---Advertisement---

Important Questions and Answers from history for all Job Exams 2024l সমস্ত চাকরির পরীক্ষার জন্য ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর – 02

By Siksakul

Published on:

Important Questions and Answers from history for all Job Exams 2024
---Advertisement---

Important Questions and Answers from history for all Job Exams 2024: ভারতীয় ইতিহাসের গুরুত্ব অপরিসীম, বিশেষত যখন আপনি সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। চাকরির পরীক্ষার প্রশ্নপত্রে ভারতীয় ইতিহাস সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন প্রায়ই উঠে আসে, যা আপনার পরীক্ষার ফলাফলকে প্রভাবিত করতে পারে। সুতরাং, ভারতীয় ইতিহাসে ভালো ধারণা থাকা অত্যন্ত জরুরি। আমাদের দেশের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে বিশদ জ্ঞান থাকলে আপনি পরীক্ষায় এগিয়ে থাকতে পারবেন। এ কারণে, এই ব্লগে আমরা ভারতীয় ইতিহাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে আলোচনা করব, যা আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। আপনি যদি সরকারি বা বেসরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই ব্লগটি আপনার জন্য অত্যন্ত উপকারী হবে।

ভারতীয় ইতিহাসের বিভিন্ন অধ্যায় যেমন প্রাচীন ভারত, মধ্যযুগীয় ভারত, এবং আধুনিক ভারতের বিভিন্ন ঘটনা ও ব্যক্তিত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়াও, বিভিন্ন গুরুত্বপূর্ণ তারিখ, আন্দোলন, রাজবংশ, যুদ্ধ এবং তাদের প্রভাব নিয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হবে। এই তথ্যগুলি আপনার প্রস্তুতিতে সহায়ক হবে এবং আপনাকে পরীক্ষার সময় আত্মবিশ্বাসী ও প্রস্তুত হতে সাহায্য করবে। সঠিক প্রস্তুতি এবং সময়মত অধ্যয়নই কেবলমাত্র সফলতার চাবিকাঠি। তাই, আমাদের সঙ্গে থাকুন এবং ভারতীয় ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সম্পর্কে জানুন। এই তথ্যগুলি শুধুমাত্র আপনার জ্ঞান বৃদ্ধি করবে না, বরং পরীক্ষায় সফলতার পথকে আরও সুগম করবে। প্রস্তুতির এই যাত্রায় আপনার সঙ্গী হতে পেরে আমরা গর্বিত। আসুন, ভারতীয় ইতিহাসের যাত্রায় পা বাড়াই এবং সফলতার পথে এগিয়ে যাই।

