Important Questions and Answers from history for all Job Exams 2024: ভারতীয় ইতিহাসের গুরুত্ব অপরিসীম, বিশেষত যখন আপনি সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। চাকরির পরীক্ষার প্রশ্নপত্রে ভারতীয় ইতিহাস সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন প্রায়ই উঠে আসে, যা আপনার পরীক্ষার ফলাফলকে প্রভাবিত করতে পারে। সুতরাং, ভারতীয় ইতিহাসে ভালো ধারণা থাকা অত্যন্ত জরুরি। আমাদের দেশের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে বিশদ জ্ঞান থাকলে আপনি পরীক্ষায় এগিয়ে থাকতে পারবেন। এ কারণে, এই ব্লগে আমরা ভারতীয় ইতিহাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে আলোচনা করব, যা আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। আপনি যদি সরকারি বা বেসরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই ব্লগটি আপনার জন্য অত্যন্ত উপকারী হবে।
ভারতীয় ইতিহাসের বিভিন্ন অধ্যায় যেমন প্রাচীন ভারত, মধ্যযুগীয় ভারত, এবং আধুনিক ভারতের বিভিন্ন ঘটনা ও ব্যক্তিত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়াও, বিভিন্ন গুরুত্বপূর্ণ তারিখ, আন্দোলন, রাজবংশ, যুদ্ধ এবং তাদের প্রভাব নিয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হবে। এই তথ্যগুলি আপনার প্রস্তুতিতে সহায়ক হবে এবং আপনাকে পরীক্ষার সময় আত্মবিশ্বাসী ও প্রস্তুত হতে সাহায্য করবে। সঠিক প্রস্তুতি এবং সময়মত অধ্যয়নই কেবলমাত্র সফলতার চাবিকাঠি। তাই, আমাদের সঙ্গে থাকুন এবং ভারতীয় ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সম্পর্কে জানুন। এই তথ্যগুলি শুধুমাত্র আপনার জ্ঞান বৃদ্ধি করবে না, বরং পরীক্ষায় সফলতার পথকে আরও সুগম করবে। প্রস্তুতির এই যাত্রায় আপনার সঙ্গী হতে পেরে আমরা গর্বিত। আসুন, ভারতীয় ইতিহাসের যাত্রায় পা বাড়াই এবং সফলতার পথে এগিয়ে যাই।

Important Questions and Answers from history for all Job Exams 2024
Table of Contents
- আজাদ হিন্দ বাহিনী কে গঠন করেন?
উত্তরঃ 1942 সালে সিঙ্গাপুরে রাসবিহারী বসু। - আজাদ হিন্দ বাহিনী কবে কোহিমা দখল করেন?
উত্তরঃ 1944 সালে। - ওয়াভেল পরিকল্পনা কবে পাস হয়?
উত্তরঃ 1945 খ্রিস্টাব্দে। - কেবিনেট মিশন কবে ভারতে আসেন?
উত্তরঃ 1946 খ্রিস্টাব্দে। - নৌ সেনা বিদ্রোহ কবে হয়?
উত্তরঃ 1946 সালে বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে।
6.তেভাগা আন্দোলন কবে হয়?
উত্তরঃ 1946 সালে।
7.ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশ কবে হয়?
উত্তরঃ 1946 সালে।
8.মাউন্টবাটেন পরিকল্পনা কবে পাস হয়?
উত্তরঃ 1947 সালে। ভারত বিভাগের সিদ্ধান্ত ঘোষণা।
9.কবে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তর করা হয়?
উত্তরঃ 1911 খ্রিস্টাব্দে।
10.প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল কত ছিল?
উত্তরঃ 1914 থেকে 1918 সাল।
11.কবে কার উদ্যোগে জালিনওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়?
উত্তরঃ মাইকেল ডায়ার এর নির্দেশে 1919 খ্রিস্টাব্দে।
- অসহযোগ আন্দোলন কবে হয়?
উত্তরঃ 1920 সালে। - “ভারতশাসন আইন” কবে প্রণয়ন হয়?
উত্তরঃ 1892 খ্রিস্টাব্দে।
14বাংলায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ প্রমথনাথ মিত্র, 1902 খ্রিস্টাব্দে।
15.জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কবে হয়?
উত্তরঃ 1907 খ্রিস্টাব্দে। কংগ্রেস দুটি শাখায় বিভক্ত হয়ে যায়।
16.ক্ষুদিরাম বসুর কবে ফাঁসি হয়?
উত্তরঃ 1908 খ্রিস্টাব্দে।
17.মর্লে-মিন্টো সংস্কার আইন কবে প্রবর্তন হন?
