Important Questions and Answers for All Job Exams 2024: চাকরির পরীক্ষায় সফল হওয়ার জন্য প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সঠিক তথ্য ও সঠিক প্রস্তুতির কোন বিকল্প নেই। এই ব্লগে আমরা সমস্ত চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে আলোচনা করব। আপনি যদি সরকারি বা বেসরকারি চাকরির পরীক্ষার (All Competitive Job Exams) জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই ব্লগটি আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। আসুন, প্রস্তুতির যাত্রা শুরু করা যাক এবং আত্মবিশ্বাসের সাথে পরীক্ষার প্রস্তুতি নেয়া যাক।
Important Questions and Answers for All Job Exams 2024 l সমস্ত চাকরির পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্ন: IIT খড়গপুরের উদ্বোধন কত সালে হয় ?
উত্তর: ১৯৫১ সালে
প্রশ্ন: প্রাণ ধারা কোন রাজ্যের প্রকল্প ?
উত্তর: পশ্চিমবঙ্গ
প্রশ্ন: প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল দু’বার পার করেছেন ?
উত্তর: বুলা চৌধুরী
প্রশ্ন: ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: প্রশান্তচন্দ্র মহালনবিশ
প্রশ্ন: পথের পাঁচালি কত সালে মুক্তি পায় ?
উত্তর: ১৯৫৫
প্রশ্ন: পশ্চিমবঙ্গ থেকে প্রথম কে ভারতরত্ন পান ?
উত্তর: বিধানচন্দ্র রায়
প্রশ্ন: কত সালে হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় ?
উত্তর: ১৯৪৩ সালে
প্রশ্ন: দার্জিলিং হিমালয়ান রেলকে UNESCO কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় ?
উত্তর: ১৯৯৯ সালে
প্রশ্ন: পাটকই পর্বতমালা দেশের কোন অঞ্চলে অবস্থিত ?
উত্তর: পূর্বাঞ্চলে
প্রশ্ন: বাংলার প্রথম গভর্নর জেনেরাল কে ?
উত্তর: ওয়ারেন হেস্টিংস
Job Exam Preparation l GK Questions l Current Affairs
প্রশ্ন: আইন প্রণয়নের মাধ্যমে কার আমলে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় ?
উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
প্রশ্ন: ভারতের প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র কোনটি ?
উত্তর: বেঙ্গল গেজেট
প্রশ্ন: বহুবিবাহ- বইটি কে লিখেছেন ?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রশ্ন: জাতীয় ক্রীড়া দিবস কবে ?
উত্তর: ২৯ অগাস্ট
প্রশ্ন: NATO-র সদর দপ্তর কোথায় ?
উত্তর: ব্রাসেলস
প্রশ্ন: গুরুশিখর শৃঙ্গ কোন রাজ্যে ?
উত্তর: রাজস্থান
প্রশ্ন: রাশিয়ার জাতীয় খেলা কী ?
উত্তর: চেস
প্রশ্ন: উস্তাদ রহিম ফাহিমুদ্দিন ডাগরের নাম কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ?
উত্তর: ধ্রুপদ সংগীত
প্রশ্ন: ন্যাশনাল হাউসিং ব্যাঙ্কের প্রতিষ্ঠা সাল কত ?
উত্তর: ১৯৮৮
প্রশ্ন: স্টিলওয়েল রোড-চিনের সঙ্গে প্রধান কোন দেশকে সংযুক্ত করেছে ?
উত্তর: ভারত
Career Exams l Exam Guide l Study Material l Quiz Questions
প্রশ্ন: কনিষ্ক কার ছদ্মনাম ?
উত্তর: রাম বসু
প্রশ্ন: AIDS পুরো কথা কী ?
উত্তর: Acquired Immune Deficiency Syndrome
প্রশ্ন: হেল গেট রেল সেতু কোথায় ?
উত্তর: নিউ ইয়র্ক
প্রশ্ন: স্নো হিল কোন দেশের রেল স্টেশন ?
উত্তর: বার্মিংহ্যাম, ইংল্যান্ড
প্রশ্ন: বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় ?
উত্তর : তিরুবনন্তপুরম, কেরালা
প্রশ্ন: লারা দত্তা কত সালে মিস ইউনিভার্স হন ?
উত্তর: ২০০০ সালে
প্রশ্ন: কত সালে দাদাসাহেব ফালকে পান মান্না দে ?
উত্তর: ২০০৭ সালে
প্রশ্ন: বোগোসলোফ আইল্যান্ড কোথায় ?
উত্তর: আলাস্কায়
প্রশ্ন: আশাপূর্ণা দেবী কত সালে জ্ঞানপীঠ পুরস্কার পান ?
