---Advertisement---

Important Questions and Answers for All Job Exams 2024 l সমস্ত চাকরির পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

By Siksakul

Published on:

Important Questions and Answers for All Job Exams
---Advertisement---

Important Questions and Answers for All Job Exams: চাকরির পরীক্ষায় সফল হওয়ার জন্য প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সঠিক তথ্য ও সঠিক প্রস্তুতির কোন বিকল্প নেই। এই ব্লগে আমরা সমস্ত চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে আলোচনা করব। আপনি যদি সরকারি বা বেসরকারি চাকরির পরীক্ষার (All Competitive Job Exams) জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই ব্লগটি আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। আসুন, প্রস্তুতির যাত্রা শুরু করা যাক এবং আত্মবিশ্বাসের সাথে পরীক্ষার প্রস্তুতি নেয়া যাক।

Important Questions and Answers for All Job Exams l সমস্ত চাকরির পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

প্রশ্ন. প্রতিপ্রভ টিউবে কোন গ্যাস ব্যবহৃত হয় ?
উত্তর:- ক্রিপ্টন, হিলিয়াম
প্রশ্ন. কৃত্তিম উপায়ে ফল পাকাতে কোন গ্যাস ব্যবহৃত হয় ?
উত্তর:- ইথিলিন
প্রশ্ন. রকেট প্রপেল্যান্টে,রাসায়নিক অস্ত্রে কোন গ্যাস ব্যবহৃত হয় ?
উত্তর:- সায়ানোজেন
প্রশ্ন. লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয় ?
উত্তর:- বিউটেন
প্রশ্ন. হিমায়ন প্রক্রিয়া,রকেট জ্বালানিতে কোন গ্যাস ব্যবহৃত হয় ?
উত্তর:- অ্যামোনিয়া
প্রশ্ন. ঝালাই ও কাটার জন্য কোন গ্যাস ব্যবহৃত হয় ?
উত্তর:- অ্যাসিটিলিন
প্রশ্ন. মুম্বাইতে এলফিনস্টোন ইনস্টিটিউশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তর:- 1835
প্রশ্ন. 3য় পঞ্চ বার্ষিকী পরিকল্পনার সময়কাল কি ছিল ?
উত্তর:- 1961 – 66
প্রশ্ন. ‘রামতনু লাহিড়ী ও তৎকালীন সমাজ’ গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- শিবনাথ শাস্ত্রী
প্রশ্ন. বিশ্ব ব্যাংক কত সাল থেকে কাজ শুরু করে ?
উত্তর:- 1946


প্রশ্ন. 1949 সালে প্রণীত ব্যাঙ্কিং কোম্পানি আইন বর্তমানে কি নামে পরিচিত ?
উত্তর:- ব্যাংকিং রেগুলেটিং এক্ট
প্রশ্ন. রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয় কবে ?
উত্তর:- 1949
প্রশ্ন. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীর নাম কি ?
উত্তর:- প্রভাবতী সম্ভাষণ
প্রশ্ন. ‘ইন্ডিয়া ডিভাইডেড’ গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- ড: রাজেন্দ্র প্রসাদ
প্রশ্ন. কলকাতায় বসু বিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- 1917
প্রশ্ন. পরমাণু কেন্দ্রের ব্যাস মাপার জন্য কোন একক ব্যবহৃত হয় ?
উত্তর:- ফার্মি
প্রশ্ন. ‘ঘুমের দরজা ঠেলে’ গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- চিন্ময় গুহ
প্রশ্ন. ‘শ্রীকৃষ্ণের শেষ কটা দিন’ গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- সঞ্জীব চট্টোপাধ্যায়
প্রশ্ন. ‘সেই নিখোঁজ মানুষটা’ গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- আফসার আহমেদ
প্রশ্ন. ‘মহাভারতের অষ্টাদশী’ গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- নৃসিংহপ্রসাদ ভাদুড়ি


প্রশ্ন. ‘শোনো জবা ফুল’ গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- অলোক সরকার
প্রশ্ন. ‘পিয়া মন ভাবে’ গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- উৎপল কুমার বসু
প্রশ্ন. ‘দ্বৈপায়ন হ্রদের ধারে’ গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- সুবোধ সরকার
প্রশ্ন. ‘বীরাসন’ গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- সুব্রত মুখোপাধ্যায়
প্রশ্ন. ‘ক্ষণমিহিরের ঢিপি’ গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- বাণী বসু
প্রশ্ন. ‘বাঙালি জীবনে রবীন্দ্রনাথ’ গ্রন্থটি কার লেখা ?
উত্তর:- সৌরিন ভট্টাচার্য
প্রশ্ন. নিউক্লিয় বলের পাল্লা কত ?
উত্তর:- 1.5 ফার্মি
প্রশ্ন. প্রোটন ও নিউট্রনের মধ্যে যে কণার আদান-প্রদানের ফলে নিউক্লিয় বল উৎপন্ন হয় তা হল ?
উত্তর:- মেসন