Important Questions and Answers from history for all Job Exams 2024

  1. ভারত ছাড় আন্দোলনের একজন দলিত নেত্রীর নাম – শান্তাবাঈ ভালেরাও
  2. যে বিদেশি ভারতের বিপ্লবী আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিলেন – ভগিনী নিবেদিতা
  3. ভগিনী নিবেদিতাকে ‘ ভারতীয় বিপ্লববাদের উদ্গাতা ‘ বলেছিলেন – ভুপেন্দ্রনাথ দত্ত
  4. যে নারীর হাতে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসন নিহত হন – বিনা দাস
  5. জয়শ্রী প্রত্রিকা প্রকাশ করেন – লীলা নাগ
  6. লীলা নাগ (রায় )যে সংঘের সঙ্গে যুক্ত ছিলেন – দীপালি ছাত্রীসংঘ
  7. ভারতে প্রথম বিপ্লবী মহিলা শহীদ হয়েছিলেন – প্রীতিলতা ওয়েদ্দেদার
  8. প্রীতিলতা ওয়েদ্দেদারের বিপ্লবী জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা হল – চট্টগ্রাম অভ্যুত্থান
  9. ভারতের বাইরে ভারতীয় নারীদের সামরিক কাজে লাগানোর প্রথম পরীক্ষামূলক উদ্যোগ নিয়ে ছিলেন – রানী ঝাঁসি রেজিমেন্ট
  10. রানী ঝাঁসি রেজিমেন্টের প্রধান দায়িত্বে ছিলেন – ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন
  11. আন্তর্জাতিক নারীবর্ষ পালিত হয় – ১৯৭৫ সালে
  12. ডন সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন – সতীশচন্দ্র মুখোপাধ্যায়
  13. ডন সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল – ১৯০২ সালে
  14. কলকাতা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল – ১৯০৫ সালে
  15. আন্টি – সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল – ১৯০৫ সালে
    16.ভারতের যে আন্দোলনের ডাকে প্রথম নারীরা সারা দেয় – রাওলাট সত্যাগ্রহ (1919 সালে)
    17.ভারতী প্রত্রিকার সম্পাদক ছিলেন – সরলাদেবী চৌধুরানী
    18.বাসন্তীদেবী ও সুনীতি দেবী যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন – অহিংসা অসহযোগ আন্দোলন
    19.বাসন্তী দেবী ছিলেন – দেশবন্ধু চিত্ররঞ্জন দাসের স্ত্রী
    20.বি – আম্মা নাম পরিচিত ছিলেন -আবিদা বানু
    21.বাংলায় স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেত্রীর নাম – কুমুদিনী বসু ( মিত্র)
    22.গান্ধীজির ডান্ডি অভিযান শুরু হয় – ১৯৩০ সালে ১২ মার্চ
    23.ধরসানা লবন সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন – সরোজিনী নাইডু
    24.বোম্বাই লবন উৎপাদন কেন্দ্র আক্রমণে নেতৃত্ব দেন – কমলাদেবী চট্টোপাধ্যায়
    25.সত্যবালা দেবী ও আশালতা সেন যে আন্দোলনের সঙ্গে ছিলেন – আইন অমান্য আন্দোলন
    26.গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন – মাতঙ্গিনী হাজরা
    27.তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়েছিল – ১৯৪২ সালে ,তমলুকে
    28.ভাগিনী সেনা সংগঠিত হয়েছিল – মেদিনীপুরের তমলুকে
    29.রেডিও ট্রান্সমিটারের মাধ্যমে গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে এর আদর্শ প্রচার করেন – উষা মেহেতা
    30.অসমে ভারত ছাড় আন্দোলনে যে নারী গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন – কনকলতা বড়ুয়া
    31.রাম্পা উপজাতির বাস ছিল – গোদাবরী উপত্যাকায়
    32.Worker and peasants Party প্রতিষ্ঠিত হয় – ১৯২৮ খ্রিস্টাব্দে
    33.Worker and peasants Party যুক্ত ছিল – সাইমন কমিশন বিরোধী আন্দোলনে
    34.দ্বারভাঙা কিষান আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন – স্বামী বিদ্যানন্দ
    35.সরলাদেবী চৌধুরানী স্থাপিত নারী সংঘের নাম – ভারত শ্রী মহামন্ডল
    36.Women India Associsiation গড়ে উঠে ছিল – ১৯১৭ সালে
    37.All Women Conference গড়ে উঠে ছিল – ১৯২৭ সালে
    38.যে প্রতীকে বয়কটের প্রস্তাব প্রচার করা হয় – সঞ্জীবনী
    39.লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠিত করেছিলেন – সরলাদেবী চৌধুরানী
    40.বাংলায় নারীসমাজ অরন্ধন দিবস পালন করেছিল – ১৯০৫ সালে ১৬ অক্টোবর
    41.প্রথম রাখিবন্ধন উৎসব উদযাপিত হয় – ১৯০৫ সালে ১৬ অক্টোবর
    42.বঙ্গভঙ্গ কার্যকরী হওয়ার দিনে অরন্ধনের ডাক দিয়েছিলেন – রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
    43.নারী সত্যাগ্রহ সমিতির সম্পাদক ছিলেন – শাস্তি দাস
    44..গান্ধীজি নারীদের প্রথম বিক্ষোভে সামিল করছিলেন – ১৯১৩ সালে দক্ষিণ আফ্ৰিকায়
    45.১৯১৭ সালে যে মিশনের কাছে নারীরা ভোটাধিকার দাবি করেন – মন্টেগু চেমসফোর্ড
    46.তিন কাঠিয়া প্রথার অবসান ঘটে – ১৯১৭ সালে
    47.ভারতে গান্ধীজির দরিত্রিয়া সত্যাগ্রহটি হল – আহমেদাবাদ সত্যাগ্রহ
    48.আমেদাবাদ সত্যাগ্রহের ফলে মিল মালিকরা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে – ৩৫ শতাংশ
    49.গান্ধীজির নেতৃত্বে ভাড়াটে তৃতীয় সত্যাগ্রহটি হল – খেদা সত্যাগ্রহ
    50.গান্ধীজি যে সত্যাগ্রহের মাধ্যমে শহরের শিক্ষিত ও গ্রামীণ কৃষকদের মধ্যে মেলবন্ধন ঘটায় সেটি হল – খেদা সত্যাগ্রহ
    51.কুনবি বলা হল -গুজরাটের কৃষকদের
    52.গান্ধীজি নেতৃত্বে খেদা আন্দোলন অনুষ্ঠিত হয় – ১৯১৮ সালে
  16. 53.অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষকদের কর বন্ধ আন্দোলনের নেতৃত্ব দেন – বীরেন্দ্রনাথ শাসমল
    54.একা কৃষক আন্দোলন হয়েছিল – ১৯২১ সালে
    55.একা আন্দোলন ঘটেছিল – অহিংসা কৃষক আন্দোলনের পর্যায়ে
    56.একা কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল – মাদারী পাশি
    57.উত্তরপ্রদেশে কৃষাণসভা গঠন করেন – জওহরলাল নেহেরু
    58.সারা ভারত কৃষাণসভা কংগ্রেস প্রতিষ্ঠিত হয় – ১৯৩৬ সালে ১১ এপ্রিল
    59.সর্বভারতীয় কৃষাণসভার প্রথম সম্পাদক ছিলেন – স্বামী সহজানন্দ
    60.বিজেলিয়া সত্যাগ্রহ সংগঠিত হয় – রাজস্থানে (১৯৩৬ সালে)
    61.বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন – সিরাজ-উদ-দৌলা

