---Advertisement---

SSC MTS Recruitment 2024 : বিজ্ঞপ্তি প্রকাশ SSC MTS নিয়োগের, শূন্যপদ ৮৩২৬, জেনে নিন বিস্তারিত

By Siksakul

Published on:

SSC MTS Recruitment 2024
---Advertisement---

SSC MTS Recruitment 2024 : সুখবর! গতকাল ২৭শে জুন, SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন এবার MTS অর্থাৎ মাল্টি-টাস্কিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে অনলাইনের মাধ্যমে প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। SSC-এর মাধ্যমে যারা চাকরি পাওয়ার অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এটি একটি দারুন সুযোগ। আজকের প্রতিবেদনে রইলো SSC MTS নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য। আসুন দেখে নেওয়া যাক এক নজরে।

SSC MTS Recruitment 2024 : বিজ্ঞপ্তি প্রকাশ SSC MTS নিয়োগের, শূন্যপদ ৮৩২৬

নিয়োগকারী সংস্থা – স্টাফ সিলেকশন কমিশন(SSC)

পদের নাম – মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ সি (MTS)

শূন্যপদ – ৮,৩২৬টি। MTS পদে ৪,৮৮৭ ও  CBIC এবং CBN এ হাভালদার পদে ৩,৪৩৯

বয়সীমা – MTS পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছর এবং CBIC, CBN-এ হাভালদার পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছর।

বেতন – এখানে বেতন পে ব্যান্ড-১ (৫,২০০ থেকে ২০,০০০) + গ্রেড পে ১৮০০-এর অধীনে পড়ে৷ MTS-এর প্রতিমাসে বেতন ২০,০০০ থেকে ২৪,০০০ টাকার মধ্যে।

যোগ্যতা – SSC MTS নিয়োগ 2024 শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। বিস্তারিত জানতে নিচের দেওয়া লিংক ক্লিক করে দেখে নিতে পারেন।
বিস্তারিত দেখুন: SSC MTS যোগ্যতা

নির্বাচন প্রক্রিয়া – এখানে (SSC MTS Recruitment 2024) প্রার্থীদের দুটি ভিন্ন পর্যায় নিয়োগ করা হবে। প্রথম পর্যায় অনলাইনের মাধ্যমে CBT এবং দ্বিতীয় পর্যায় অফলাইনে PET/PST এর মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে।
SSC MTS বিজ্ঞপ্তি ২০২৪ PDF : Download

আরো পড়ুন:- জেনে নিন WBPSC ICDS সুপারভাইজার পরীক্ষায় পাশ করার সহজ পদ্ধতি

SSC MTS নির্বাচন প্রক্রিয়া

অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরুর তারিখ – ২৭শে জুন, ২০২৪

আবেদনের শেষ তারিখ – ৩১শে জুলাই, ২০২৪

অনলাইন ফি পেমেন্ট করার শেষ তারিখ – ১লা আগস্ট, ২০২৪

আবেদন ফর্ম সংশোধনের জন্য উইন্ডো এবং সংশোধন চার্জের অনলাইন পেমেন্টের তারিখ – ১৬ই আগস্ট ২০২৪ থেকে ১৭ই আগস্ট, ২০২৪

SSC MTS পরীক্ষার তারিখ – অক্টোবর থেকে নভেম্বর ২০২৪

আবেদন ফি – এখানে আবেদনের জন্য প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০ টাকা দিতে হবে। তবে, SC/ST/PWD/প্রাক্তন সৈনিক/মহিলা বিভাগের অন্তর্গত প্রার্থীদের কোনোরকম আবেদন ফি প্রদান করতে হবে না বলেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

আবেদন পদ্ধতি – SSC MTS পদের জন্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য প্রথমে নীচে দেওয়া অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে।রেজিস্ট্রেশনে ক্লিক করুন। এরপর আপনার বিবরণ পূরণ কতাঁর পর আপনি একটি অনলাইন আবেদন রেজিস্ট্রেশন নম্বর এবং একটি পাসওয়ার্ড পাবেন, যার সাহায্যে এনএল লগ ইন করে আপনার ব্যক্তিগত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা লিখুন, প্রয়োজনীয় JPG/JPEG মাত্রায় আপনার ছবি এবং স্বাক্ষর আপলোড করুন। সবশেষে আবেদন ফি জমা করে সাবমিট করলেই আপনার আবেদন সম্পন্ন হবে।

সিলেবাস – স্টাফ সিলেকশন কমিশন চলতি বছরের অক্টোবর থেকে নভেম্বর মাসে SSC MTS পরীক্ষা পরিচালনা করবে৷ SSC MTS পরীক্ষার প্যাটার্ন ও সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানতে

অফিসিয়াল ওয়েবসাইট – www.ssc.nic.in

Online Apply : Click Here

আরো পড়ুন: সমস্ত চাকরির পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

---Advertisement---

Related Post

Indian States Top in Production l বিভিন্ন পণ্য উৎপাদনে প্রথম রাজ্য সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য

Indian States Top in Production: ভারতের প্রতিটি রাজ্যই কোনো না কোনো কৃষি বা শিল্প পণ্যের উৎপাদনে শীর্ষস্থান ধরে রেখেছে। যেমন কেউ চালে, কেউ গমে, কেউ বা তুলা, চা, ...

📝 50 Important Questions on Modern Russia, Cold War & Russian Revolution

Important Questions on Modern Russia: Are you preparing for UPSC, SSC, WBCS, Railway NTPC, or any other competitive exam that includes Modern History and International Relations? Then this ...

📝 Important Questions and Answers on Industrial Revolution and Socialist Movement – For WBCS, SLST, NET Preparation l শিল্পবিপ্লব ও সমাজতান্ত্রিক আন্দোলন – ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Important Questions and Answers on Industrial Revolution and Socialist Movement: শিল্পবিপ্লব ও সমাজতান্ত্রিক আন্দোলন ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, যা WBCS, SLST, UGC NET-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিয়মিতভাবে প্রশ্ন ...

RRB Recruitment 2025 Short Notice Out – Railway recruitment opportunities for a large number of vacant posts, monthly salary Rs. 21700

RRB Recruitment 2025 Short Notice Out: Railway Recruitment Board has again published a great recruitment notification! Recently, RRB has published a short notification for the recruitment of paramedical staff ...

Leave a Comment