Important Questions and Answers for All Job Exams

কোন ধর্মের জন্য জল কৈশিক প্রক্রিয়ায় নল বেয়ে উঠে যায়?
Ans. পৃষ্ঠটান

গর্জনশীল চল্লিশা কি ?
Ans. পশ্চিমা বায়ুর প্রবাহ

কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়?
Ans. শব্দ তরঙ্গ

Control Unit ছাড়া একটি Processor- এ আর কোনটি থাকে ?
Ans. Arithmetic Logic Unit (ALU)

কোন বইটি সালমান রুশদি রচিত নয়?
Ans. দ্য ওল্ড ডেভিলস

কোন ছায়াছবিটি ঋতুপর্ণ ঘোষের পরিচালিত নয় ?
Ans. আবার অরণ্য

সালোকসংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ অনুর অক্সিজেনর উৎস হলো ?
Ans. CO2

কোনটি অসমের নৃত্য?
Ans. বিহু

Computer এর সাথে সম্পর্কিত Wetware কি ?
Ans. Human Brain

সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার কতসালে চালু হয়?
Ans. 1954

সৎনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয়,তিনি ছিলেন –
Ans. ঔরঙ্গজেব

স্যার স্টাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন:
Ans. লেবার পার্টির

একটি টেস্টে ইনিংসে 400 রান প্রথম অর্জন করেছেন কোন ব্যাটসম্যান?
Ans. ব্রান লারা

ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করেন ?
Ans. লর্ড কার্জন

TCS এর বর্তমান ceo কে?
Ans. রাজেশ গোপিনাথান

ভারতের জাতীয় উদ্ভিদ হল–
Ans. বট

সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণিতে (range) অবস্থিত?
Ans. কারাকোরাম রেঞ্জ

কোন রাজ্যটি পূর্বে নেফা ( NEFA ) নামে পরিচিত ছিল ?
Ans. অরুণাচল প্রদেশ

কে ভারতীয় সংবিধানকে ‘আইনজীবীদের স্বর্গরাজ্য’ হিসাবে গণ্য করেছিলেন ?
Ans. Sir Ivor Jennings

ভারতীয় সংবিধানে আর্টিকেল 280 -তে নিম্নলিখিত কোনটি স্থাপনের ব্যবস্থা করা হয়েছে ?
Ans. অর্থ কমিশন

সম্প্রতি কোন রাজ্যের পূর্ব মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং মারা যান ?
Ans. হিমাচল প্রদেশ

জাতীয় যুব দিবস উদযাপিত হয়—
Ans. 12 জানুয়ারী

‘অস্পৃশ্যতা দূরীকরণ ’ ভারতীয় সংবিধানের কোন অধিকারের অন্তর্গত ?
Ans. সাম্যের অধিকার

পণ্ডিত বিরজু মহারাজ কোন ধরনের নাচের শিল্পী ?
Ans. কত্থক

কোন শ্বেত কণিকা হেপারিন নিঃসরণ করে ?
Ans. বেসোফিল

টাইটানিক সিনেমার মাই হার্ট উইল গো অন গানের – গায়িকা কে ?
Ans. সেলিনা ডিয়ান

কে 1932 খ্রিঃ কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন?
Ans. রামসে ম্যাকডোনাল্ড

উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয়?
Ans. হাইড্রোজেন

উবের কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত ?
Ans. ব্যাডমিন্টন

---Advertisement---

Related Post

WBCSSC SLST 2025 Geography Soil MCQ l ভারতের মৃত্তিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

WBCSSC SLST 2025 Geography Soil MCQ: আপনি যদি WBCSSC SLST 2025 পরীক্ষার জন্য ভূগোল বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন, তাহলে মৃত্তিকা (Soil) অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে ভারতের মৃত্তিকার বিভিন্ন ...

🛕 Questions on Sikhism for competitive exams l শিখ ধর্ম: ইতিহাস, ধর্মগুরু ও চাকরির পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নাবলি

Questions on Sikhism for competitive exams: চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় (যেমন WBCS, RRB Group D, SSC, বা অন্যান্য স্টেট ও সেন্ট্রাল জব এক্সাম) ধর্মীয় জিকে (General Knowledge) থেকে ...

Soil Geography for WB SLST 2025 – Chapter-Wise MCQ Part 2 – Boost your Memory

Soil Geography for WB SLST 2025: আপনি যদি WBCSSC SLST Geography 2025 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং Soil Geography অংশে জোর দিতে চান, তাহলে আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন। ...

WB SLST English 2025 Preparation: 50 MCQ from Act I of She Stoops to Conquer (Corrected for 2nd WB SLST)

50 MCQ from Act I of She Stoops to Conquer: Preparing for WB SLST English 2025? You’re in the right place! This blog offers a powerful resource for ...

Leave a Comment