উত্তর: ১৯৭৬
প্রশ্ন: সমাজসেবার জন্য এবার পদ্মশ্রী পেয়েছেন বাংলার করিমুল হক। তিনি কোন জেলার বাসিন্দা ?
উত্তর: জলপাইগুড়ি
প্রশ্ন: প্রোটিন শব্দটি কোন শব্দ থেকে এসেছে ?
উত্তর: গ্রিক শব্দ প্রোটিয়স থেকে
প্রশ্ন: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি কোথায় ?
উত্তর: হুগলীর দেবানন্দপুর গ্রামে
প্রশ্ন: WAN পুরো কথা কী ?
উত্তর: ওয়াইড এরিয়া নেটওয়ার্ক
প্রশ্ন: জালিকাট্টুর নাম কোন রাজ্যের সঙ্গে জড়িত ?
উত্তর: তামিলনাড়ু
প্রশ্ন: পানিহারি কোন রাজ্যের লোকনৃত্য ?
উত্তর: রাজস্থান
প্রশ্ন: মুসি কোন রাজ্যের নদী ?
উত্তর: তেলাঙ্গানা
প্রশ্ন: বাচেন্দ্রি পাল কে ?
উত্তর: এভারেস্টজয়ী পর্বতারোহী
প্রশ্ন: পশ্চিমবঙ্গের প্রধান কৃষিজ শস্য কী ?
উত্তর: ধান
প্রশ্ন: বিখ্যাত মাদাম তুসো মিউজ়িয়াম কোথায় ?
উত্তর: লন্ডন
প্রশ্ন: জাতীয় পুরস্কার প্রাপ্ত বাংলা ফিচার ফিল্ম- ছেলে কার, পরিচালক কে ?
উত্ত : চিত্ত বসু
General Knowledge
- প্রাকৃতিক গ্যাস প্রধানত গঠিত হয় কোন কোন গ্যাসের মিশ্রনে?
উ: মিথেন ও হাইড্রোকার্বন |
- এলনিনোর প্রভাবে কোন মহাদেশে বন্যার আশঙ্কা দেখা যায়?
উ: লাতিন আমেরিকা |
- 2015 সালের 1লা জানুয়ারি কোন দেশ ইউরো মুদ্রা চালু করে ইউরোপের 19 তম সদস্য হয় ?
উ: লিথুয়ানিয়া |
- এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইনডেস্কে কোন দেশ বৃহত্তম ও সবুজতম দেশ?
উ: সুইজারল্যান্ড |
- 2014 সালে প্রয়াত মার্কিন নাগরিক আলেক জান্ডার শালকিনকে কি নামে ডাকা হত?
উ: গড ফাদার অফ একট্যাসি |
- সম্পূর্ণ গ্রানাইট এ তৈরি পৃথিবীর প্রথম মন্দির কি?
উ: তামিলনাড়ুর বৃহদেশ্বর মন্দির |
- মাউন্ট গ্যারিচেন কোন রাজ্যের সর্বোচ্চ শৃংগ?
উ: অরুণাচল প্রদেশ |
- আয়তন অনুসারে তেলেঙ্গানা রাজ্যের কততম?
উ: 12 তম |
- বিশ্বের উচ্চতম বিমানবন্দর দাওচেন ওয়াজিং কোন দেশে অবস্থিত?
উ: চীন |
- গান মেটাল বা পিতল কোন কোন ধাতুর মিশ্রণ?
উ: তামা, দস্তা ও টিন |
- কোন সালে পারমানবিক হিংসা থেকে মহাদেশের সুরক্ষা আইন তৈরি হয়?
উ: 2005 সালে |
- বর্তমানে বিশ্ব জনসংখ্যার বার্ষিক বৃদ্ধির হার কত?
উ: 7.5 কোটি |
- হিমবাহিক জলাভূমি সো মোরাই কোন রাজ্যে অবস্থিত?
উ: জম্মু ও কাশ্মির |
- কোন জাতীয় উদ্যানের আর এক নাম সৈরিত্রীবনম?
উ: সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক |
- মির্জা গালিব কোন মুঘল সম্রাটের সমসাময়িক?
উ: বাহাদুর সহ জাফর |
- কোন সংস্থা স্ট্রিট আর্ট প্রজেক্ট চালু করে?
উ: গুগলের প্যারিস কালচারাল ইউনিট |
- চীনের পাঁচটি স্বশাসিত অঞ্চলের মধ্যে কোনটি চীনের মূল ভূখণ্ডের অন্তর্ভুক্ত নয়?
উ: হংকং |
- কোন মহা সমুদ্রে মার্শাল আইল্যান্ড অবস্থিত?
উ: প্রশান্ত মহাসাগর |
- কোন দুটি রাজ্যে সবথেকে বেশি সয়াবিন চাষ হয়?
উ: মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র |
- লোকসভায় কে প্রোটেম স্পিকার নিয়োগ করেন?