উত্তরঃ 1909 খ্রিস্টাব্দে।
18.গদর পার্টি কে কবে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ আমেরিকার সানফ্রান্সিসকো শহরে, 1913 খ্রিস্টাব্দে, লালা হরদয়াল এর উদ্যোগে। - কোমাগাতা মারু ঘটনা কত খ্রিস্টাব্দে হয়?
উত্তরঃ 1914 খ্রিস্টাব্দে। বজবজে 20 জন শিখের মৃত্যু ঘটে ও 200 জন বন্ধি হয়।
20.চম্পারন সত্যাগ্রহ আন্দোলন কবে শুরু হয়?
উত্তরঃ গান্ধীজীর নেতৃত্বে 1917 খ্রিস্টাব্দে।
21.রাওলাট আইন কবে পাস হয়?
উত্তরঃ 1919 খ্রিস্টাব্দে।
22.মন্টেগু-চেমসফোর্ড সংস্কর আইন কবে পাস হয়?
উত্তরঃ 1919 খ্রিস্টাব্দে।
- খিলাফৎ আন্দোলনের সূচনা কবে হয়েছিল?
উত্তরঃ 1919 খ্রিস্টাব্দে।
24.অহিংস অসহযোগ আন্দোলন কবে হয়েছিল?
উত্তরঃ 1920 খ্রিস্টাব্দে গান্ধীজি নেতৃত্বে।
25.চৌরিচৌরার ঘটনা কবে হয়েছিল?
উত্তরঃ 1922 সালে। এই ঘটনায় অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন
26.স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1923 খ্রিস্টাব্দে।
27.ভারতের কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠা হয়?
উত্তরঃ 1925 খ্রিস্টাব্দে।
28.সাইমন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ 1927 খ্রিস্টাব্দে।
- নেহেরু রিপোর্ট কবে পাশ হয়?
উত্তরঃ 1928 খ্রিস্টাব্দে।
30.জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ন স্বাধীনতার দাবি ঘোষণা করা হয়?
উত্তরঃ 1929 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে।
31.আইন অমান্য আন্দোলনের সূচনা কবে হয়?
উত্তরঃ 1930 খ্রিস্টাব্দে। গান্ধীজির নেতৃত্বে।
32.ডান্ডি লবন সত্যাগ্রহ কবে হয়?
উত্তরঃ 1930 খ্রিস্টাব্দে গান্ধীজীর নেতৃত্বে।
33.চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নায়ক কে ছিলেন?
উত্তরঃ মাস্টারদা সূর্য সেন। 1930 খ্রিস্টাব্দে। - অলিন্দ যুদ্ধ কবে হয়?
উত্তরঃ 1930 খ্রিস্টাব্দে। - প্রথম গোল টেবিল বৈঠক কবে হয়?
উত্তরঃ 1930 খ্রিস্টাব্দে।
36.ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের কবে ফাঁসি হয়?
উত্তরঃ 1931 খ্রিস্টাব্দে।
37.গান্ধী আরউইন চুক্তি কবে হয়?
উত্তরঃ 1931 খ্রিস্টাব্দে।
38.পুণাচুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ 1932 খ্রিস্টাব্দে। ডাঃ বি. আর. আম্মেদকর ও গান্ধীজির মধ্যে।
39.”সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি” কে ঘোষণা করেন?
উত্তরঃ র্যামসে ম্যাকডোনাল্ড, 1932 খ্রিস্টাব্দে। - “National Trade Union Federation” – কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ 1933 খ্রিস্টাব্দে।
41.সূর্যসেনের কবে ফাঁসি হয়?
উত্তরঃ 1934 খ্রিস্টাব্দে।
42.কংগ্রেস সমাজ মন্ত্রী দল কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ জয়প্রকাশ নারায়ন, 1934 খ্রিস্টাব্দে। - ভারত শাসন আইন কবে পাস হয়?
উত্তরঃ 1935 সালে।
44.নিখিল ভারত কিষান কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ 1936 খ্রিস্টাব্দে। - জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি হন?
উত্তরঃ 1938 সালে হরিপুরা অধিবেশনে। - দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা কবে হয়?
উত্তরঃ 1939 সালে। - ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করে করেন?
উত্তরঃ 1939 সালে সুভাষচন্দ্র বসু। - মুসলিম লীগের কোন অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা হয়?
উত্তরঃ 1940 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে। - ভারত ছাড়ো আন্দোলন কবে হয়?
উত্তরঃ 1942 খ্রিস্টাব্দে, গান্ধীজির নেতৃত্বে। - ক্রিপস মিশন কবে ভারতে আসে?
উত্তরঃ 1942 খ্রিস্টাব্দে।