরাট সমভূমি  (iii) আরাবল্লীর পশ্চিম পাদদেশ (iv) উত্তরপ্রদেশের উত্তরাঞ্চল 

(6). আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

(i) উপরের কোনোটিই নয় (ii) স্যাডেল শৃঙ্গ (iii) ডায়াবোল শৃঙ্গ (iv) কার নিকোবর     

(7). ভারতীয় সংবিধানের ২৫ নম্বর ধারায় কি আছে

(i) সরকারি প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষার ওপর নিষেধাজ্ঞা (ii) সাংস্কৃতিক এবং শিক্ষার অধিকার  (iii) ধর্মের স্বাধীনতার অধিকার (iv) শোষণের বিরুদ্ধে অধিকার  

(8). ভারতের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা কোন দেশের সংবিধানের সঙ্গে মিল আছে?

(i) রাশিয়ার (ii) UK-র সংবিধানের (iii) USA- এর সংবিধানের (iv) Ireland- এর সংবিধানের 

(9).  কৃষি আয়কর কারা সংগ্রহ করে?

(i) কেন্দ্রীয় ও রাজ্য সরকার (ii) কেবলমাত্র কেন্দ্রীয় সরকার (iii) কেবলমাত্র রাজ্য সরকার (iv) স্থানীয় সরকারগুলি   

(10). নাবার্ড প্রতিষ্ঠানটি কিসের সঙ্গে জড়িত?

(i) রেলের উন্নয়ন (ii) শিল্পের উন্নয়ন (iii) শহরের উন্নয়ন (iv) গ্রামের উন্নয়ন  


Ans: (1) বরাহমিহির (2) স্কন্দ গুপ্ত (3) কৈবর্ত বিদ্রোহ (4) শশাঙ্ক (5) উত্তরপ্রদেশের উত্তরাঞ্চল 

(6) স্যাডেল  শৃঙ্গ (7) ধর্মের স্বাধীনতার অধিকার (8) Ireland- এর সংবিধানের (9) কেবলমাত্র রাজ্য সরকার (10) গ্রামের উন্নয়ন.

---Advertisement---

Related Post

Primary TET EVS Practice Set 11 l প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট ১১: পরিবেশ বিদ্যা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Primary TET EVS Practice Set 11: প্রাইমারি টেট ২০২৫ পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য পরিবেশ বিদ্যা (EVS) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই ব্লগে আমরা প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর, ...

List of Famous Discoveries and Inventors 2025 l আবিষ্কার ও আবিষ্কারক – প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য

Famous Discoveries and Inventors: বিজ্ঞান ও প্রযুক্তি জগতে যেসব বিখ্যাত আবিষ্কার হয়েছে এবং যাঁরা এসব আবিষ্কার করেছেন, তাঁদের সম্পর্কে জানা প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্লগে ...

The Fly by Katherine Mansfield – 30 One-Sentence Questions and Answers l WB SLST English 2025 (Corrected for 2nd WB SLST)

The Fly by Katherine Mansfield: WB SLST English 2025 পরীক্ষার প্রস্তুতিতে ‘The Fly by Katherine Mansfield’ অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে নানা ধরনের প্রশ্ন এসেছে, ...

Araby by James Joyce for WB SLST English 2025 – 30 Model One-Liner Questions with Correct Answers (Corrected for 2nd WB SLST)

Araby by James Joyce for WB SLST English 2025: আপনি যদি WB SLST English 2025 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই ব্লগটি আপনার জন্য বিশেষভাবে উপযোগী। বিশেষ করে ...

Leave a Comment