62.মিকাশিম তাঁর রাজধানী মুর্শিদাবাদ থেকে স্থানান্তরিত করেছিলেন – মুঙ্গেরে

---Advertisement---

Related Post

CCRAS Recruitment 2025 Notification: Apply for 388 Group A, B & C Vacancies Including MTS & LDC

CCRAS Recruitment 2025 Notification: The Central Council for Research in Ayurvedic Sciences (CCRAS) has issued a short notification regarding 388 vacancies across Group A, B, and C posts. ...

WB SLST English 2025 Preparation: 45 Important One-Sentence Question Answers on The Lotus Eaters by Somerset Maugham

WB SLST English 2025 preparation: Preparing for the 2nd WB SLST English Exam 2025? Struggling to cover every story in your syllabus? Don’t worry! We’ve compiled 45 One-Sentence ...

WB SLST English 2025 l 50 One-Sentence Q&A from The Ox by H.E. Bates

50 One-Sentence Q&A from The Ox by H.E. Bates: If you’re preparing for WB SLST English 2025 (IX-X), mastering the short story “The Ox” by H.E. Bates is ...

🥭 List of Scientific Names of Important Fruits 2025 l গুরুত্বপূর্ণ ফলের বৈজ্ঞানিক নাম

আপনি কি জানেন যে প্রতিদিন আমরা যে ফলগুলি খাই, সেগুলিরও নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম বা Scientific Name রয়েছে? শিক্ষার্থীদের মাধ্যমিক জীববিজ্ঞান (Madhyamik Biology), প্রতিযোগিতামূলক পরীক্ষা (SSC, UPSC, WBCS, Railway, NTPC) এবং সাধারণ জ্ঞান বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ ফলের বৈজ্ঞানিক নামের তালিকা ২০২৫ (List of Scientific Names of Important Fruits 2025)।

Leave a Comment