Important GK Questions and Answers for Job Exams 2024: সাধারণ জ্ঞান (জিকে) প্রতিটি চাকরির পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চাকরির পরীক্ষায় সফল হতে হলে সাধারণ জ্ঞানের উপর সঠিক জ্ঞান রাখা অত্যাবশ্যক। সাধারণ জ্ঞান প্রশ্নগুলি সাধারণত বিভিন্ন বিষয় থেকে আসতে পারে যেমনঃ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বর্তমান ঘটনা, রাজনীতি, অর্থনীতি এবং আরও অনেক কিছু।
এই ব্লগে আমরা চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। প্রশ্নগুলো আপনাকে পরীক্ষায় প্রস্তুতি নিতে সাহায্য করবে এবং আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি করবে। আসুন, আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বিশদভাবে আলোচনা শুরু করি এবং আমাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করি।
Important GK Questions and Answers l গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
Table of Contents
1.এশিয়ার রোম কাকে বলা হয়?
➟ দিল্লি
- দিল্লিতে অবস্থিত গান্ধীজীর সমাধিস্থলের নাম কী?
➟ রাজঘাট - FIFA প্রতিষ্ঠিত হয় কবে?
➟ 1904 সালে - কত বছর পর পর হ্যালির ধুমকেতু দেখা যায়?
➟ 76 বছর - জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ কোনটি?
➟ চীন - চিনের প্রাচীর কে নির্মান করেন?
➟ চিনের রাজা কিন শি হুয়াং - হামিং বার্ড কোন দেশের জাতীয় প্রতীক?
➟ ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো - পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা?
➟ গ্রিক বিজ্ঞানীরা - দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
➟ আনাইমুদি - ভারতের অরণ্য গবেষনাগার টি কোথায় অবস্থিত?
➟ দেরাদুন - পৃথিবীর প্রথম টেস্টটিউব বেবি কোথায় জন্মগ্রহন করেছিল?
➟ ইংল্যান্ড - বিশ্ব জনসংখ্যা দিবস কোন দিন পালিত হয়?
➟ 11 জুলাই - বিশ্বের কত শতাংশ মানুষ সমতলে বাস করেন?
➟ 90% - ভারতের প্রথম কৃত্তিম উপগ্রহ কোনটি?
➟ আর্যভট্ট - সার হিসাবে ব্যাবহার করা হয় এমন শৈবালের নাম কি?
➟ অ্যানাবিনা, নস্টক - কোন ধাতুর আকরিকের নাম ‘গ্যালেনা’?
➟ সীসা - স্থায়ী চুম্বক তৈরি করতে কোন লোহা ব্যাবহার করা হয়?
➟ ইস্পাত - প্লাস্টিক শিল্পে ব্যবহৃত ‘ PVC ‘শব্দ টির অর্থ কি?
➟ পলিভিনাইল ক্লোরাইড - পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত?
➟ শূন্য - দুর্গাপুর কী নামে পরিচিত?
➟ ভারতের রুঢ় - ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়?
➟ স্থিতি শক্তি - মুখ্য রং কোন তিনটি?
➟ লাল, নীল, সবুজ - ‘Art of Living’ এর প্রবক্তা কে?
➟ শ্রী শ্রী রবিশঙ্কর - ভারতের কোথায় ধান গবেষণাগার আছে?
➟ ওডিশার কটক শহরে - চারমিনার কোন শহরে অবস্থিত?
➟ হায়দ্রাবাদ - ‘বুল’ এবং ‘বিয়ার’ শব্দ দুটি কীসের সাথে জড়িত?
➟ শেয়ার বাজার - ন্যশানাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত?
➟ মুম্বাই - SAARC কবে প্রতিষ্ঠিত হয়?
➟ 8 ডিসেম্বর, 1985 - WHO এর সদর দফতর কোথায় অবস্থিত?
➟ জেনিভা - PAN এর সম্পূর্ন রূপ লেখ ।
➟ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার - সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত?
➟ নাব্রা উপত্যকা (কারাকোরাম) - কসমিক ইয়ার (Cosmic Year) কি?
➟ যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে - ওড়িশা রাজ্যের State Animal কোনটি?
➟ সম্বর হরিণ - শরীরের সবথেকে বড়ো অঙ্গ কী?
➟ ত্বক - DNS বলতে কী বোঝায়?
➟ ডোমেন নেম সিস্টেম