---Advertisement---

WB Gram Panchayat Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ২০

By Siksakul

Published on:

WB Gram Panchayat Practice Set
---Advertisement---

WB Gram Panchayat Practice Set 2024: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট পোর্টালে পরীক্ষার সিলেবাস জারি করা হয়েছে ইতিমধ্যে। পরীক্ষার্থীদের জন্য siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Siksakul -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WB Gram Panchayat Practice Set 2024 আপলোড করা হচ্ছে। এই প্র্যাকটিস সেটগুলি সম্পূর্ণ সিলেবাস নির্ভর অর্থাৎ এখানে থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে।

WB Gram Panchayat Practice Set 2024

গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলি খুবই গুরুত্তপূর্ণ। রাজ্য সরকারের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ধরণকে বিশ্লেষণ করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। WB Gram Panchayat Practice Set 2024 -এর প্রশ্নগুলি বাজারের সেরা সাবজেক্টিভ বইগুলি থেকে বাছাই করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WB Gram Panchayat Practice Set 20

1. কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন—

[A] আনন্দলাল বসু
[B] চিত্তরঞ্জন দাশ
[C] অরবিন্দ ঘোষ
[D] সুভাষচন্দ্র বসু

উত্তরঃ [B] চিত্তরঞ্জন দাশ

2. তুন্দ্রা অঞ্চলে খুব শীতল বায়ুকে কি বলে?

[A] ব্লিজার্ড
[B] বোরা
[C] মিষ্ট্রাল
[D] সিরক্কো

উত্তরঃ [A] ব্লিজার্ড

গ্রাম পঞ্চায়েত নিয়োগের সব আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন 👇👇

3. কোন ইউরোপীয়রা প্রথম ভারতে আসেন বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের জন্য?

[A] ব্রিটিশ
[B] জার্মান
[C] ওলন্দাজ
[D] পর্তুগিজ

উত্তরঃ [D] পর্তুগিজ

4. অ্যালুমিনিয়ামের আকরিক হল—

[A] ফেলসপার
[B] বক্সাইট
[C] চালকোপাইরাইট
[D] হেমাটাইট

উত্তরঃ [B] বক্সাইট

5. অর্থ কমিশন কত বছরের জন্য গঠিত হয়?

[A] সাত বছর
[B] তিন বছর
[C] পাঁচ বছর
[D] এক বছর

উত্তরঃ [C] পাঁচ বছর

👇 গ্রাম পঞ্চায়েত নিয়োগের পরীক্ষার জন্য সেরা গাইড বই 👇

WB Gram Panchayet Practice Set 2024

6. ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক?

[A] পশ্চিমবঙ্গ
[B] ছত্রিশগড়
[C] ঝাড়খন্ড
[D] উড়িষ্যা

উত্তরঃ [C] ঝাড়খন্ড

7. কত সালের পর থেকে ভারতের আয়কর স্থায়ীভাবে নেওয়া চালু হয়?

[A] 1888
[B] 1860
[C] 1876
[D] 1863

উত্তরঃ [B] 1860

8. ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেন?

[A] বোম্বে
[B] সুরাট
[C] মাদ্রাজ
[D] সুতানুটি

উত্তরঃ [B] সুরাট

9. মুদ্রাতে কোন প্রাচীন রাজাদের সংগীত প্রিয়তা প্রকাশ পেয়েছে?

[A] নন্দ
[B] গুপ্ত
[C] মৌর্য
[D] চোল

উত্তরঃ [B] গুপ্ত

10. কোথায় শব্দের গতিবেগ সর্বাধিক?

[A] গ্যাসে
[B] কঠিন পদার্থে
[C] তরলে
[D] শূন্যস্থানে

উত্তরঃ [B] কঠিন পদার্থে

---Advertisement---

Related Post

Human body related Important questions and Answers part 01 in Bengali l মানবদেহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০১

Human body related Important questions and Answers part 01: মানবদেহ একটি জটিল ও বিস্ময়কর সৃষ্টি, যা নানা অঙ্গ-প্রত্যঙ্গ ও কার্যপ্রণালীর সমন্বয়ে গঠিত। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে যেমন WBCS, RRB, SSC, ...

AIIMS Kalyani Recruitment 2025: Unlock Your Dream Career in Healthcare – Apply Now for Various Vacancies!

AIIMS Kalyani Recruitment 2025: All India Institute of Medical Sciences (AIIMS) Kalyani has announced various job vacancies, including Data Entry Operator, Senior Resident, and Junior Resident. Don’t miss ...

Exciting Career Opportunity: Indian Overseas Bank Recruitment for 400 Local Bank Officers

Indian Overseas Bank Recruitment for 400 Local Bank Officers: Are you aspiring to join the esteemed Indian Overseas Bank as a Local Bank Officer? Look no further! We’ve ...

✍️ States and their Major Tribes in India 2025 l ভারতের রাজ্য ও বিভিন্ন জনজাতি

States and their Major Tribes in India: ভারত একটি বৈচিত্র্যপূর্ণ দেশ, যেখানে নানা ভাষা, সংস্কৃতি এবং জাতিগোষ্ঠীর সহাবস্থান লক্ষ করা যায়। এই বৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ হলো — ...

Leave a Comment