---Advertisement---

Important GK Questions and Answers 2024 l গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর – 02

By Siksakul

Published on:

Important GK Questions and Answers
---Advertisement---

Important GK Questions and Answers for Job Exams 2024: সাধারণ জ্ঞান (জিকে) প্রতিটি চাকরির পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চাকরির পরীক্ষায় সফল হতে হলে সাধারণ জ্ঞানের উপর সঠিক জ্ঞান রাখা অত্যাবশ্যক। সাধারণ জ্ঞান প্রশ্নগুলি সাধারণত বিভিন্ন বিষয় থেকে আসতে পারে যেমনঃ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বর্তমান ঘটনা, রাজনীতি, অর্থনীতি এবং আরও অনেক কিছু।

এই ব্লগে আমরা চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। প্রশ্নগুলো আপনাকে পরীক্ষায় প্রস্তুতি নিতে সাহায্য করবে এবং আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি করবে। আসুন, আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বিশদভাবে আলোচনা শুরু করি এবং আমাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করি।

Important GK Questions and Answers l গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

  1. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি রূপে কে নিযুক্ত হয়েছিলেন ?
    উ: জাকির হোসেন।
  2. কত সালে জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয় ?
    উ: 1952 সালে।
  3. অরিজিন অফ স্পেসিসের এর লেখক কে ?
    উ: ল্যামার্ক।
  4. সাধারণ উষ্ণতায় তরল ধাতু কোনটি ?
    উ: পারদ।
  5. কোন কারণের জন্য আকাশ নীল রঙের দেখায় ?
    উ: বিক্ষেপণের জন্য।
  6. গুটি বসন্তের টিকা এর আবিষ্কারক কোন ব্যক্তি ?
    উ: এডওয়ার্ড জেনার।
  7. প্রাণীদের বৃহত্তম গোষ্ঠীর নাম কি ?
    উ: আর্থোপোডা।
  8. প্রোপেন এর রাসায়নিক ফর্মুলা হল ?
    উ: C2H6
  9. 700019 এটি কোন রাজ্যের পিনকোড ?
    উ: পশ্চিমবঙ্গ।
  10. স্থিতিস্থাপকতা সর্বাধিক রয়েছে কোন জিনিসে ?
    উ: ইস্পাত।
Quiz Questions l Exam Preparation

11 আরাবল্লী পর্বতের সর্বোচ্চ চূড়া কোনটি ?
উ: গুরু শিখর।

  1. ঔরঙ্গজেব যখন মৃত্যুবরণ করেছিলেন তখন মারাঠাদের নেতৃত্ব কার কাছে ছিল ?
    উ: তারাবাঈ।
  2. কুতুবউদ্দিন আইবক প্রথমবার দিল্লির সুলতান হয়েছিলেন কত অব্দে ?
    উ: 1206 অব্দে।
  3. পৃথিবীর কোন স্থানে কোন মাধ্যাকর্ষণ বল কাজ করে না ?
    উ: পৃথিবীর কেন্দ্রে।
  4. জিতল নামক তামার মুদ্রা প্রচলন করেন কোন শাসক ?
    উ: ইলতুৎমিস।
  5. গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্সে ( GCRI ) 2021 ভারতের স্থান কততম ?
    উ: 7 তম।
  6. প্রথম কৃত্রিম তন্তু হিসাবে বিবেচিত হয় ?
    উ: নাইলন।
  7. সুগন্ধি লবণ বলা হয়ে থাকে কাকে ?
    উ: অ্যামোনিয়াম কার্বনেটকে।
  8. ONGC এর সম্পূর্ণ নামটি কি ?
    উ: অয়েল অ্যান্ড ন‍্যাচারাল গ‍্যাস কর্পোরেশন।
  9. অক্টোবর-নভেম্বর মাসে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয় পশ্চিমবঙ্গে তাকে কি বলা হয় ?
    উ: আশ্বিনের ঝড়।
  10. কোন রাজ‍্যে চৌসাখাল ও বক্সারখাল অবস্থান করেছে ?
    উ: বিহার।
  11. ইক‍্যুয়েটর থেকে মেরুতে তে গেলে g এর মান এর কি পরিবর্তন হবে ?
    উ: বৃদ্ধি পাবে।
  12. দৈর্ঘ্য বরাবর তরঙ্গ কোন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে না ?
    উ: শূন‍্য।
  13. রেশম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে ?
    উ: কর্ণাটক।
  14. জায়গীরদার প্রথা প্রবর্তন করেছিলেন কোন মুঘল শাসক ?
    উ: আকবর।
  15. বিরসা মুন্ডা স্টেডিয়াম ভারতের কোন স্থানে অবস্থিত রয়েছে ?
    উ: রাঁচী।
  16. সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব রুপা কে নিযুক্ত হয়েছিলেন ?
    উ: ট্রিগভি লি।
  17. মানুষের বংশগতি গঠনে পুরুষের ক্রোমোজোম এর বৈশিষ্ট্য কি অবস্থানে থাকে ?
    উ: XY
  18. জিয়োডিয়াসিস রোগের একান্ত কারণ কি ?
    উ: প্রোটোজোয়া।
  19. ফাইলেরিযা রোগটি কোন মশার দ্বারা সৃষ্ট হয় ?
    উ: কিউলেক্স মশা।
---Advertisement---

Related Post

UPSC Accounts Officer Recruitment Notification 2025 Out l UPSC অ্যাকাউন্টস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে

UPSC Accounts Officer Recruitment Notification 2025: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ডেপুটেশনের ভিত্তিতে (স্বল্পমেয়াদী চুক্তি সহ) ০১টি অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ করছে। এই পদটি জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০২ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক প্রস্তুতির ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০১ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক ...

রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগ ২০২৫: অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু, মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা সহজেই আবেদন করতে পারবেন। এটি দেশের ...

Leave a Comment