WB Gram Panchayat Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট পোর্টালে পরীক্ষার সিলেবাস জারি করা হয়েছে ইতিমধ্যে। পরীক্ষার্থীদের জন্য siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Siksakul -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WB Gram Panchayat Practice Set 2024 আপলোড করা হচ্ছে। এই প্র্যাকটিস সেটগুলি সম্পূর্ণ সিলেবাস নির্ভর অর্থাৎ এখানে থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে।
WB Gram Panchayet Practice Set 2024
গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলি খুবই গুরুত্তপূর্ণ। রাজ্য সরকারের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ধরণকে বিশ্লেষণ করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। WB Gram Panchayat Practice Set 2024 -এর প্রশ্নগুলি বাজারের সেরা সাবজেক্টিভ বইগুলি থেকে বাছাই করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WB Gram Panchayat Practice Set 16
1. কোন রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে দীর্ঘতম?
[A] বিহার[B] ঝাড়খন্ড
[C] ওড়িশা
[D] আসাম
উত্তরঃ [B] ঝাড়খন্ড
2. পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?
[A] 8 টি[B] 6 টি
[C] 4 টি
[D] 9 টি
উত্তরঃ [D] 9 টি
3. পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়?
[A] দার্জিলিং[B] কোচবিহার
[C] বক্সা ডুয়ার্স
[D] উত্তর ২৪ পরগনা
উত্তরঃ [C] বক্সা ডুয়ার্স
4. দাস বংশের প্রতিষ্ঠাতা কে?
[A] ইলতুৎমিস[B] সুলতান রাজিয়া
[C] গিয়াস উদ্দিন তুঘলক
[D] কুতুবউদ্দিন আইবক
উত্তরঃ [D] কুতুবউদ্দিন আইবক
5. স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
[A] ডেভিড হেয়ার ও রাজা রামমোহন রায়[B] স্বামী বিবেকানন্দ
[C] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
[D] রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ [A] ডেভিড হেয়ার ও রাজা রামমোহন রায়
👇👇 গ্রাম পঞ্চায়েত নিয়োগের পরীক্ষার জন্য সেরা গাইড বই 👇👇
6. পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি?
[A] পুরুলিয়া[B] পূর্ব বর্ধমান
[C] পশ্চিম বর্ধমান
[D] মুর্শিদাবাদ
উত্তরঃ [C] পশ্চিম বর্ধমান
7. সগৌলির সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল?
[A] 1828[B] 1816
[C] 1820
[D] 1815
উত্তরঃ [B] 1816
8. তাল শব্দের অর্থ কি?
[A] উচু এলাকা[B] অপেক্ষাকৃত নিম্নভূমি
[C] মরুভূমি এলাকা
[D] জলাভূমি ও নিম্নভূমি
উত্তরঃ [D] জলাভূমি ও নিম্নভূমি
9. পশ্চিমবঙ্গের কোন শহরকে অর্কিডের শহর বলা হয়?
[A] কার্শিয়াং[B] কলকাতা
[C] শিলিগুড়ি
[D] দুর্গাপুর
উত্তরঃ [A] কার্শিয়াং
আরও পড়ুনঃ গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ১৪
10. আধুনিক ঘোড়ার নাম কি?
[A] কাস্পিয়ান ঘোড়া[B] ইকুয়াস
[C] জেড
[D] উপরের কোনটিই নয়
উত্তরঃ [B] ইকুয়াস