উ: রাষ্ট্রপতি |
- কোচি, তুতিকোরিন, এননোর, কালান্দ্ বন্দরের মোধ্যে কোনটি বেসরকারি বন্দর?
উ: এননোর |
- 2014 সালে কোন দেশ বিশ্বের সব থেকে উঁচু কেবল রেলওয়ে লাইন চালু করে?
উ: বলিভিয়া |
- 370 ধারা সংবিধানের কোন ধারার অন্তর্গত?
উ: বিভাগ-21 (Part- XXI)
- 2014 সালে 90 শতাংশ ভোট পেয়ে কে মিশরের রাষ্ট্রপতি হন?
উ: আবদেল ফতাহ আল সিসি |
- দেশের বৃহত্তম রাবার উৎপাদক রাজ্য কি?
উ: কেরালা |
- বিশ্বের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের কত শতাংশ ভারতে?
উ: 1 শতাংশ |
- ভারতীয় ভালুক সংরক্ষণের জন্য গঠিত দারোজি অভয় অরণ্য কোন রাজ্যে?
উ: বেলারি, কর্ণাটক |
- অরসিয়া মন আগ্নেয়গিরি কোন গ্রহে অবস্থিত?
উ: মঙ্গল |
- কোন প্রাণী পোরসিন এপিডেমিক ডায়েরিয়া ভাইরাসে আক্রন্ত?
উ: শুয়োর |
- কিসের মাধ্যমে সংক্রমণ ছড়ালে সেপিসিস হয়?
উ: রক্ত |
- গোয়ার লৌহ খনিতে কি ধরণের লৌহ আকরিক পাওয়া যায়?
উ: হেমাটাইট |
- কোন রোগ নির্ণয়ে ‘জিন এক্সপার্ট’ পরীক্ষা করা হয়?
উ: যক্ষা |
- ‘ডোকোমো’ কোন দেশের টেলিকম সংস্থা?
উ: জাপান |
- ভারতে কততম প্রধান বিচারপতি এল এম লোধা ?
উ: 81 তম |
- ভারতের কোন শহরে বিশ্বের 90 শতাংশ ছোট হীরক কাটা ও পালিশ করা হয়?
উ: সুরাট |
- ক্লোরোফিল সূর্যালোকের কোন তরঙ্গ শোষণ করে?
উ: লাল ও নীল |
- ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কি?
উ: করবেট ন্যাশনাল পার্ক |
- কোন ধাতুকে সাদা সোনা বলে?
উ: প্লাটিনাম |
- অদৈত বেতান্তভিত্তিক অবধূত কার রচনা?
উ: দত্তাত্রেয় |
- রেড ডাটা বুক এর বিষয় কি?
উ: বিপন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদ |
- কোন রাজ্যে বিষু উৎসব পালিত হয়?
উ: কেরালা |
- সৌর জগতের পরীক্ষিত গজনী ক্ষেপনাস্ত্রটি কোন দেশের?
উ: পাকিস্তান।
- পরিপাক তন্ত্রের কোন অংশে রেনিন উৎসেচক থাকে?
উ: পাকস্থলী।
- কত সালে লোকসভায় প্রথম অধিবেশন বসে?
উ: 1952 সালে।
- ভোটাধিকার কি ধরণের অধিকার?
উ: সাংবিধানিক অধিকার।
- প্রথম কোন মার্কিন রাষ্ট্রপতি পদত্যাগ করেন?
উ: রিচার্ড নিক্সন।
- USPC এর প্রথম চেয়ারম্যান কে?
উ: স্যার রস বার্কার।
- কত জন প্রধানমন্ত্রী ভারতরত্ন পেয়েছে?
উ: 6 জন।
- মাদার টেরেসার বাসস্থান ও কর্মস্থান এর কি?
উ: নির্মল হৃদয়।
- এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ কি?
উ: বোম্বে স্টক একচেঞ্জ ( BSE) .
- রাজমালা কোন রাজ্যের মূল্যবান ঐতিহাসিক সূত্র?
উ: ত্রিপুরা।
- অটলবিহারী কতবার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন?
উ: তিনবার।
- সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি একটি রাজ্যে আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারেন?
উ: 360 ধারায়।
- কোন রাজ্যের লঞ্চ সেন্টার থেকে চন্দ্রযান-1 মহাকাশে যাত্রা শুরু করে?
উ: অন্ধ্রপ্রদেশ।
- ইন্ডোস্ট্রিয়াল ফিন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া কোন ব্যাংকের সাবসিডিয়ারি?
উ: IDBI .
- ভারত সরকারের প্রকল্প আশা (ASHA) কোন কোন বৃহত্তর প্রকল্পের অঞ্চল?
উ: জাতীয় গ্রামীণ সাস্থ্য মিশন।